X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘অপরিকল্পিত নগরায়নের ফলেই বর্ষা মৌসুমে জলাবদ্ধতা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৮, ০৭:৪৪আপডেট : ১৫ মে ২০১৮, ০৭:৫৩

‘অপরিকল্পিত নগরায়নের ফলেই বর্ষা মৌসুমে জলাবদ্ধতা’ পানিসম্পদ প্রতিমন্ত্রী বীর প্রতীক মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, অপরিকল্পিত প্রকল্প ও নগরায়নের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দেয়। তবে বৃষ্টির পানি ধরে রাখতে নদী ও জলধারা খনন করবে সরকার। এজন্য পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন নদী খনন করছে। সোমবার (১৪ মে) বিকাল ৫টায় আইইবি সেমিনার কক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) কৃষিকৌশল বিভাগের উদ্যোগে ‘স্কোপ অব ডিজিটালাইজেশন অব ইরিগ্রেশন ডেভালপমেন্ট অ্যান্ড মেনেজমেন্ট প্র্যাকটিস ইন বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। মূলত প্রতিষ্ঠানটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশে এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের এই অল্প ভূমির মধ্যেই খাদ্য উৎপাদন করছি। বিদেশেও অল্প পরিমাণে রফতানি করছি। এজন্য পানি উন্নয়ন বোর্ড অনেক অবদান রাখছে।

মন্ত্রী আরও বলেন, আমাদের এখন চিন্তা করতে হবে কিভাবে অল্প জমির মধ্যে বেশি ফসল ফলানো যায়। আমাদের সম্পদ, ভূমি ও পানিকে কাজে লাগিয়ে কিভাবে বেশি করে ফসল উৎপাদন করা যায় সেই চেষ্টা করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা ২১ বছর অন্ধকারে ছিলাম। ২১ বছর যে সরকারগুলো ক্ষমতায় ছিল তারা কৃষি ও শিল্প উন্নয়নের ব্যবস্থা নেয়নি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এখন সব কিছুই হচ্ছে।

প্রকৌশলীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মেধার সঙ্গে দেশপ্রেম যোগ করে দেশকে আরও এগিয়ে নিতে হবে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পেছনে পানি উন্নয়ন বোর্ড এবং প্রকৌশলীদের অনেক অবদান রয়েছে।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সর্বত্র বিপ্লব ঘটছে। এখন দেশে কোনও খাদ্য সংকট নেই। সাড়ে ৭ কোটি মানুষের সময় খাদ্য সংকট থাকলেও ১৬ কোটি মানুষের দেশে আজ কোনও খাদ্য সংকট নেই। এটা শুধু সম্ভব হয়েছে সেচ ব্যবস্থাকে কাজে লাগানোর মাধ্যমে।

জবলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় দেশের সেচ উন্নয়ন ও ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকায়নের ওপর সেমিনারে গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আইনুন নিশাত। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইবি’র কৃষিকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মো. আবুল কাশেম মিয়া এবং আইডব্লিউএম-এর উপনির্বাহী পরিচালক ড. প্রকৌশলী এএফএম আফজাল হোসেন। সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী মো. নুরুজ্জামান।

/এসএস/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী