X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের পানি সরবরাহ সবচেয়ে বড় চ্যালেঞ্জ: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৫১

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ

বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গাকে পানি সরবরাহ করাটাই সামনের দিনগুলিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তিনি জানান,ভূ-গর্ভস্থ পানির স্তর গত এক বছরেও ১০০ মিটারেরও বেশি নিচে নেমে গেছে এবং আগামী এক  বছরে তা কোথায় গিয়ে দাঁড়াবে সেটি চিন্তার বিষয়।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ইউএনডিপির ‘রোহিঙ্গা ঢলের পরিবেশগত প্রভাব’ শীর্ষক  প্রতিবেদন প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

পরিবেশমন্ত্রী বলেন, ভূ-উপরিভাগে যে পানি রয়েছে তা কক্সবাজারের জন্য পর্যাপ্ত নয়। কারণ,নাফ নদী জেলাটির একদিকে অবস্থিত। আবার অন্যদিকে,ভূ-গর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। তারপরও ১১ লাখ রোহিঙ্গার জন্য পানি সরবরাহ করা সহজ বিষয় নয় বলে তিনি জানান।

রোহিঙ্গাদের পানি সংকট সমাধানে গত এক বছরে কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য ৬ হাজার ৫০০টি অগভীর নলকূপ এবং ১৫০ গভীর নলকূপ স্থাপন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এসময় রোহিঙ্গাদের জ্বালানি সমস্যা সমাধানে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বায়োপ্লান্ট করার একটি প্রকল্প নেওয়া যায় কি না সে বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ইউএনডিপি’র রোহিঙ্গা বিষয়ক প্রতিবেদনটি উপস্থাপন করেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী।

তবে এই প্রতিবেদনের তথ্যগুলো হালনাগাদ করে ইউএনডিপিকে আরও বৃহৎ পরিসরে একটি পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসিন চৌধুরী। 

তিনি বলেন, এই প্রতিবেদনের উপাত্তগুলো গত অক্টোবর ও নভেম্বরে সংগ্রহ করা হয়েছে এবং প্রতিবেদনটি প্রায় এক বছর পরে প্রকাশ করা হয়েছে।

বর্তমান অবস্থার প্রতিফলন এই প্রতিবেদনে নেই উল্লেখ করে তিনি বলেন, তথ্য সংগ্রহের পরে অনেক ঘটনা ঘটেছে। রোহিঙ্গাদের কারণে পরিবেশের যে ক্ষতি এখানে উল্লেখ করা হয়েছে এর থেকে প্রকৃত ক্ষতি অনেক গুণ বেশি। 

এ প্রতিবেদনে বলা হয়েছে ১ হাজার ৫০২ হেক্টর বনভূমির ওপরে রোহিঙ্গাদের ক্যাম্প তৈরি করা হয়েছে। কিন্তু বর্তমানে ৬ হাজার হেক্টরের বেশি বনভূমির ওপরে তারা বসতি করেছে। তাই প্রকৃত ক্ষতি অনেক বেশি।

 

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ