X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশের সাফল্য স্বল্পোন্নত দেশের জন্য উদাহরণ’

শেখ শাহরিয়ার জামান
১৮ মার্চ ২০১৮, ০০:৪৯আপডেট : ১৯ মার্চ ২০১৮, ০১:১৫

`উন্নয়নশীল বাংলাদেশ` স্বীকৃতির পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু

ভিশনারি নেতৃত্ব ও ধারাবাহিক সফলতার কারণেই বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে পেরেছে। এটি স্বল্পোন্নত দেশগুলোর জন্য একটি উদাহরণ। নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের স্বীকৃতিপত্র হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্য দেশের প্রতিনিধিরা বাংলাদেশের প্রশংসা করে এমন মন্তব্য করেন।

ওইদিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের হাতে ওই স্বীকৃতিপত্র তুলে দেন জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির সেক্রেটারি রোল্যান্ড মলিয়ের। এসময় কয়েকটি উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিও সেখানে উপস্থিত ছিলেন।

শনিবার বাংলা ট্রিবিউনের সঙ্গে টেলিফোনে আলাপকালে মাসুদ বিন মোমেন উন্নয়ন সহযোগীদের উচ্ছ্বসিত প্রশংসার কথা জানান।

তিনি বলেন, ‘এটি অত্যন্ত আনন্দের ও গৌরবের। এর কারণ হচ্ছে— এটি আমাদের দেশের ও সবার জন্য একটি মাইলফলক। আমাদের উন্নয়নের যে অভিযাত্রা সেটিকে আমরা আরও এগিয়ে নিয়ে যাবো। ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ এর জন্য এটি একটি স্টেপিং বোর্ড হিসেবে কাজ করবে এবং নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে। আমাদের জাতীয় জীবনে বা জাতির জন্য মনস্তাত্ত্বিক পর্যায়ে এটি একটি বিরাট বড় বুস্ট হিসেবে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘কাল (শুক্রবার) বাংলাদেশ মিশনে এ উপলক্ষে একটি ছোট অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত অনেকেই বলেছেন, বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করেছে। অন্য স্বল্পোন্নত দেশগুলোকে আমরা অভিজ্ঞতা বিনিময় করে উৎসাহিত করতে পারবো। এটি আমাদের জন্য নয়, সবার জন্য আনন্দের বিষয়।’

মাসুদ বিন মোমনে আরও  বলেন, ‘ওই অনুষ্ঠানে অনেক ডেভেলপমেন্ট পার্টনার যেমন, তুরস্ক ও বেলজিয়ামের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা বলেছেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে যাচ্ছে, এটি একটি উদাহরণ। সবাই এতে খুশি। ভিশনারি নেতৃত্ব ও ধারাবাহিক সফলতার কারণে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ বের হয়ে এসেছে–এমন একটি কমন বার্তা দেওয়া হয়েছে। ভিশনারি নেতৃত্ব ও ধারাবাহিক সফলতা অব্যাহত থাকলে আমরা এগিয়ে যেতে পারবো বলে সবার বিশ্বাস।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিনে আমাদের চিঠি দেওয়া হয়েছে। এটি তার জন্মদিনের উপহার।’

মাসুদ বিন মোমেন বলেন, ‘আমার জন্যও ব্যক্তিগতভাবে একটি আনন্দের বিষয় আছে। ২৫ বছর আগে এই মিশনে কাজ করেছিলাম এবং তখন সেকেন্ড কমিটি প্রতিনিধি হিসেবে স্বল্পোন্নত দেশগুলো দেখাশোনা করতাম। এখানে বছর দুয়েক আগে রাষ্ট্রদূত হিসেবে যখন এলাম, তখনও বাংলাদেশ স্বল্পোন্নত দেশ ছিল; এটি আমার জন্য খুব একটা আনন্দের ছিল না।’

তিনি বলেন, ‘স্বল্পোন্নত দেশের প্ল্যাটফর্মের দায়িত্বে ছিলাম। সেটিও একটি গুরুদায়িত্ব ছিল। কিন্তু এখন আমাদের উত্তরণ করে এগিয়ে যেতে হবে। নতুন দায়িত্ব নিতে পারবো, নতুন নেতৃত্ব দেখাতে পারবো, এই আশা করি।’

তিনটি সূচকে কাঙ্ক্ষিত পয়েন্ট পাওয়ার পরই বাংলাদেশকে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণের ওই স্বীকৃতিপত্র দেয় কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। ২০১২ সালে এ অগ্রগতি পর্যালোচনা করবে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল ইকোসোক। এ রিভিউয়ের বিষয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘আমাদের রিভিউ হবে ২০২১ সালে। তিনটি সূচকেই আমরা বেশ এগিয়ে রয়েছি এবং যদি প্রাকৃতিক দুর্যোগ না হয়, তবে আশা করা যায় আমাদের কোনও সমস্যা হবে না। আমাদের সামষ্টিক অর্থনীতি এবং স্থিতিশীলতা যদি থাকে, তবে রিভিউয়ে ব্যত্যয় ঘটার কোনও কারণ দেখছি না।’ তিনি আরও বলেন, ‘আমাদের মাথাপিছু আয় বর্তমানে এক হাজার ৭০০ ডলারের বেশি। মানবসম্পদ সূচক এবং অর্থনৈতিক বিপর্যয় মোকাবিলার সক্ষমতা সূচকে আমরা বেশ কয়েক পয়েন্টে এগিয়ে আছি।’

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আরও বলেন, ‘২০২১ সালে রিভিউয়ের তিন বছর পর ২০২৪ সালে আমরা স্বয়ংক্রিয়ভাবে উন্নয়নশীল দেশ হয়ে যাবো। তখন কোনও রিভিউয়ের প্রয়োজন হবে না।’ স্বল্পোন্নত দেশ হিসেবে এখন বাংলাদেশ যে সুবিধা পায়, সেটি ২০২৪ পর্যন্ত বহাল থাকবে বলে তিনি জানান।

 

/এএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ