X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অর্ধেকের বেশি রোহিঙ্গার বাস কক্সবাজারের দুই উপজেলায়

শেখ শাহরিয়ার জামান, কক্সবাজার থেকে
২৩ আগস্ট ২০১৭, ২১:৩৯আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ২১:৪৮

  

রোহিঙ্গা অধ্যুষিত দুই উপজেলার মানচিত্র মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে তিন লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসেছেন। তাদের অর্ধেকেরও বেশির বসবাস কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া উপজেলায়। এই দুই উপজেলায় ১ লাখ ৬৪ হাজার রোহিঙ্গা রয়েছেন। সম্প্রতি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার রিপোর্টে বলা হয়েছে, ১ লাখ ৬৪ হাজারের মধ্যে ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গা অস্থায়ী ক্যাম্পে অবস্থান করছেন। বাকি ৫১ হাজার বসবাস করছেন বাংলাদেশিদের সঙ্গে। 

এ বিষয়ে জানতে চাইলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কক্সবাজার সাব অফিসের প্রধান সংযুক্তা সাহানি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সীমান্তবর্তী অঞ্চল শ্যামলাপুর, জালিয়াপালংসহ কয়েকটি স্থানে ৫১ হাজার রোহিঙ্গা বাংলাদেশিদের সঙ্গে বাস করছে।’ তিনি বলেন, ‘এই রোহিঙ্গারা কৃষি-দিনমজুর, নির্মাণ শিল্প, রিকশাচালক, মৎস্য শিল্প, ইটের ভাটা, হোটেলে বা ব্যবসা করেন।’ তিনি বলেন, ‘একজন বাঙালি মজুর যে পরিমাণ মজুরি দাবি করেন, তার চেয়ে অনেক কমে রোহিঙ্গারা কাজ করেন।’

সংযুক্তা সাহানি বলেন, ‘একজন বাঙালি মজুর ও রোহিঙ্গা মজুরের মধ্যে মজুরির পার্থক্যের ফলে সমাজে ও শ্রমবাজারে হালকা হলেও একটি অস্থিরতা আছে।’

এক প্রশ্নের জবাবে সংযুক্তা সাহানি বলেন, ‘এখানে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে চারটি সংস্থা, এর মধ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একটি। এছাড়া ইউনিসেফ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও ইউএনএফপিএ-ও এখানে কাজ করে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এসব সংস্থার মধ্যে সমন্বয়ের কাজ করে।’  

দুই বছর ধরে কক্সবাজারে কর্মরত সাহানি জানান, ‘এখানে বিভিন্ন সংস্থার মানবিক সহায়তা কার্যক্রমের সুবিধা পাচ্ছে এক লাখের বেশি রোহিঙ্গা।’ উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘বালুখালীর নতুন ক্যাম্পে আমরা একটি গভীর নলকূপ স্থাপন করেছি সুপেয় পানির জন্য। আবার লেদা ক্যাম্পে  বৃষ্টি বা পুকুরের পানি সংগ্রহ করে আমাদের নিজস্ব পানি শোধনাগারে শোধন করে প্রতিদিন ২৫ হাজার লিটার পানি রোহিঙ্গাদের মাঝে সরবরাহ করা হয়।’

 

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ