X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ড্রোন দিয়ে ঘটনাস্থল পরিদর্শন, জঙ্গি আস্তানার ভেতরে যাচ্ছে ফায়ার সার্ভিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৭, ০৯:০৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ০৯:১০

জঙ্গি আস্তানায় ঢুকতে প্রস্তুত ফায়ার সার্ভিসের কর্মীরা মিরপুরের দারুস সালাম থানাধীন ভাঙা দেয়াল এলাকার জঙ্গি আস্তানার অবস্থা বুধবার সকালে ড্রোনের(চালকবিহীন বিমান) মাধ্যমে পর্যবেক্ষণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন ওই আস্তানার ভেতর ফায়ার সার্ভিসের কর্মীর প্রবেশ করবে। আস্তানার ভেতর রাসায়নিক পদার্থ থাকতে পারে এ আশঙ্কা থেকে সকালে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ছয়তলা ভবনের ৫ তলায় থাকা জঙ্গি আস্তানায় পানি দিয়েছে।  

ফায়ারর সার্ভিসের উপ পরিচালক

ফায়ারর সার্ভিসের উপ পরিচালক দেবাশিস বর্ধন বলেন,  ‘আমরা এখন তিনটি ইউনিট নিয়ে যাচ্ছি। ঘটনাস্থলে কোনও আগুন আছে কিনা সেটি দেখতে।’ মঙ্গলবার রাতের আগুন রাসায়নিক পদার্থ থেকে হয়েছে বলেও জানান তিনি।

এরই মধ্যে ঘটনাস্থলে র‍্যাবের ফরেনসিক টিম পৌঁছেছে।

ফরেনসিক দল

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঘিরে রাখা আস্তানায় পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ওই বাসা থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। বিস্ফোরণের শব্দের পরপরই পাল্টা গুলি ছুড়তে শুরু করেছে র‌্যাব। থেমে থেমে চলছে র‌্যাবের গুলি।

ড্রোন দিয়ে ঘটনাস্থল পরিদর্শন, জঙ্গি আস্তানার ভেতরে যাচ্ছে ফায়ার সার্ভিস

বিস্ফোরণের পর রাত সাড়ে ১০টার দিকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এক সংক্ষিপ্ত ব্রিফিং করেন। তিনি বলেন, ‘বিস্ফোরণের পর ভেতরে আগুন লেগেছে। এ কারণে এখনও আমরা ভেতরে ঢুকতে পারিনি। ভেতরে এখনও আগুন জ্বলছে। আগুন নিভলে তারপর ভেতরে ঢুকে বিস্তারিত জানার চেষ্টা করব।’ বিস্ফোরণটি কেমিক্যাল বিস্ফোরণ বলে মনে হয়েছে বলে জানান তিনি।

ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

তিনি আরও বলেন, ‘সোমবার গভীর রাতে অভিযান শুরুর পর থেকেই আমাদের চেষ্টা ছিল এ জঙ্গিকে আত্মসমর্পণ করানোর। এ জন্য দিনভর নানাভাবে চেষ্টাও করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের চেষ্টার মধ্যেই এক সময় ওই জঙ্গি তার স্ত্রী ও সন্তানকে বারান্দায় বের করে দেয়। সেখানে র‌্যাবের অভিযাত্রিক দলের সঙ্গে তার স্ত্রীর আকার-ইঙ্গিতে কথা হয়।’

আরও পড়ুন-

মিরপুরের ‘জঙ্গি আস্তানা’য় রাসায়নিক বিস্ফোরণ, র‌্যাবের ধারণা আত্মঘাতী
আত্মসমর্পণে রাজি জঙ্গি আব্দুল্লাহ: র‌্যাব

 

মিরপুরের ‘জঙ্গি আস্তানা’য় বিস্ফোরণ, চলছে র‌্যাবের অভিযান

 

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বচ্ছতা নিশ্চিতে আইনের সঙ্গে প্রযুক্তির ব্যবহার দরকার: কাজী নাবিল আহমেদ
স্বচ্ছতা নিশ্চিতে আইনের সঙ্গে প্রযুক্তির ব্যবহার দরকার: কাজী নাবিল আহমেদ
মিয়ানমার সীমান্ত দিয়ে দেশে ঢুকছে ভারী অস্ত্র
মিয়ানমার সীমান্ত দিয়ে দেশে ঢুকছে ভারী অস্ত্র
ছেলের এভারেস্টজয়ে বাবার মুখে হাসি, মা বললেন দুশ্চিন্তায় আছি
ছেলের এভারেস্টজয়ে বাবার মুখে হাসি, মা বললেন দুশ্চিন্তায় আছি
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ