X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ব্যাংকিং খাতে সরকারকে আরও সতর্ক হতে হবে: তোফায়েল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৮, ২১:২৩আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ২১:২৮

সংসদে তোফায়েল আহমেদ ব্যাংক ও আর্থিক খাতের বিষয়ে সরকারকে আরও সতর্ক হতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুর বক্তব্যের জের ধরে তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের উন্নয়নের সব সূচক পজিটিভ। তবে ব্যাংকের ব্যাপারে আমাদেরকে আরও যত্নশীল হতে হবে। আরও সতর্ক হতে হবে। কারণ, ব্যাংকিং খাত আমাদের অর্থনীতিতে বলিষ্ঠ ভূমিকা পালন করে।’
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার বৈঠকে প্রশ্নোত্তর পর্বের শেষে জিয়াউদ্দিন বাবলু পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নেন। পরে তোফায়েল আহমেদসহ আরও দুজন সদস্য তার সঙ্গে যুক্ত হন।
মন্ত্রিসভার সদস্য হিসেবে সব কথা বলতে পারবেন না উল্লেখ করে আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যাংকিং খাত নিয়ে জিয়াউদ্দিন বাবলু যে প্রশ্নটি তুলেছেন, আমি নিজেও তার সঙ্গে একমত। তবে  সরকার নীরবে বসে নেই। এব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে, নেওয়া হবে।’

এর আগে জিয়াউদ্দিন বাবলু তার বক্তব্যে ব্যাংকিং খাতের অনিয়ম ও লুটপাট নিয়ে বক্তব্য রাখেন।  তিনি বলেন, ‘অর্থমন্ত্রী স্বীকার করেছেন, বেসিক, সোনালী, অগ্রণী ও জনতা এই চারটি ব্যাংক অত্যন্ত রুগ্ন। তাদের নিজস্ব মূলধন নেই। আগে শুনতাম ঋণ খেলাপি, এখন শুনছি ব্যাংক খেলাপি। ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। এর দায়দায়িত্ব কে নেবে। আমরা নানা উন্নয়নের কথা শুনি। প্রবৃদ্ধির কথা শুনি। কিন্তু আমাদের ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছে। মানুষের টাকা চলে যাচ্ছে। সামান্য ঋণ খেলাপির জন্য কৃষক, রিকশাচালক ও নিম্নবিত্ত মানুষকে জেল খাটতে হচ্ছে। কিন্তু যারা ব্যাংককে খেলাপিতে পরিণত করেছেন, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’

বাবলু তার বক্তব্যে অর্থমন্ত্রীকে সংসদে ৩০০ বিধিতে বক্তব্য দিয়ে ব্যাংকগুলোর প্রকৃত অবস্থা ও ঋণ খেলাপিদের অবস্থা জানানোর দাবি করেন। তিনি বলেন, ‘আমরা কোন অবস্থায় আছি, তা জানতে চাই। আমরা কি ভাসমান নৌকায় নাকি ডুবন্ত নৌকায়?’

অর্থমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমাদের অর্থনীতিকে বাঁচান। শেয়ার বাজারকে বাঁচান, ব্যাংকিং খাতকে বাঁচান। দেশের মানুষ যাতে বেঁচে থাকতে পারে, সেই ব্যবস্থা নিন। তা না হলে আমরা কোনোদিনই মধ্যম আয়ের দেশে যেতে পারবো না।’


আরও পড়ুন: 
রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে স্পিকার-সিইসি বৈঠক বুধবার

 

/ইএইচএস/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী