X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা প্রত্যাবাসনের ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট খসড়া চূড়ান্ত

শেখ শাহরিয়ার জামান
২৮ ডিসেম্বর ২০১৭, ২৩:১৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ২৩:১৮

রোহিঙ্গা সংকট

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তির খসড়া চূড়ান্ত করেছে বাংলাদেশ। আশা করা হচ্ছে আগামী সপ্তাহে এই খসড়া মিয়ানমারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া যাচাই-বাছাইয়ের জন্য রোহিঙ্গাদের প্রথম তালিকাও হস্তান্তরের জন্য দ্রুত কাজ করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)পররাষ্ট্র সচিবের নেতৃত্বে রোহিঙ্গা বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এর প্রথমটি ছিল রোহিঙ্গা বিষয়ক ন্যাশনাল টাস্কফোর্স এর বৈঠক এবং পরেরটি ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণী আন্তঃমন্ত্রণালয় বৈঠক। এসব বৈঠকে এই খসড়া চূড়ান্ত করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন,‘আজ (বৃহস্পতিবার)বাংলাদেশের পক্ষ থেকে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে। এটি মিয়ানমারের বিবেচনার জন্য আগামী সপ্তাহে পাঠানো হবে বলে আশা করছি।’

তিনি বলেন, ‘যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রথম সভায় এটি চূড়ান্ত করার জন্য বাংলাদেশ চেষ্টা করবে।’

যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রথম সভা কবে হতে পারে জানতে চাইলে তিনি বলেন, এর তারিখ এখনও ঠিক হয়নি। তবে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে জানানো হয়েছে দ্রুততার সঙ্গে এটি করার জন্য।

দুইদেশের মধ্যে অ্যারেঞ্জমেন্ট চূড়ান্ত হয়ে গেলে বলা যাবে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য দালিলিক প্রক্রিয়া সম্পন্ন হবে এবং তারপরে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে।

এর আগে ২৩ নভেম্বর দুইদেশ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য একটি অ্যারেঞ্জমেন্ট স্বাক্ষর করে। পরে ১৯ ডিসেম্বর যৌথ ওয়ার্কিং গ্রুপ এর টার্মস অফ রেফারেন্স চূড়ান্ত করে এবং এতে স্বাক্ষর করে। প্রথমটি বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলী এবং পরেরটি পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।

রোহিঙ্গাদের তালিকা:

বাংলাদেশে অবস্থিত নয় লাখ রোহিঙ্গার নিবন্ধন এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে এবং এর মধ্য থেকে প্রথম অবস্থায় এক লাখ রোহিঙ্গার তালিকা পাঠানোর জন্য কাজ করছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, যাচাই বাছাইয়ের সুবিধার জন্য পরিবার আছে এমন রোহিঙ্গাদের তালিকা প্রথমে পাঠানো হবে।

এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছেন এমন একজন কর্মকর্তা বলেন,  প্রথম তালিকায় যাচাই বাছাই করতে অসুবিধা হয় এমন কোনও রোহিঙ্গার নাম আমরা দিতে চাই না। এর ফলে সুচারুভাবে প্রক্রিয়াটি শুরু করা সম্ভব হবে বলে আমরা আশা করি।

তিনি বলেন, বেশিরভাগ রোহিঙ্গার কাছে রাখাইনে বসবাসের কোনও দালিলিক প্রমাণ নেই এবং সেক্ষেত্রে তাদের ঠিকানা ও অন্যান্য তথ্য সরবরাহ করা হবে যাচাই বাছাই করার জন্য।

২৩ নভেম্বর স্বাক্ষরিত অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী যাচাই বাছাইয়ের সময় কোনও ক্ষেত্রে দ্বিমত হলে দুইপক্ষ আলোচনা করবে কিন্তু এর সিদ্ধান্ত নেবে মিয়ানমার।

২৫ আগস্ট পুলিশ চৌকি হামলার অজুহাতে মিয়ানমার সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করলে হাজার হাজার রোহিঙ্গা নিহত হয় এবং এখন পর্যন্ত সাড়ে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বশেষ খবর
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ