X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কালো তালিকাভুক্ত এজেন্সিগুলো হজযাত্রী পাঠাচ্ছে অন্য এজেন্সির নামে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৮, ১২:০৬আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১২:২০

হজযাত্রা, ফাইল ছবি সরকারের কালো তালিকাভুক্ত এজেন্সিগুলো অন্য এজেন্সির নামে হজযাত্রী পাঠাচ্ছে। এছাড়া বৈধ এজেন্সিগুলো নিজেরা যাত্রী না পাওয়ায় সাবকন্ট্রাক্টে অন্য ট্রাভেল এজেন্সিকে দিয়ে কাজ করছে বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চতুর্থ দফায় চালানো অভিযানে হজ এজেন্সিগুলোতে এ অনিয়ম পাওয়া গেছে।

রবিবার (১৫ জুলাই) দুদকের এনফোর্সমেন্ট টিম দুর্নীতি ও মানবপাচার সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে রাজধানীর ফকিরাপুলের ৮টি হজ এজেন্সিতে অভিযান চালায়। দুদকের উপ-পরিচালক মাহমুদ হাসানের নেতৃত্বে পুলিশসহ ৯ সদস্য এ অভিযানে অংশ নেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, ফকিরাপুলে জি-নেট টাওয়ারে আটটি হজ ও ট্রাভেল এজেন্সিতে অভিযান চালানো হয়। এগুলোর মধ্যে খানজাহান আলী হজ ট্যুর ও ট্রাভেলস সরকারের কালো তালিকাভুক্ত। তারা নিজেদের নামে লোক না পাঠিয়ে কাজ করছে আল-মদিনা ট্রাভেলসের নামে। এছাড়া জামালপুর ট্যুর ও ট্রাভেলস নিজেদের প্রয়োজনীয় সংখ্যক হাজযাত্রী না পাওয়ায় মিনার ট্রাভেলসকে তাদের যাত্রী পাঠানোর দায়িত্ব দিয়েছে। যা চলছে সাবকন্ট্রাক্টে।

এছাড়া কিং এয়ার ইন্টারন্যাশনারের বড় অনিয়মের প্রমাণ পাওয়া যায় বলে জানান দুদকের অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা। এই হজ এজেন্ট নিজের নিবন্ধনকৃত হাজযাত্রী না পাঠিয়ে তার লাইসেন্স অন্য আরেকটি প্রতিষ্ঠানকে দিয়ে দিয়েছে। নীলসাগর ট্রাভেল এজেন্সি নামের প্রতিষ্ঠানটির কোনও লাইসেন্স নেই।

দুদক টিম এয়ার কনফিডেন্স, নিটলাইন হাজযাত্রীরা ট্যুর ও কেবি এয়ার ইন্টারন্যাশনাল হজ এজেন্সিতেও অভিযান পরিচালনা করে। এসময় তাদের লাইসেন্স এবং হজযাত্রীদের তালিকা পরীক্ষা করা হয়।

যাদের বিরুদ্ধে দুর্নীতি বা প্রতারণার অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী। তিনি বলেন, হজ নিয়ে দুর্নীতি বা প্রতারণা বন্ধে অভিযান অব্যাহত রাখা হবে, দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২, ৪ ও ৯ জুলাই দুদক টিম রাজধানীর পুরানা পল্টন, নয়াপল্টন ও ফকিরাপুলের হজ এজেন্সিগুলোতে অভিযান পরিচালনা করা হয়।

 

 

/আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন