X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সারাদেশে ৩০ হাজার মণ্ডপে দুর্গাপূজা, সতর্ক পুলিশ

জামাল উদ্দিন
১২ সেপ্টেম্বর ২০১৭, ২২:০২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৯

দুর্গাপুজার প্রস্তুতি প্রায় সম্পন্ন, ছবি- প্রতিনিধি আর ক’দিন পরই হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরইমধ্যে পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। এবার সারাদেশে শান্তিপূর্ণভাবে ২৯ হাজার পাঁচশ মণ্ডপে পূজা  সারাদেশে উদযাপিত হবে বলে আশা করছেন পূজা উদযাপন কমিটির নেতরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকায় এবার ঢাকেশ্বরী ও রামকৃষ্ণ মিশনসহ ২৩১টি মণ্ডপে পূজা উদযাপিত হবে।

পুজা উদযাপন কমিটির নেতারা বলছেন, ‘নিরাপত্তার বিষয়টি নিয়ে আগামী ১৭ সেপ্টেম্বর পুলিশ সদর দফতরে বৈঠকের কথা রয়েছে।’

গোয়েন্দা সূত্রে জানা গেছে, এবারের পূজা নিয়ে কিছুটা উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। কারণ রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে কোনও দুর্বৃত্তচক্র পূজায় নাশকতা চালানোর চেষ্টা করতে পারে।

তবে পুলিশ ও পূজা উদযাপন কমিটির নেতারা বলছেন— ‘এখনও এমন কোনও আশঙ্কার আভাস তারা পাননি। তারপরও সর্বোচ্চ সতর্ক রয়েছেন সবগুলো কর্তৃপক্ষই। দুর্গাপূজাকে সামনে রেখে এরইমধ্যে ঢাকেশ্বরীসহ বড় মন্দিরগুলো সাজানোর কাজ চলছে।’

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, পূজায় নিরাপত্তার কোনও হুমকি না থাকলেও পুরো দাজধানীতেই নিরপাত্তা জোরদার থাকবে। ২৩১টি পুজামণ্ডপের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে ঢাকেশ্বরী কালী মন্দির, রামকৃষ্ণ মিশন, ধানমন্ডি ও বনানী পূজামণ্ডপ। ‘বি’ ক্যাটাগরিতে রমনার কালিমন্দির, সিদ্ধেশ্বরী ও উত্তরায় মণ্ডপগুলোকে নিরাপত্তা দেওয়া হবে।

এছাড়া নগরীর ৮৮টি মণ্ডপ অধিক গুরুত্বপূর্ণ, ৮৩টি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এবং অন্যগুলোকে সাধারণ ক্যাটাগরিতে রাখা হয়েছে। তবে প্রতিটি পূজামণ্ডপেই পর্যাপ্ত সংখ্যক পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বছর সারাদেশে ২৯ হাজার ৪৩৫টি মণ্ডপে পূজা উদযাপিত হয়েছে। এবার আরও কিছু বেড়ে ২৯ হাজার পাঁচশ হতে পারে। এর মধ্যে ঢাকাতেই ২৩১টি মণ্ডপে পূজা উদযাপন করার কথা রয়েছে। তবে দু-একটি বাড়তে বা কমতে পারে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজা উদযাপিত হবে। আগামী ১৯ সেপ্টেম্বর হবে মহালয়া।’

তাপস কুমার পাল আরও বলেন, ‘স্বাভাবিকভাবেই সংখ্যালঘুদের মনে সবসময় একটা শঙ্কা থাকে।’ তবে এখন পর্যন্ত তারা নাশকতার কোনও আভাস পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবেই এবারের দুর্গা উৎসব পালিত হবে। পুলিশের পক্ষ থেকেও সারাদেশের পুলিশ কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’

তাপস কুমার পাল জানান, আগামী ১৫ সেপ্টেম্বর শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হবে। পুলিশ কর্মকর্তারাও সেখানে থাকবেন। সারাদেশের পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরাও ওই সভায় উপস্থিত থাকবেন। সভায় পূজার সার্বিক বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি সহেলী ফেরদৌস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেকোনও নাশকতা ঠেকাতেই পুলিশ সব সময় তৎপর রয়েছে। তবে পূজা সামনে রেখে সারাদেশের পুলিশ কর্মকর্তাদের অতিরিক্ত সতর্ক থাকার জন্য এরইমধ্যে নির্দেশনা দেওয়া আছে। তবে পূজাকে সামনে রেখে কোনও ধরনের নাশকতার তথ্য এখনও পাওয়া যায়নি। রোহিঙ্গা ইস্যুর সঙ্গে পূজায় নিরাপত্তারও কোনও বিষয় নেই। দু’টি সম্পূর্ণ আলাদা বিষয়।’

আগামী ১৭ সেপ্টেম্বর পুলিশ সদর দফতরে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে বৈঠক হবে বলেও জানান তিনি।

/জেইউ/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার