X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অফিস খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৮

ঈদুল আজহার ছুটি শেষে কুশল বিনিময়ের মধ্য দিয়ে শুরু হয় কর্মকর্তা-কর্মচারীদের দিনের কার্যক্রম

ঈদুল আজহার তিন দিনের ছুটি শেষে আজ সোমবার অফিস খুলেছে। তবে প্রায় সব অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল খুবই কম। সচিবালয়, মতিঝিলের ব্যাংক পাড়া, রাজধানীর বিভিন্ন এলাকার সরকারি বেসরকারি অন্যান্য অফিস ও উন্নয়ন সংস্থা ঘুরে এ চিত্র দেখা গেছে।

ঈদের ছুটি শেষে সাধারণ নিয়ম অনুযায়ী আজ সচিবালয় খোলা হয় সকাল ৯টায়। তবে  সকাল সাড়ে ১০টা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মাত্র ২০-৩০ শতাংশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ সময়ের মধ্যে সচিবালয়ে এসে হাজির হন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, রেলমন্ত্রী মুজিবুল হক।

  অফিস খুলেছে, তবে উপস্থিতি ছিল খুব কম

সচিবালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, ঈদের ছুটির সঙ্গে অনেক কর্মকর্তা-কর্মচারী অতিরিক্ত ছুটি নিয়ে গ্রামে যাওয়ায় সচিবালয়ের কার্যক্রম স্বাভাবিক হতে আরও দুই তিন দিন লাগবে। এর বাইরে যারা আগে ছুটি কাটিয়েছেন বা অতিরিক্ত ছুটি নেননি তাদের প্রায় সবাই অফিসের কাজে যোগ দিয়েছেন। প্রতিবছরই ঈদের শেষে এমন দৃশ্য দেখা যায়। এবারও তার ব্যতিক্রম নয়।

এদিকে, সচিবালয়ের মতোই দৃশ্য আজ মতিঝিলের ব্যাংক পাড়ার। শাপলা চত্বরের পাশে অবস্থিত সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে গিয়ে দেখা গেছে সেখানে কর্মকর্তা-কর্মচারীদের অনেকের চেয়ারই খালি। মোট উপস্থিতি ৫০ শতাংশের মতো। পরস্পরের সঙ্গে কোলাকুলি, কুশল বিনিময়ের মধ্য দিয়ে আজ শুরু হয় কর্মকর্তা-কর্মচারীদের দিনের কার্যক্রম। ব্যাংকগুলোতে গ্রাহকদের উপস্থিতিও ছিল তুলনামূলকভাবে কম।

  মতিঝিল শাপলা চত্বরের পাশে অবস্থিত সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়

উপস্থিতির হার কিছুটা বেশি বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থাগুলোতে। এসব কার্যালয়ে ৫০ থেকে ৬০ ভাগ কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি দেখা গেছে আজ।

বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের হেড অব এডুকেশন মুর্শিদ আখতার জানান, ‘ঈদের ছুটি শেষে তাদের অফিসে প্রায় ৬০ কর্মকর্তা-কর্মচারী কাজে যোগ দিয়েছেন। যারা বাড়তি ছুটি নিয়েছেন বৃহস্পতিবারের আগেই তারা ফিরে আসবেন।’ 

 

 

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ