X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা ও বয়স্কদের ৫ বছরের ভিসা দেবে ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৮, ১৬:৫৫আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৬:৫৭


ভারতীয় ভিসা
বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও বয়স্ক নাগরিকদের পাঁচ বছরের জন্য মাল্টিপল ভিসা দেবে ভারত।  চুক্তি সই করেছে বাংলাদেশ ও ভারত। রবিবার (১৫ জুলাই) সচিবালয়ে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ‘রিভাইস ট্রাভেল অ্যারেজমেন্টস-২০১৮’ নামে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

চুক্তিতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী ও ভারতের পক্ষে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল সেক্রেটারি বিরাজ রাজ শর্মা সই করেন।

অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, ‘বাংলাদেশ থেকে প্রতিবছর বিদেশে যান এক কোটির বেশি লোক। এর মধ্যে ৩০ লাখ লোক যান ভারতে। সে কারণে ভারত মেডিক্যাল ভিসাসহ অন্যান্য ভিসা আরও সহজ করতে চেয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শনিবার একটি ভিসা কেন্দ্র চালু করেছে ভারত। এছাড়া ভিসা আরও সহজ করার জন্য আজ (রবিবার) চুক্তি স্বাক্ষর হয়েছে। যাদের বয়স ৬৫ বছর সেসব সিনিয়র সিটিজেনদের পাঁচ বছরের জন্য মাল্টিপল ভিসা দেবে ভারত। একইসঙ্গে মুক্তিযোদ্ধাদের জন্যও পাঁচ বছরের মাল্টিপল ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এটার চুক্তি আজ স্বাক্ষর হয়েছে। বাকিদের ভিসা সহজ করার জন্য কথা হয়েছে। মেডিক্যাল ও স্টুডেন্ট ভিসা সহজ করার কথাও বৈঠকে বলেছেন তারা।

এদিকে শনিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে সমন্বিত ভিসা কেন্দ্র উদ্বোধনের দিন জানানো হয়, ভিসাপ্রার্থীদের  সুবিধা বিবেচনা করে ১৮ বছরের  নিচে ও ৬৫ বছরের বেশি বয়সীদের পাঁচ বছরের ভিসার দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
মুক্তিযোদ্ধা, সিনিয়র সিটিজেন, নারী ও ব্যবসা ভিসার জন্য আলাদা কাউন্টার রয়েছে এখানে।

/এসএমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
তার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
উপজেলা নির্বাচনতার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
কালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
উপজেলা নির্বাচনকালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র