X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘রুচির মিল থেকেই তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়ার আসক্তি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৭, ১৮:০৮আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৮:১৩

মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী আবদুল্লা আল মামুন
নিজের মানসিকতার সঙ্গে মিলে যাওয়া জিনিস সামনে এলে মানসিক তৃপ্তি আসে। সোশ্যাল মিডিয়ায় সেটিই হচ্ছে। রাজনৈতিক, বিনোদন বা রান্না— এমন বিভিন্ন ক্ষেত্রে একই রুচির ব্যক্তিরা মিলে গ্রুপ তৈরি করছে। এভাবেই এক ধরনের আসক্তি তৈরি হচ্ছে।’
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন আয়োজিত ‘সোশ্যাল মিডিয়ায় আসক্তি’ শীর্ষক বৈঠকিতে মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী আবদুল্লা আল মামুন এ মন্তব্য করেন।
বৈঠকিতে আবদুল্লা আল মামুন বলেন, ‘মানসিক তৃপ্তি তখনই আসে, যখন আমার মানসিকতার সঙ্গে মিলে যাওয়া জিনিস সামনে আসে। আমার রুচির সঙ্গে মিলে যাওয়া জিনিসকে আমি চাইলেই সামনেই পাচ্ছি, এমন অবস্থা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একই রুচির মানুষেরা সোশ্যাল মিডিয়ায় গ্রুপ বা ঘরানা তৈরি করছেন। সেটা রাজনৈতিক হতে পারে, বিনোদন হতে পারে, কেউ কেউ রান্নার জন্যও গ্রুপ তৈরি করছেন। এসব গ্রুপে নিজের রুচির সঙ্গে মিলে যাওয়া কনটেন্টই বারবার আসছে সামনে। এভাবেই তৈরি হচ্ছে আসক্তি।’
আবদুল্লা আল মামুন আরও বলেন, ‘এখন এমন একটি সময়, ডিভাইসও বসে আছে আসক্তি তৈরি করার জন্য। ডিভাইস ও সামাজিক মাধ্যম এমনভাবে সবকিছু সেট করে রাখা হচ্ছে, যেন কেউ চাইলেই তার চাহিদামতো কনটেন্ট সামনে পায়; যেন চাহিদার বিষয়গুলোই সে জানতে পারে, বুঝতে পারে। ফলে এই আসক্তির পেছনে পুঁজিবাদেরও ভূমিকা রয়েছে।’
শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিওতে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় শুরু হয় এই বৈঠকি। এটি সরাসরি সম্প্রচার করে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ সম্প্রচার করা হয় এই আয়োজন।
বৈঠকি সঞ্চালনা করেন মুন্নী সাহা। এতে আরও অংশ নিয়েছেন সংগীতশিল্পী মাকসুদুল হক, বিএসএমএমইউয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক সালাহ উদ্দিন কাওসার বিপ্লব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।
আরও পড়ুন-
‘সোশ্যাল মিডিয়ায় আসক্তি’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

‘পুঁজিবাদ দিয়েই সোশ্যাল মিডিয়ায় আসক্তিকে ব্যাখ্যা করতে হবে’



‘কতটা সময় ব্যবহার করলে সেটাকে আসক্তি বলে, তা নির্ধারণ কঠিন’
‘সোশ্যাল মিডিয়া থেকে বের হতে না পারলে সেটাকে আসক্তি বলা যায়’

‘সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কোনও স্টাডি হয়েছে কিনা জানা নেই’

/এআরআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী