X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দশম সংসদের ২২তম অধিবেশনে ১৮ বিল পাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৮, ২৩:১৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৫২




দশম সংসদের ২২তম অধিবেশনে সমাপনী বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার সমাপনী ভাষণের পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সমাপ্তি ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে দশম সংসদের ২২তম অধিবেশন। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) শেষ হওয়া ১০ কার্যদিবসের অধিবেশনে ডিজিটাল নিরাপত্তা আইন ও সড়ক পরিবহন আইনসহ ১৮টি আইন পাস হয়েছে। এ বছর অনুষ্ঠিত ৪টি অধিবেশনের মধ্যে এবারই বেশি সংখ্যক আইন পাস হয়েছে।

এর আগে জানুয়ারিতে অনুষ্ঠিত ৩৫ কার্যদিবসের শীতকালীন অধিবেশনে (১৯তম) পাস হয় ১৫ বিল, এপ্রিলে অনুষ্ঠিত ৫ কার্যদিবসের ২০তম অধিবেশনে পাস হয় ৫টি বিল এবং ২৫ কার্যদিবসের বাজেট অধিবেশনে (২১তম) পাস হয় ১৪টি বিল।

এবার সড়ক পরিবহন বিল, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা বিল, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি বিল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান শ্রমিকের বেতন-ভাতা বৃদ্ধির জন্য আনীত বিলসহ কয়েকটি বিল এ অধিবেশনেই সংসদে উত্থাপন করে তা এই অধিবেশনেই পাস করা হয়। ফলে এই বিলগুলো সংসদীয় কমিটিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য খুবই কম সময় পেয়েছে।

এবারের অধিবেশন সব থেকে গুরুত্বপূর্ন উল্লেখ করে প্রধানমন্ত্রী সমাপনী বক্তব্যে বলেছেন, ‌‘এই ১০ দিনের অধিবেশনে আমরা গুরুত্বপূর্ন বিলগুলো পাস করেছি। বিরোধী দল ও সরকারি দল আমরা একসঙ্গে কাজ করেছি। মাত্র ১০ দিনে আমরা ১৮টি বিল পাস করেছি। এতগুলো বিল এত অল্প সময় খুব কমই পাস হয়েছে। বিরোধী দল বিলগুলো পড়েছে, সংশোধনী এনেছে, তাদের মতামত দিয়েছে। আমরা সরকারি দল ও বিরোধী দল মিলে দেশের মানুষের জন্য এক সঙ্গে কাজ করছি।’

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চলতি দশম সংসদের মেয়াদ শেষ হয়ে আসায় এবার ঝুলে থাকা বিলগুলো পাস করিয়ে নেয়া হয়েছে। আগামী অক্টোবরের শেষ দিকে দশম সংসদের শেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। ওই অধিবেশনটি খুবই কম সময়ের জন্য চলতে পারে বলে জানা গেছে।

এদিকে অধিবেশনের সমাপনী সেশনে প্রধানমন্ত্রী ছাড়াও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বক্তব্য রাখেন। সমাপনী বক্তব্যে স্পিকার শিরীন শারমিন সংসদ পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এ অধিবেশনে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ১৮৯টি নোটিশ পাওয়া যায়। যার মধ্যে ৯টি গৃহীত এবং গৃহীত নোটিশের মধ্যে ৭টি সংসদে আলোচিত হয়। ৭১ এর ‘ক’ বিধিতে ৩০টি নোটিশ আলোচনা হয়।

অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ৮৪টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে ২৬টি প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা শেখ হাসিনা।

বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য এক হাজার ৫০৪টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে মন্ত্রীরা জবাব দেন ৮১৫টির।

 

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!