X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

‘প্রকৃত সামাজিক যোগাযোগ কমছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৭, ১৯:২৯আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ২০:৫৪

বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম (ছবি- নাসিরুল ইসলাম)
‘একা হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই সামাজিক মাধ্যমের ব্যবহার বাড়াচ্ছি আমরা। আর সেটাই পরিণত হচ্ছে আসক্তিতে। এতে করে আমাদের ভার্চুয়াল জগতে হয়তো যোগাযোগটা বাড়ছে। কিন্তু বিপরীতে পারস্পারিক যোগাযোগটা কমছে। আমরা ভাবছি, এটা এক ধরনের সামাজিক যোগাযোগ। আসলে কিন্তু এটা তা নয়। বরং প্রকৃত সামাজিক যোগাযোগটাই কমছে।’

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে বাংলা ট্রিবিউন আয়োজিত ‘সোশ্যাল মিডিয়ায় আসক্তি’ শীর্ষক বৈঠকিতে বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম এসব কথা বলেন।

বৈঠকিতে উদিসা ইসলাম বলেন, ‘নারীরা সবসময়ই ঝুঁকির মধ্যে থাকে। তবে আমি দেখেছি, কিশোরীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। সোশ্যাল মিডিয়াতেও তারা এই ঝুঁকির মধ্যে থাকে। উঠতি বয়সী, অর্থ্যাৎ ১৩ বছরের আশপাশের মেয়ে বাচ্চাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে গিয়ে সারারাত জেগে থাকে। দেখা যায়, তারা পরের দিন স্কুলে গেলেও পড়ালেখায় মনোযোগী থাকে না। এই বয়সটা তো মূলত একটি সম্পর্ক তৈরি হওয়ার বয়স। এই বয়সে একটি পার্টনার খোঁজার প্রবণতা তৈরি হয়। এটা করতে গিয়ে সে হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। কিন্তু সে বুঝতে পারে না যে সে কার সঙ্গে সম্পর্ক করছে। আর এই বয়সে সঠিকভাবে পার্টনার খোঁজার মতো ম্যাচিউরিটিও থাকে না। ফলে সে একটি ভুল পথে পা দেয়।’

বাংলা ট্রিবিউনের এই প্রধান প্রতিবেদক আরও বলেন, ‘ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, যেসব গ্রুপ রীতিমতো পর্নোগ্রাফি ছড়াচ্ছে। অল্পবয়সী মেয়েরা না দেখতে চাইলেও এসব কনটেন্ট বারবার তার চোখের সামনে চলে আসছে। অন্যদিকে, একই বয়সী একটি ছেলের কাছেও পৌঁছে যাচ্ছে পর্নোগ্রাফিক কনটেন্ট। তার সামনে যৌনতা এমন রূপে হাজির হচ্ছে, যা অবাস্তব ও ভার্চুয়াল। ওই ছেলেটি যখন এসব কনটেন্ট নিয়েই বড় হচ্ছে, তখন তার মধ্যে পর্নোগ্রাফির শিক্ষাটাই ছড়িয়ে পড়ে।’

শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এই বৈঠকিটি সরাসরি সম্প্রচার করে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখানো হয় এই আয়োজন। বৈঠকি সঞ্চালনা করেন মুন্নী সাহা।

বৈঠকিতে আরও অংশ নেন সংগীতশিল্পী মাকসুদুল হক, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী আবদুল্লা আল মামুন, বিএসএমইউ মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক সালাহ উদ্দিন কাওসার বিপ্লব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবায়দা নাসরিন ও বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল।
আরও পড়ুন-

‘রুচির মিল থেকেই তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়ার আসক্তি’

‘সোশ্যাল মিডিয়ায় আসক্তি’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

‘সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভরশীলতা থেকেই তৈরি হয় আসক্তি’

‘পুঁজিবাদ দিয়েই সোশ্যাল মিডিয়ায় আসক্তিকে ব্যাখ্যা করতে হবে’



‘কতটা সময় ব্যবহার করলে সেটাকে আসক্তি বলে, তা নির্ধারণ কঠিন’
‘সোশ্যাল মিডিয়া থেকে বের হতে না পারলে সেটাকে আসক্তি বলা যায়’

/এআরআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এসডিজি অর্জনে বাণিজ্য বিষয়ক গবেষণা জোরদার চান ব্যবসায়ীরা
এসডিজি অর্জনে বাণিজ্য বিষয়ক গবেষণা জোরদার চান ব্যবসায়ীরা
বরগুনায় এক উপজেলা চেয়ারম্যান ও দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের মামলা
বরগুনায় এক উপজেলা চেয়ারম্যান ও দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের মামলা
৪৮ বছরে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১ কোটি ৬৩ লাখ
৪৮ বছরে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১ কোটি ৬৩ লাখ
নীতি সুদহার বাড়িয়ে সাড়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
নীতি সুদহার বাড়িয়ে সাড়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ