X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডিম বিক্রি বন্ধ আধা ঘণ্টায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৭, ১১:৫৩আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৩:১৮

ডিম ক্রেতাদের চাপ সামলাতে পুলিশের সতর্ক প্রহরা  বিশ্ব ডিম দিবস উপলক্ষে শুক্রবার বেলা ১০টা থেকে তিন টাকায় ডিম বিক্রির কথা ছিল। রাজধানীর খামাবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে বেলা ১টা নাগাদ এই ডিম বিক্রি চলবে বলে জানিয়েছিলেন আয়োজকরা। তবে ক্রেতাদের চাপে আগেই সাড়ে ৯টার দিকে শুরু হয় ডিম বিক্রি। তবে মারাত্মক বিশৃঙ্খলার কারণে বন্ধ হয়ে যায় মাত্র আধা ঘণ্টার মধ্যেই। সস্তায় ডিম কিনতে এসে খালি হাতে ফেরত যেতে বাধ্য হন হাজারো ক্রেতা।   বিক্রির জন্য আনা ডিম ভেঙে যায়

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও প্রাণিসম্পদ অধিদফতর বিশ্ব ডিম দিবস উপলক্ষে সাধারণ মানুষের কাছে প্রতিটি ডিম তিন টাকায় বিক্রির ঘোষণা দেয়। এই ঘোষণার কারণে সকাল থেকেই হাজারো মানুষ ভিড় জমায় খামাবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে। কিন্তু ডিম কেনার লাইন ভেঙে শুরু হয় বিশৃঙ্খলা। মাত্র আধা ঘণ্টার মধ্যেই কার্যক্রম বন্ধের ঘোষণা দেন আয়োজকরা। এক লাখ ডিম বিক্রির জন্য আনা হয় এবং আধা ঘণ্টার মধ্যেই প্রায় ৮০ হাজার ডিম বিক্রি হয়ে যায় বলেও জানান তারা। খামারবাড়িতে তিন টাকা দরে ডিম কিনতে মানুষের ভিড়

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এর সদস্য বিশ্বজিত রায় মাইকে ঘোষণা দিয়ে তিন টাকায় ডিম বিক্রির কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। তিনি বলেন, ‘আজ আর ডিম বিক্রি হবে না। ভবিষ্যতে আমরা আবারও বড় পরিসরে ডিম বিক্রির এরকম আয়োজন করবো। ক্রেতাদের অনুষ্ঠানস্থল ছেড়ে যাওয়ার অনুরোধ করছি।’

এই ঘোষণা শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা কল্পনাও করিনি এত মানুষ আসবে। ভেবেছিলাম টিসিবির ট্রাকের মতো অল্প মানুষ আসবে। এই ভুল থেকে শিক্ষা নিলাম।’ ডিম কেনাকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা ডিম না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। মিরপুরের আলতাফ মাহমুদ বলেন, ‘তাদের ঘোষণার কারণেই আমরা ডিম কিনতে এখানে এসেছিলাম। তারা যদি সঠিকভাবে বিতরণ করতে না পারে তবে এই আয়োজনের কোনও প্রয়োজন ছিল না।’

গত মঙ্গলবার এব সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিন টাকায় ডিম বিক্রির ঘোষণা দেয় বিপিআইসিসি। সংগঠনের সভাপতি মসিউর রহমান জানান, সারাদেশে ডিম দিবস বর্ণাঢ্যভাবে উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিন টাকায় ডিম বিক্রির পাশাপাশি দিবসটি উপলক্ষে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ করা হবে।

ছবি: সাজ্জাদ হোসেন।

আরও পড়ুন- তিন টাকায় ডিম!



/সিএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা