X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘কিছু আন্ডারগ্রাউন্ড মিডিয়া গুজবকে লুফে নেয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৮, ১৯:৫৯আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ২০:৪০

বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল বলেছেন, ‘সংবাদপত্রে গুজবকে বিশ্বাস করার কোনও সুযোগ নেই। সংবাদপত্রের কাজ হলো, তথ্য সত্যিকার অর্থে সঠিক কিনা তা যাচাই করে তারপর পরিবেশন করা। কিন্তু কিছু কিছু আন্ডারগ্রাউন্ড মিডিয়া এই গুজবকে সহজেই লুফে নেয়। কারণ তারা হিট চায়। হিট বাড়লে বেশি বেশি আয় বাড়ে। কিন্তু অনেক সময় আমরা সংবাদকর্মীরা গুজব এবং সঠিক তথ্যের পার্থক্য করতে পারি না। কারণ দুটো জিনিসই অনেক সময় এক রকমই মনে হয়।’
তিনি বলেন, ‘ফেক নিউজ দিয়েও প্যানিক সৃষ্টি করা যায়, আবার গুজব দিয়েও সেটা সম্ভব। কিন্তু ফেক নিউজ যাচাই করা অনেকটাই সহজ কিন্তু গুজব খুব অল্প সময়ের মধ্যে যাচাই করা কঠিন। দায়িত্বশীল গণমাধ্যম কোনও একটি তথ্য জানার পর সেটার সত্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করে। নিশ্চিত হলে সেটা তো তখন আর গুজব থাকে না।’
জুলফিকার রাসেল বলেন, ‘সাধারণত শুধু বিরোধী দলই যে গুজব বা ফেক নিউজ ছড়ায় তা কিন্তু নয়, ক্ষমতাসীনরাও করতে পারে। কখনও কখনও ক্ষমতাসীনরা কাউকে গ্রেফতার করে বা কারও বিরুদ্ধে প্রচারণা চালিয়ে বলে- তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ আছে। কিন্তু তথ্য-প্রমাণটা কী সেটা কিন্তু তারা প্রকাশ করে না। তখনই মূলধারার গণমাধ্যমের জন্য বিপদ হয়ে যায়। ফলে আমি মনে করি, গুজব বা ফেক নিউজ সব দিক থেকেই ছড়ায়।’
বাংলা ট্রিবিউন বৈঠকি দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘গুজব’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় শুরু হয়েছে বাংলা ট্রিবিউন বৈঠকি। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি’র সম্পাদক জায়েদুল আহসান পিন্টু, কবি ও সাংবাদিক মাসুদা ভাট্টি, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এডিসি নাজমুল ইসলাম ও বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

/আরএআর/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত