X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

দেয়ালে একুশ খেয়ালে একুশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৫আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৪

মানিকনগরে পথশিশুদের ‘মজার ইশকুল’ এ বানানো শহীদ মিনার এ প্রজন্মের কাছে একুশের চেতনা এগিয়ে দেওয়ার দায়িত্ব যাদের, তাদের বিষয়ে প্রশ্ন ওঠে বারবার এবং বারবারই আশ্বস্ত করে শিশু-কিশোররাই। একুশের সকালে অনেক শিশুকে যেমন শহীদ মিনারে দেখা গেছে, তেমনই বাসা ও মহল্লাতেও সারাদিন নানাবিধ আয়োজনে একুশকে স্মরণ করেছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অভিভাবকদের দেওয়া ছবিগুলো মনে করিয়ে দেয়, একুশ বাঙালির রক্তে প্রবাহমান।

আবেদা সুলতানার দুই ছেলে দিব্য ও কাব্য

ধরুন চোখ খুলে দেখলেন, ঘরের ভেতরে শ্বেতশুভ্র ককসিট দিয়ে বানানো শহীদ মিনার। সুন্দর লাল সূর্য উঠেছে। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সব আয়োজন সম্পন্ন। আবেদা সুলতানা তার ওয়ালে ঘরোয়া পরিবেশে শ্রদ্ধা জানানোর ছবি দেন। দুই ছেলের বানানো শহীদ মিনারের দুই পাশে দুই সন্তান।

সুশান্ত সিনহার মেয়ে প্রজন্ম প্রকৃতি প্রাশ্নিকের ছবি

রিফাত ফাতেমা তার ফেসবুকে ছেলের আঁকা শহীদ মিনার দিয়ে ক্যাপশনে লিখেছেন, শহীদ মিনারে যায়নি মন্ময়, ঘরে বসে ভাষা শহীদদের জন্য তার শ্রদ্ধা।

রিফাত ফাতেমার সন্তান মন্ময়ের আঁকা শহীদ মিনার সাংবাদিক সুশান্ত সিনহা তার মেয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ছবি দিয়ে লিখেছেন— প্রথমবারের মতো মহান ভাষা দিবসে শ্রদ্ধা জানাচ্ছে ডে কেয়ারে।

 

তনুশ্রী হালদারের সন্তান অভ্র’র ছবি

পাঁচ বছরের অভ্র। কেবল স্কুলে যাওয়া শুরু করেছে। তার আঁকায় উঠে আসে একুশ, শহীদ মিনার আর লাল সূর্যের ইতিহাস। মায়ের কাছে গল্প শুনে নিজের খেয়ালে সে একুশকে আঁকে।

আব্দুল্লাহ আল মামুনের দেয়ালে ছবি

আব্দুল্লাহ আল মামুন সকাল থেকেই একুশের নানা খণ্ডচিত্র তুলে ধরেছেন তার ওয়ালে। এরমধ্যে আছে—বাড্ডার দিকে শিশুরা নিজেদের উদ্যোগে শহীদ মিনারে ফুল দেওয়ার আয়োজন করেছে, তার ছবি। আর আছে, বাসার দেয়ালে সন্তানের আঁকা শহীদ মিনার। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার বাসার দেয়ালজুড়ে কন্যার প্রকাশ আয়োজন।’

 

খায়রুল বাবুই এর সন্তান ভাষা’র ছবি সাংবাদিক খায়রুল বাবুইয়ের ওয়ালে শোভা পাচ্ছে, তার সন্তানের ছবি। চাঁদপুরের হাজীগঞ্জে তার মেয়ে ভাষা ৭৮ নম্বর পাতানিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজেদের গড়া শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছে।

আজিমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বানানো শহীদ মিনার

কেবল ঢাকায় না, দেশজুড়ে আজ  শিশু-কিশোরদের এই আগ্রহটা জিইয়ে রাখলেই বাংলা বাঁচবে। 

 

 



 

 



 

/ইউআই/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
তার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
উপজেলা নির্বাচনতার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
কালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
উপজেলা নির্বাচনকালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র