X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিমানবন্দরে প্রবাসীদের লাশ বুঝে পেতে স্বজনদের ভোগান্তি

চৌধুরী আকবর হোসেন
১৭ ডিসেম্বর ২০১৭, ২৩:৫০আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ০০:০১

 

প্রবাসী শ্রমিকের লাশ নিতে আসা স্বজনরা প্রবাসী শ্রমিকরা দেশের অর্থনীতি সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বিদেশে মারা যাওয়ার পর তাদের লাশ দেশে বুঝে পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্বজনদের। ভুক্তভোগী স্বজনরা বলছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হেল্প ডেস্ক থাকলেও তা প্রবাসীর লাশ বুঝে পেতে কোনও কাজে আসছে না। তাদের অভিযোগ, লাশ পরিবহন ও দাফনের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ৩৫ হাজার টাকা করে দেওয়ার বিধান থাকলেও নানা জটিলতায় ওই টাকা সময়মতো পাওয়া যায় না। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কার্গো ভিলেজে লাশ সরবরাহের কাজে সহায়তার থাকা ডেস্কটি দীর্ঘদিন বন্ধ থাকায় স্বজনদের যথাযথ সহযোগিতা দিতে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। শিগগিরই এ সমস্যার সমাধা করা হবে।

জানা গেছে, সম্প্রতি ওমানে সড়ক দুর্ঘটনায় মারা যান জাকির হোসেন। গত ১৩ ডিসেম্বর ওই শ্রমিকের স্বজনদের নিয়ে চাঁদপুর থেকে বিমানবন্দরে আসেন শাহরাস্তি পৌরসভার ওয়ার্ড  কাউন্সিলর তুষার চৌধুরী। লাশ বহনকারী এয়ারলাইন্সের মাধ্যমে তথ্য পেয়ে ঢাকায় আসেন তারা। দুপুর ১ টার দিকে লাশ এলেও প্রায় ৪ ঘণ্টা পরে বুঝে পান। লাশ বুঝে পাওয়ার পর দাফনের টাকা পেতে তাদের কার্গো ভিলেজ থেকে যেতে হয় টার্মিনাল ভবনে। তবে বিমানবন্দরের টার্মিনাল ভবনে প্রবেশের ক্ষেত্রেও বিপত্তিতে পড়তে হয় তাদের। একাধিক ব্যক্তি বিমানবন্দরের ভেতরে প্রবেশ করা যাবে না বলে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। যদিও টাকা বুঝে নিতে সঙ্গে একজন সাক্ষী রাখার বিধান রেখেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ভেতরে প্রবেশের পর ডেস্কে গিয়ে  ৩৫ হাজার টাকার চেক বুঝে নিতে চেয়ারম্যান সার্টিফিকেটসহ অন্যান্য তথ্য সরবরাহ করতে হবে বলে জানায় ডেস্ক।

এ প্রসঙ্গে জানাতে চাইলে তুষার চৌধুরী বলেন, ‘জাকির হোসেনের লাশ নিতে তার ভগ্নিপতিকে নিয়ে ঢাকায় আসি। তবে সেখানে প্রবাসী কল্যাণ  মন্ত্রণালয়ের কোনও সহযোগিতা পাইনি। বরং দাফনের জন্য যে টাকা দেওয়া হয়, সেটি পেতেও ভোগান্তিতে পড়তে হয়। লাশ দেওয়া হয় কার্গো ভিলেজ থেকে, চেক দেয় টার্মিনালে। লাশবাহী গাড়ি নিয়ে আমাদের সেখানে যেতে হয়েছে। সেখানে তারা অনেক ধরনের কাগজপত্র চান। তবে, সেটা আগে থেকেই জানালে সঙ্গে নিয়ে আসা যেতো। কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কেউ আমাদের জানাননি। যদিও পরবর্তী সময়ে বিমানবন্দরের ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় আমরা টাকা  বুঝে পেয়েছি।’

বিমানবন্দর সূত্র জানায়, বিদেশ থেকে শ্রমিকদের লাশ স্বজনদের কাছে সরবরাহ করা হয় টার্মিনাল ভবন থেকে দূরে দু’টি স্থানে। দিনের বেলায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লাশ সরবরাহ করা হয় আমদানি কার্গো ভিলেজ থেকে। অফিস সময় ছাড়া অন্য সময়ে লাশ সরবরাহ করা হয় ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দু’টি টার্মিনালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের একাধিক হেল্প ডেস্ক রয়েছে। প্রায় ২৬ জন কর্মকর্তা-কর্মচারী সেখানে কাজ করেন। আমিদানি  কার্গো ভিলেজে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের একটি হেল্প ডেস্ক থাকলেও গত তিন বছর ধরে বন্ধ ছিল। সম্প্রতি এক প্রবাসী শ্রমিকের লাশ নিতে আসা স্বজনদের অভিযোগের ভিত্তিতে পুনরায় ডেস্কটি সচল করার নির্দেশনা দেন বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্ট। এ নির্দেশনার পর গত ১৫ ডিসেম্বর থেকে ডেস্কটি সচল করা হলেও বিদ্যুৎ ও প্রয়োজনীয় সুবিধা না থাকায় এটি কোনও কাজে আসছে না।

লাশ সরবরাহ প্রসঙ্গে ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (ফ্রেইট) মোহাম্মদ মিনহাজ উদ্দিন পাহলোয়ান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও প্রবাসীর লাশ সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে এলে কার্গো ভিলেজ থেকে সরবরাহ করা হয়। অন্য সময়ে হ্যাঙ্গার গেট দিয়ে স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়। স্বজনরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এলে আমরা লাশ সরবরাহ করি।’

বিমানবন্দর প্রবাসীর লাশ নিতে আসা স্বজনরা

এ প্রসঙ্গে জানতে চাইলে বিমানবন্দরের টার্মিনালে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের হেল্প ডেস্কের সহকারী পরিচালক তানভীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কার্গো ভিলেজে লাশ সরবরাহের কাজে সহায়তার জন্য একটি ডেস্ক রয়েছে। দীর্ঘদিন কেন সেটি বন্ধ ছিল, তা আমার জানা নেই। তবে গত দু’দিন ধরে সেটি সচল আছে। তবে বিদ্যুৎ, কম্পিউটার না থাকায় কাজ বিঘ্নিত হচ্ছে।’

কার্গো ভিলেজে হেল্প ডেস্ক প্রসঙ্গে জানতে চাইলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (প্রশাসন) জহিরুল ইসলাম বলেন, ‘আমার জানা নেই, কী কারণে ডেস্কটি এত দিন বন্ধ ছিল। তবে এটি দ্রুত কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানায়,  বিদেশে ২৮টি দূতাবাসে শ্রম উইং রয়েছে মন্ত্রণালয়ের। কোনও প্রবাসী শ্রমিক মারা গেলে তার লাশ দেশে আনার ক্ষেত্রে দূতাবাসের কাছ থেকে ছাড়পত্র নিতে হয়। দূতাবাসের ছাড়পত্র পাওয়ার পর লাশ দেশে পাঠানো হয়। এ ছাড়পত্রে অনুলিপি মন্ত্রণালয়ে আসলেও তা জানে না বিমানবন্দরে মন্ত্রণালয়ের হেল্প ডেস্ক। ফলে প্রবাসী শ্রমিকদের লাশ সরবরাহের ক্ষেত্রে আগাম সহযোগিতা করতে পারে না হেল্প ডেস্ক।

বিভিন্ন সময়ে লাশ বুঝে নিতে আসা স্বজনরা সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন বলে জানান হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভিন্ন সময়ে স্বজনরা নানা রকম সমস্যার অভিযোগ করেছেন। সম্প্রতি সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে দ্রুত  সমস্যা সমাধানের চেষ্ট করা হচ্ছে।’

লাশ সরবরাহের সহযোগিতা প্রসঙ্গে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের হেল্প ডেস্কের সহকারী পরিচালক তানভির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেকোনও প্রবাসীর স্বজন আমাদের কাছে আসলে আমরা সহায়তা করছি। তবে আমাদের কাছে লাশ আসার আগাম কোনও তথ্য থাকে না। এ কারণে আগে থেকে জানতে পারি না, কোন সময়ে কোন ফ্লাইটে লাশ আসবে।  দুই/একটি দূতাবাসের মাধ্যমে আমরা আগাম তথ্য পাই। তখন আমরাও প্রবাসীর স্বজনদের জানিয়ে দেই কিভাবে কোন প্রক্রিয়ায় লাশ সরবরাহ করা হবে, কিভাবে তারা টাকা পেতে পারেন। এ তথ্য দূতাবাসের  মাধ্যমে আগাম পাওয়া গেলে স্বজনদের সহায়তা করা সহজ হবে।’

লাশ পেতে ভোগান্তি প্রসঙ্গে জহিরুল ইসলাম বলেন, ‘আমারও বিষয়টি নিয়ে ভাবছি। লাশ বুঝে পেতে প্রবাসীদের স্বজনদের সহযোগিতা কিভাবে আরও সহজ করা যায়, সে উদ্যোগ নেওয়া হবে।’

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ