X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তারেক রহমানকে বাংলাদেশি পাসপোর্ট দেখাতে বললো আ. লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৮, ১৯:০০আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৯:২৫

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পর এবার দলীয়ভাবে আওয়ামী লীগও দাবি করলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশি পাসপোর্ট সারেন্ডারের কথা। যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান ও বিএনপি নেতাদের উদ্দেশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন,ব্রিটিশ হোম অফিসের মাধ্যমে ডাকযোগে বাংলাদেশের পাসপোর্ট সারেন্ডার করেছেন তারেক রহমান। তার কাছে বাংলাদেশি পাসপোর্ট নেই।থাকলে তা দেখানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

সোমবার বিকালে ধানমন্ডির দলীয় সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্বপন এ দাবি করেন। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘তারেক রহমান বাংলাদেশি পাসপোর্ট সারেন্ডার করেছেন’ এ মন্তব্য করায় তার বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হয়েছে।

গত শনিবার যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া এক সংবর্ধনা সভায় তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্ট সারেন্ডারের তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি সেদিন বলেন,‘লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট জমা দিয়ে তারেক এই পদক্ষেপ নিয়েছেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে সবুজ পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন তারেক রহমান। সেই তারেক রহমান কীভাবে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন?’

দেশের গণমাধ্যমগুলোতে এই সংবাদ প্রকাশের পর বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে এই তথ্যকে মিথ্যাচার আখ্যা দিয়েছেন। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন,‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি বাংলাদেশি পাসপোর্ট লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে জমা দিয়ে থাকেন তাহলে সেটি প্রদর্শন করুন। হাইকমিশন তো সরকারের অধীন,তাদের বলুন সেটি দেখাতে।'

রিজভীর এই চ্যালেঞ্জের জবাবে স্বপন বলেন,‘তারেক রহমান সাহেবের কাছে যদি কোনও বাংলাদেশি পাসপোর্ট থাকে এটিই তারা আগে প্রদর্শন করুক। আপনাদের অবগতির জন্য আমি জানাতে চাচ্ছি,তারেক রহমান ওয়ান ইলেভেনের সময় মুচলেকা দিয়ে বিদেশে যাওয়ার পরে একবার পাসপোর্ট রিনিউ (নবায়ন)করেছেন বাংলাদেশ হাই কমিশন থেকে। এরপরে তিনি ব্রিটিশ হোম অফিসের মাধ্যমে বাংলাদেশ দূতাবাসে তাঁর পাসপোর্ট সারেন্ডার করেছেন। তিনি ব্রিটেনে এখন কী স্ট্যাটাসে আছেন এটা আপনারা সবাই জানেন।’

এদিকে তারেক রহমানের পাসপোর্ট পরিত্যাগের কথা বলায় তারেক রহমানের আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল রেজিস্ট্রি ডাকযোগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং দুটি পত্রিকার সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম ও কালের কণ্ঠের ইমদাদুল হক মিলনকে আইনি নোটিশ পাঠান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন,‘বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোনও মিথ্যাচার করেননি। তিনি সত্য তথ্য উপস্থাপন করেছেন। এ বিষয়ে যদি কোনো আইনি নোটিশ দেওয়া হয়,সে নোটিশ প্রাপ্ত হলে তিনি অবশ্যই যথাযথ জবাব দেবেন। সত্য তথ্য তিনি প্রকাশ করেছেন।সত্য তথ্য প্রকাশ করার জন্য যদি কাউকে ক্ষমা চাইতে হয় তাহলে সেটা দুর্ভাগ্যজনক বিষয়।’

কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন,‘কারা কর্তৃপক্ষ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেগম জিয়ার প্রয়োজনীয় সকল চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন। মিথ্যাচারের মাধ্যমে বিএনপি নেতৃবৃন্দ একজন সাজাপ্রাপ্ত কয়েদির জন্য জনমনে করুণা সৃষ্টির প্রয়াস চালাচ্ছেন। সরকার একজন সাজাপ্রাপ্ত আসামির আরাম আয়েশের জন্য কতটা আন্তরিক তার প্রমাণ আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে নিরাপরাধ ফাতেমাকে তার (খালেদা জিয়া) সঙ্গে থাকার সুযোগ দিয়েছে। পৃথিবীর কোন দেশে বিধান রয়েছে যে একজন সাজাপ্রাপ্ত আসামিকে সেবা করার জন্য একজন নিরাপরাধ মানুষকে কারাগারে থাকতে দেওয়া হয়?’

তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন করার সমালোচনা করে স্বপন বলেন,‘একজন সাজাপ্রাপ্ত আসামিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়ে বিএনপি দেশের রাজনৈতিক সংস্কৃতিকে কলঙ্কিত করেছে। পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে থাকা চিহ্নিত ও সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে সরকার আইনের হাতে সোপর্দ করে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। আইনের শাসন সমুন্নত রাখার স্বার্থেই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু এর সঙ্গে জিয়া পরিবারকে ধ্বংসের চক্রান্ত আবিষ্কার করে বিএনপি হাস্যরসের সৃষ্টি করেছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে ‘হাইড্রোলিক টকিং ডল’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন,‘‘ তিনি প্রতিদিন মিডিয়ার সামনে শব্দ সন্ত্রাস চালিয়ে যাচ্ছেন। আপনারা দুই মেয়াদে ক্ষমতায় থাকার পরও জিয়া হত্যার বিচার করতে পারেননি কেন? এমনকি ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে জিয়া হত্যা মামলাকে পরিত্যক্ত ঘোষণা করেছেন।’’

আওয়ামী লীগের এই নেতা বলেন,‘বাংলাদেশসহ আঞ্চলিক সন্ত্রাস করে আন্তর্জাতিক মাফিয়া চক্রের সঙ্গে হাত মিলিয়ে তারেক রহমান নিজেই নিজের রাজনৈতিক কবর রচনা করেছেন। তারেক রহমানের কাছে শুধু বাংলাদেশ নয়,যুক্তরাজ্যের নাগরিকরাও নিরাপদ নয়।’

এ সময় ব্রিটিশ সরকারকে অবিলম্বে তারেক রহমানকে বাংলাদেশের হাতে সোপর্দ করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা,তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন,উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,নির্বাহী সদস্য আনোয়ার হোসেন,ইকবাল হোসেন অপু প্রমুখ।

আরও পড়ুন:

পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তারেক রহমানের লিগ্যাল নোটিশ

তারেক রহমান পাসপোর্ট জমা দিলে প্রদর্শন করুন: রিজভী

 

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে আন্তরিক অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে আন্তরিক অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ