X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আবাসিক ভবনকে বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমোদন দেবে না রাজউক

শাহেদ শফিক
২২ জুলাই ২০১৭, ১৫:৪৩আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৫:৪৩

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) রাজধানীর আবাসিক এলাকার ভবনগুলো বাণিজ্যিক হিসেবে ব্যবহারের অনুমতি দেবে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি দুই শতাধিক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মালিকদের আবাসিক ভবনকে বাণিজ্যিক হিসেবে ব্যবহার করতে রাজউকের অনুমতি নিতে হবে বলে রায় দেন আদালত। এ সময় রিটকারীদের সময় বেঁধে দেওয়া হয় ১০ মাস। এ সময়ের মধ্যে নিয়ম অনুযায়ী প্লট মালিকদের কনভার্সন (রূপান্তর) ফি জমা দিয়ে রাজউকের অনুমোদন নিতে বলা হয়েছে। তবে রাজউক তা গ্রহণ করবে কিনা সেটি দেখার বিষয়। আবেদন বিবেচনা না করলে ১০ মাস পর আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে এই সংস্থাটি।
নাম প্রকাশ না করার শর্তে রাজউকের ওই কর্মকর্তা শুক্রবার (২০ জুলাই) বলেন, ‘আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুমোদনের কোনও সুযোগ নেই। রাজউক একটি আবেদনও বিবেচনা করবে না। প্রাথমিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। যদিও আদালতের আদেশের পর আজ পর্যন্ত কেউ রাজউকে আবেদন করেননি।’
এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেছেন রাজউক সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ ও সম্পত্তি) মো. আসমাউল হোসেন। তার ভাষ্য, ‘এমনিতেই আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়ার সুযোগ নেই। যেহেতু আদালত থেকে একটি রায় এসেছে, সেখানে সিদ্ধান্তের বিষয়টি রাজউকের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, রাজউক যদি চায় তাহলে অনুমোদন দিতে পারে। আর না চাইলে ১০ মাস পর আইনগত ব্যবস্থা নেবে। এখন কেউ যদি আবেদন করে তাহলে আমরা বিবেচনা করে দেখব।’

এ সিদ্ধান্ত শুধু যারা রিট আবেদন করেছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে জানিয়ে এই রাজউক সদস্যর বক্তব্য হলো, ‘তবে এখনও আদালতের পুর্ণাঙ্গ রায় রাজউকের কাছে পৌঁছায়নি। এছাড়া অন্য যারা আবাসিক ভবনে অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে রাজউক ব্যবস্থা নেবে।’

জানা গেছে, নির্ধারিত এই সময়ের মধ্যে যদি রাজউক থেকে কেউ অনুমোদন নিতে না পারেন তাহলে আবাসিক এলাকা থেকে এসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে হবে। তবে এই ১০ মাসের মধ্যে রাজউক, সিটি করপোরেশন, ডেসকো, তিতাসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো রিট আবেদনকারীদের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনায় কোনও ব্যাঘাত ঘটাতে পারবে না।

রাজউক সূত্র জানিয়েছে, গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলার পর অনুমোদনবিহীন আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর তালিকা করেছে রাজউক। এ সময় ৫৫২টি প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত হয়েছে। পরে সেগুলো উচ্ছেদ অভিযান শুরু হয়। রাজউকের এ কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে বিভিন্ন প্রতিষ্ঠান হাইকোর্টে ২৩৫টি রিট করে।

/এসএনএইচ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী