X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জলবায়ু পরিবর্তন: ঝুঁকিতে থাকা দেশগুলোকে সহযোগিতার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৭, ১২:১১আপডেট : ২১ জুলাই ২০১৭, ১২:৩৫

সেশনে বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশগুলোর ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়ন, উদ্ভাবনী সমাধান ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (২০ জুলাই) নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ‘জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অভিযোজন, অবকাঠামোগত অর্থায়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি’ শিরোনামে জাতিসংঘের পানি ও দুর্যোগ বিষয়ক তৃতীয় বিশেষ থিমেটিক সেশনে তিনি একথা বলেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ ওই থিমেটিক সেশনে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি, বিশেষ করে পানি বিষয়ক বিপর্যয়ের ক্ষেত্রে অভিযোজন ও প্রশমন প্রক্রিয়ার আমরা ওডিএ, গ্রিন ক্লাইমেট ফান্ড, দ্বিপক্ষীয় চুক্তি ও বহু পাক্ষিক উন্নয়ন ব্যাংকের (এমডিবি) মাধ্যমে অর্থায়ন ইত্যাদি বৈশ্বিক বিনিয়োগ প্রত্যাশা করি।’
জাতিসংঘের পানি ও দুর্যোগ বিষয়ক তৃতীয় বিশেষ থিমেটিক সেশন পরিকল্পনামন্ত্রী বিশ্বব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি খাতের সঙ্গে সংশ্লিষ্টদের সব বাধা অতিক্রম করে মানবজাতির কল্যাণে জ্ঞান, ধারণা ও সর্বোত্তম চর্চার একটি নেটওয়ার্ক সৃষ্টি করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেকসই পানি ব্যবস্থাপনার একজন সমথর্ক উল্লেখ করে তিনি বলেন, ‘‘উচ্চ পর্যায়ের পানি বিষয়ক প্যানেলের ‘কল টু অ্যাকশান অন ওয়াটার’-এর প্রতি বাংলাদেশ সরকার সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।’’
সম্প্রতি বাংলাদেশে ঘূর্ণিঝড় ‘মোরা’ ও জলোচ্ছ্বাসসহ সংঘটিত প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার মধ্যকার সম্পর্কের বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশ সরকারের সক্ষমতা তৈরিতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও এ সভায় তুলে ধরেন।
সেশনটিতে হাঙ্গেরির প্রেসিডেন্ট জ্যানোস অ্যাডের, মৌরিশাসের প্রেসিডেন্ট মিজ আমিনাহ্ গুরিব-ফাকিম ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পিটার থমসন বক্তব্য রাখেন।

আরও পড়ুন-

কর্মক্ষমতা হারাচ্ছেন চিকুনগুনিয়ায় আক্রান্তরা

নবায়নযোগ্য শক্তির বিদ্যুতের বিকল্প প্রস্তাব আনছে জাতীয় কমিটি

/এসএসজেড/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ