X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তিন সিটিতে ভোট: প্রতীক নিয়েই ভোটারদের কাছে প্রার্থীরা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ জুলাই ২০১৮, ১৮:০৭আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৯:২০

প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার পরপরই সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনে নির্বাচনি প্রচার শুরু হয়েছে। মঙ্গলবার মার্কা বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে এই সিটিতেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণায় নেমে পড়তে দেখা গেছে। তবে প্রচারণা শুরু হতে না হতেই নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থীরা।

প্রচারের আগেই অভিযোগ শুরু সিলেটে

প্রতীক পাওয়ার পর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করেছেন সিলেট সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী বিএনপির আরিফুল হক চৌধুরী ও আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরান। শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করার পর বদরউদ্দিন আহমদ কামরান, আরিফুল হক চৌধুরী, বদরুজ্জামান সেলিম দরগাহসহ আশপাশ এলাকায় প্রচার শুরু করেন। প্রতীক বুঝে নিচ্ছেন কামরান

নির্বাচন অফিস থেকে জানা গেছে, সাবেক মেয়র কামরান লড়বেন দলীয় প্রতীক নৌকা নিয়ে। বিএনপির প্রার্থী আরিফুল হক লড়বেন ধানের শীষ প্রতীকে। নাগরিক কমিটি মনোনীত প্রার্থী বদরুজ্জামান সেলিম পেয়েছেন বাসগাড়ি প্রতীক, মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন টেবিল ঘড়ি, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ডা. মোয়াজ্জেম হোসেন পেয়েছেন হাতপাখা প্রতীক, সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর মই ও স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের পেয়েছেন হরিণ মার্কা।

সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য প্রদানকারী কর্মকর্তা প্রলয় কুমার জানান, ‘উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের প্রতীক নিয়ে নির্বাচনি প্রচার শুরু করেছেন। তবে তাদেরকে নির্বাচনি আচরণ বিধি মেনে প্রচার চালিয়ে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।’ মঙ্গলবার (১০ জুলাই) সকালে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। মেয়র পদের পাঁচ প্রার্থী ছাড়াও কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন। প্রতীক নিয়েই ভোটারদের কাছে প্রার্থীরা

বিএনপির মেয়র পদপ্রার্থী আরফিুল হক নগরের কাজীটুলার মিতা কমিউনিটি সেন্টারে নির্বাচনি কার্যালয় করেছেন। আর আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান সিলেটের মির্জাজাঙ্গাল এলাকায় নির্বাচনি কার্যালয় করেছেন। জামায়াত প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের নির্বাচনি কার্যালয় করেছেন নগরের সাপ্লাই এলাকায়। বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম নগরের শাহী ঈদগাহ এলাকায় নির্বাচনি কার্যালয় করেছেন।

তবে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরুর আগেই বাধার অভিযোগ তুলেছেন সিলেটে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। প্রচারণায় নামলেই আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি’র কর্মীদের হয়রানি করছে বলে অভিযোগ করেছেন তিনিসহ দলের নেতাকর্মীরা। সোমবার (৯ জুলাই) দুপুরে আরিফুল হক চৌধুরীসহ সিলেট বিএনপির শীর্ষস্থানীয় নেতারা সিলেট আঞ্চলিক নির্বাচনি কর্মকর্তা ও মহানগর পুলিশ কমিশনারের কাছে মৌখিকভাবে  এই অভিযোগ করেন।  এ বিষয়ে আরিফুল হক চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের নেতাকর্মীরা প্রচারণায় নামলেই আইনশৃঙ্খলা বাহিনী অহেতুক হয়রানি করে যাচ্ছে। বাধা তৈরি করা হচ্ছে আমাদের প্রচারণায়। এমনকি সিলেট বিএনপির সিনিয়র নেতাদের বাসায় পুলিশ বিভিন্ন অজুহাতে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। এ কারণে আমরা এ বিষয়ে নির্বাচন অফিস ও মহানগর পুলিশ কমিশনারের মৌখিকভাবে অভিযোগ করেছি। তারা আমাদের এ অভিযোগ খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেছেন।’ প্রতীক বরাদ্দের পর জনসংযোগ করছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হোক চৌধুরী

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলের সমন্বয়কারী আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, ‘সিলেটে আওয়ামী লীগ প্রার্থী একাধিকবার নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশনের কোনও ধরনের হস্তক্ষেপ নেই। এমনকি সিলেট বিএনপি নেতারা নির্বাচন কমিশনে একাধিকবার অভিযোগ করলেও কমিশন দায়সারাভাবে কাজ করছে, যা খুবই নিন্দনীয়। বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী নির্বাচনি আচরণবিধি মেনে চললেও আমাদের নেতাকর্মীদের সিলেট ছেড়ে চলে যাওয়ার জন্য বারবার হুমকি দিচ্ছে গোয়েন্দা বাহিনীসহ পুলিশ। পাশাপাশি ভয়ভীতিও দেখানো হচ্ছে।’সোমবার (৯ জুলাই) বিকালে আরিফুল হক চৌধুরীর কুমারপাড়ার বাসায় সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

রাজশাহী উৎসবমুখর পরিবেশ

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাচন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। মঙ্গলবার (১০ জুলাই) সকাল ৯টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়। প্রতীক পাওয়ার পরপরই বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচারণায় নেমে পড়েন। তারা দলীয় প্রতীক সম্বলিত পোস্টার-ব্যানার টাঙানোর পাশাপাশি নগরীতে মাইকিং দিয়ে প্রচার চালাচ্ছেন। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা শুরু

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার সৈয়দ আমিরুল ইসলামের কাছ থেকে বিএনপির মেয়র পদ প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের প্রতীক নেন জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু। প্রতীক নিয়ে বেরিয়ে আসার সময় তিনি বলেন, ‘নগরীর দরগায় বেলা ১২টায় শাহ মুখদুম (রা.) মাজার জিয়ারত করে প্রচারণা শুরু করেছেন আমাদের প্রার্থী ও নেতাকর্মীরা।’ এরপর নগরীর ৯ ও ১২ নম্বর ওয়ার্ডে বুলবুলসহ নেতাকর্মীরা প্রচারণা করেন।

তোফাজ্জল হোসেন তপু আরও বলেন, ‘নির্বাচন কমিশনের নিয়মনীতি মেনে আমরা প্রচারণা কার্যক্রম শুরু করেছি। তবে জনগণের স্বাধীনভাবে সুষ্ঠু ভোট উৎসবের পরিবেশ দেশে নেই। এরপরও নির্বাচন কমিশনের প্রতিশ্রুতির কারণে আমরা রাজশাহীতে নির্বাচনে অংশ নিয়ে প্রচারণা শুরু করেছি। রাজশাহীতে আগামীতে কেমন পরিবেশ থাকবে তা এখন বলতে পারবো না।’

অপরদিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার  নির্বাচন অফিস থেকে ১৪ দলের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের নৌকা প্রতীকের বরাদ্দ গ্রহণ করেন। তিনি বলেন, ‘আগে থেকেই দলীয় প্রতীক বরাদ্দ থাকায় প্রস্তুতিটা গ্রহণ করা হয়েছিল। এজন্য মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে আমাদের নেতাকর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারণা শুরু করেছেন। সেই সঙ্গে পোস্টার-ফেস্টুন-লিফলেট বিতরণ করা হয়েছে। দলীয় কার্যালয় থেকে নির্বাচনি ইশতেহার ঘোষণার মধ্যে দিয়ে আমাদের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন প্রচারণা শুরু করেছেন। এরপর নগরীর সাহেব বাজারে আমাদের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনসহ নেতাকর্মীরা প্রচারণায় নামেন।’   রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা শুরু   

স্বতন্ত্র মেয়র মুরাদ মোর্শেদ হাতি প্রতীক পেয়েছেন। তিনি বলেন, ‘ছাপাখানায় প্রতীক দিয়ে পোস্টার-লিফলেট ছাপিয়ে টাঙানো হবে। তবে এমনিতে আমরা প্রচারণা শুরু করেছি।’ 

রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আতিয়ার রহমান জানান, সকাল ৯টায় সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থিদের মাঝে প্রতীক বরাদ্দ শুরু হয়। এছাড়া বেলা সাড়ে ১১টায় মেয়র এবং দুপুর ১২টা থেকে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদের প্রার্থিদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। তিনি জানান, ‘প্রতীক বরাদ্দের সময় প্রথমে একটি ওয়ার্ডের সব প্রার্থীদের তাদের জন্য নির্বাচন কমিশন থেকে বরাদ্দকৃত প্রতীকগুলো দেখানো হচ্ছে। প্রার্থীরা নিজের পছন্দমতো প্রতীক গ্রহণ করার সুযোগ পেয়েছেন। তবে একাধিক প্রার্থী একটি প্রতীককেই পছন্দ করলে সেক্ষেত্রে লটারি করা হয়েছে। সকাল থেকে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে প্রতীক বরাদ্দ করা হয়েছে।’

এবারই প্রথম দলীয় প্রতীকে মেয়র পদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সাধারণ স্বতন্ত্র প্রার্থী এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনের বরাদ্দ করা প্রতীকেই। রাজনৈতিক দলের মেয়র প্রার্থীরা আগেভাগেই তাদের প্রতীক সম্পর্কে অবগত থাকায় আগেই তারা প্রচারপত্র প্রস্তুত করে রেখেছিলেন।

বরিশালে সুষ্ঠু পরিবেশ চান প্রার্থীরা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে  মেয়র পদে ছয় প্রার্থী, ৩০টি সাধারণ ওয়ার্ড  কাউন্সিলর পদে ৯৪ জন এবং  সংরক্ষিত ১০ মহিলা কাউন্সিলর  পদে ৩৫ প্রার্থীন মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ জুলাই) সকাল থেকে  রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ শুরু হয়। প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই অনেক প্রার্থী আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেছেন। বরিশালে নির্বাচনি প্রচার শুরু

আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাকে নৌকা, বিএনপি মনোনিত প্রার্থী মজিবর রহমান সরওয়ারকে ধানের শীষ, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপসকে লাঙল প্রতীক, ইসলামিক আন্দোলনের ওবায়দুর রহমান মাহাবুবকে হাতপাখা, কমিউনিস্ট পাটির একে আজাদকে কাস্তে-হাতুড়ি এবং বাসদের মনীষা চক্রবর্ত্তীকে মই প্রতীক দেওয়া হয়। প্রতীক বরাদ্দ পেয়ে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ার, জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস ও ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়দুর রহমান মাহবুব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন। পাশাপাশি তারা সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন সরকারের প্রতি। সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ার ও ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়দুর রহমান মাহবুব। অপরদিকে ক্ষমতাসীনরা ইতোমধ্যে শ্রমিক নেতাদের নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছে বলে দাবি করেছেন বাসদের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী।

এদিকে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচন সমন্বয়কারী মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, ‘বরিশাল সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু  ও নিরপেক্ষ হবে এবং পুরো নির্বাচনি কার্যক্রম উৎসবমুখর পরিবেশেই হবে। বরিশালের জনগণ তরুণ নেতা আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বিপুল ভোটে বিজয়ী করবেন।’ বরিশালে নির্বাচনি প্রচার শুরু

বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা হেলাল উদ্দিন খান বলেন, ‘যাচাই-বাছাই, প্রত্যাহার কার্যক্রম শেষে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ছয় জন, সাধারণ কাউন্সিলর পদে ৯৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী রয়েছেন। যাদের মধ্যে ১৫, ১৬, ১৯ নম্বর ওয়ার্ডে তিনজন ও সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডে এক জন প্রার্থী এককভাবে রয়েছেন।  বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী এই চার জন বাদে সব প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।’ তিনি বলেন, প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নির্বাচনি বিধি-নিষেধ মেনে প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

জানা গেছে, সাধারণ কাউন্সিলর পদে ১৫, ১৬, ১৯  নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করায় আওয়ামী লীগের তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী  হয়েছেন। অন্যদিকে ৪নং ওয়ার্ডে সংরক্ষিত (সাধারণ ১০-১১-১২ নং ওয়ার্ডে) আসনে বিএনপি সমর্থিত আয়েশা তৌহিদা লুনা একক প্রার্থী থাকায় তিনিও বিজয়ী হয়েছেন।

আগামী ৩০ জুলাই  নির্বাচনে ৩০টি ওয়ার্ডের ১২৩ কেন্দ্রে ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন ভোটার বেছে নেবেন তাদের পছন্দের প্রার্থীদের।

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর বক্তব্যের পর যা ভাবছে রাজনৈতিক দলগুলো

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী