X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

‘খুলনায় ফল পাল্টে যাওয়ার মতো অনিয়ম হয়নি’

এমরান হোসাইন শেখ
১৬ মে ২০১৮, ২৩:২০আপডেট : ১৬ মে ২০১৮, ২৩:৩৩




ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বড় ধরনের অনিয়ম না হলেও কুমিল্লা ও রংপুর সিটি করপোরেশনের মতো খুলনায় ‘ভালো’ নির্বাচন হয়নি বলে মনে করেন নির্বাচন পর্যবেক্ষকরা। নির্বাচনকে মোটাদাগে ভালো আখ্যায়িত করে নির্বাচন পর্যবেক্ষকরা বলেছেন, খুলনার নির্বাচনে ফল পাল্টে যাওয়ার মতো কোনও অনিয়মের ঘটনা ঘটেনি। তবে হুদা কমিশন কুমিল্লা ও রংপুর নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে যে প্রশংসা কুড়িয়েছে, তা খুলনায় দেখা যায়নি। এই কমিশনের অধীনে অনুষ্ঠিত অন্য দুই সিটির মতো সুষ্ঠু নির্বাচনের ধারাবাহিকতায় এখানে বিচ্যুতি ঘটেছে। এই নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা কমিশনকে ভবিষ্যতে ত্রুটি সংশোধনের কথা বলেছেন।

মঙ্গলবার (১৫ মে) খুলনা সিটি করপোরেশন নির্বাচন (কেসিসি) অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই নির্বাচনে ক্ষমতসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে বিপুল ব্যবধানে পরাজিত করে মেয়র পদে বিজয়ী হয়েছেন। ২৮৯টি কেন্দ্রের মধ্যে ২৮৬টির ঘোষিত ফল অনুযায়ী, নৌকা প্রতীক নিয়ে খালেক পেয়েছেন একলাখ ৭৪ হাজার ৮৫১ ভোট, প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মঞ্জু পেয়েছেন একলাখ ৯ হাজার ২৫১ ভোট।

নির্বাচনে ২৮৯ কেন্দ্রের মধ্যে তিনটি স্থগিত করা হয়েছে অনিয়মের অভিযোগের কারণে। এর বাইরে আরও কিছু কেন্দ্রে সিল মেরে বাক্স ভরার চেষ্টা এবং বিএনপি প্রার্থীর প্রচার ক্যাম্পে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

খুলনা সিটি করপোরেশন নির্বাচন এই নির্বাচনে সন্তুষ্টি প্রকাশ করে নির্বাচন কমিশন একে চমৎকার নির্বাচন বলে আখ্যায়িত করেছে। বিএনপি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চেয়েছে। দলটির প্রার্থী মঞ্জু ১০০ কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি করেছেন। অন্যদিকে, আওয়ামী লীগ বলেছে— পর্যবেক্ষক ও গণমাধ্যম এই নির্বাচনকে মোটামুটি একটা ভালো নির্বাচন বলে  প্রশংসা করেছে। শুধু জিততে পারেনি বলে বিএনপি খুশি হতে পারেনি।

খুলনার নির্বাচন সম্পর্কে জানতে চাইলে পর্যবেক্ষক সংস্থাগুলোর মোর্চা ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউজি) পরিচালক আব্দুল আলীম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তারা কিছু অনিয়ম দেখেছে। জাল ভোট দেওয়ার ঘটনাও ঘটেছে। তবে এই ঘটনাগুলোর মাধ্যমে বলার সুযোগ নেই যে, ফল পরিবর্তনের মতো কোনও ঘটনা ঘটেছে।’

ভালো নির্বাচনের মানদণ্ডে খুলনা সিটি নির্বাচনটি কুমিল্লা বা রংপুরের মতো হয়নি মন্তব্য করে আব্দুল আলীম বলেন, ‘এই নির্বাচনটি এই কমিশনের অধীনে অনুষ্ঠিত অন্য দুটি সিটি নির্বাচনের তুলনায় মান নিম্নমুখী। বলা যেতে পারে, সুন্দর নির্বাচন অনুষ্ঠানের ধারাবাহিকতায় বিচ্যুতি হয়েছে।’

ইডব্লিউজি তাদের প্রতিনিধিদের মাধ্যমে ১১৯টি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছে মন্তব্য করে আব্দুল আলীম বলেন, ‘আমাদের পর্যবেক্ষক দল ৩২ শতাংশ কেন্দ্রে সহিংসতার ঘটনা দেখতে পেয়েছে। এর মধ্যে অবৈধভাবে ব্যালট পেপারে সিল মারা, ভোট কেন্দ্রের ভেতর ও বাইরে সংগঠিত সামান্য সহিংসতা, ভোটকেন্দ্রে অননুমোদিত মানুষের উপস্থিতি এবং ভোটারকে ভোট প্রদানে বাধার মতো ঘটনা ঘটেছে।’

জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, ‘আমাদের পর্যবেক্ষণে নির্বাচনে অনিয়মের বেশ কিছু ঘটনা উঠে এসেছে। আমরা চাই, এসব অনিয়ম থেকে শিক্ষা নিয়ে কমিশন তাদের ত্রুটি সংশোধন করবে। ভবিষতে নির্বাচনে যাতে এ ধরনের ছোট বা বড় কোনও অনিয়মের ঘটনা না ঘটে, সেই  ব্যবস্থা নেবে।’

ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স (ফেমা) এর প্রধান মুনিরা খান জানান, তারা ৮০টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছে। তার মধ্যে ৫/৬টিতে অনিয়ম পেয়েছে। এছাড়া, তাদের মোবাইল টিম কিছু জায়গায় অনিয়ম দেখেছে। তিনি বলেন, ‘আমাদের পর্যবেক্ষণে নির্বাচনটি মোটামুটি ভালো হয়েছে।’

মনিরা খান ভালো-মন্দ বিচারে এই নির্বাচনকে অন্য নির্বাচনের সঙ্গে তুলনা করতে রাজি নন। তার মতে, নির্বাচনি এলাকার ভোটার সংখ্যা ও আর্থ-সামাজিক অবস্থার কারণে এই পরিস্থিতির হেরফের হতে পারে। মুনিরা খান বলেন, ‘রংপুরের নির্বাচনকে আমরা যেভাবে ভালো বলেছিলাম। এই নির্বাচনে সেটা বলতে পারছি না।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মজুতদারি ও কারসাজি বন্ধে বাজার পরিদর্শন চলবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
মজুতদারি ও কারসাজি বন্ধে বাজার পরিদর্শন চলবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
আল্লাহর রাসুল (সা.) ইফতারে কী খেতেন?
আল্লাহর রাসুল (সা.) ইফতারে কী খেতেন?
ক্লাস চলাকালে অসুস্থ ৩৫ শিক্ষার্থী, স্কুল ছুটি ঘোষণা
ক্লাস চলাকালে অসুস্থ ৩৫ শিক্ষার্থী, স্কুল ছুটি ঘোষণা
১১ দিন পর করোনায় আবারও মৃত্যু
১১ দিন পর করোনায় আবারও মৃত্যু
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার