X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বাস্তবায়ন সমস্যায় সব থানায় অনলাইন জিডি কার্যক্রম চালু হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৮, ২০:১০আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ২০:১৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)

বাস্তবায়নের ক্ষেত্রে কিছু সমস্যা হওয়ায় সব থানায় অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) কার্যক্রম চালু সম্ভব হয়নি বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ঝালকাঠী-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের সব থানায় অনলাইন জিডি এন্টি সিস্টেম চালুর পাইলট প্রকল্প হিসেবে ২০১০ সালের মার্চ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সব থানায় এ কার্যক্রম শুরু হয়। অনলাইন জিডি কার্যক্রম বাস্তবায়নে কিছু সমস্যা দেখা দেওয়ায় প্রত্যেক থানায় অনলাইন জিডি এন্ট্রি চালু করা সম্ভব হয়নি।’

মন্ত্রী জানান, এটুআই প্রকল্পের সহযোগিতায় অনলাইন জিডি (লস্ট অ্যান্ড ফাউন্ড) সফটওয়্যার ডেভেলপমেন্টের কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ পুলিশের সঙ্গে এনআইডি ডাটা শেয়ারিংয়ের জন্য চুক্তি সম্পাদন করা হয়েছে এবং এপিআই ডেভেলপমেন্ট কার্যক্রম চলছে। অনলাইন জিডি সফটওয়্যার এবং এনআইডি ও বিআরটিএ’র ডাটাবেজের মাধ্যমে ইন্ট্রিগ্রেশন করার পর এই সার্ভিস চালু করা সম্ভব হবে।

হাজেরা খাতুনের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘দেশের জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবল যথেষ্ট নয়। বর্তমান সরকারের পূর্ববর্তী মেয়াদে ৩৩ হাজার ১০২টি এবং চলতি মেয়াদে প্রধানমন্ত্রীর অনুমোদিত ৫০ হাজার পদ সৃজনের অংশ হিসেবে ৪৫ হাজার ৪৩৪টি নতুন পদ সৃজন করা হয়েছে। ফলে পুলিশ ও জনসংখ্যার অনুপাত ক্রমান্নয়ে হ্রাস পাচ্ছে। ভবিষ্যতে এ অনুপাত আরও কমিয়ে আনার লক্ষ্যে পুলিশের জনবল বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।’

সংরক্ষিত আসনের কাজী রোজির সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুব সমাজ হাতের কাছে পেয়ে যাচ্ছে মাদক, অস্বীকার করব না। আইন কাজ করছে। তবু মাদক আসছে। এনজিও, সুশীল সমাজ, ইমাম-শিক্ষক সবাইকে মাদকের বিরুদ্ধে কথা বলতে বলেছি। তামাককে একটা পর্যায়ে নিয়ে এসেছি, প্রকাশ্যে কেউ ধূমপান করেন না। তেমনি মাদকের ক্ষেত্রেও সফল হবো বলে আশা করছি।’

বিভিন্ন প্রকল্পে গোপালগঞ্জ জেলার নাম থাকলেও ওই জেলার জন্য একক কোনও উন্নয়ন প্রকল্প নেই দাবি করে সেখানে একক কোনও প্রকল্প গ্রহণ করা হবে কিনা সংসদে তা জানতে চান সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে রাজিয়া কাজল। জবাবে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, ‘গোপালগঞ্জের জন্য কোনও প্রকল্প নেই, এটা এই সংসদের কেউই বিশ্বাস করবে না। গোপালগঞ্জকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে প্রকল্প গ্রহণ করেছি। গোপালগঞ্জ দিয়েই তো আমাদের শুরু। কাজেই গোপালগঞ্জের জন্য প্রকল্প না নেওয়া হলে বাংলাদেশের জন্য প্রকল্প কী করে গ্রহণ করা হয়।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

 

/ইএইচএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!