X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আ. লীগ হিন্দু সম্প্রদায়ের দাবি পূরণে আন্তরিক নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৮, ১৩:১০আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৩:২২

হিন্দু সম্প্রদায়ের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব  গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেছেন,  ‘আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের দাবি পূরণে আন্তরিক নয়। আমরা একদিকে থাকতে রাজি না। যে দল বেশি সুবিধা দেবে, সেদিকে ভোট দেওয়ার আহ্বান জানাবো সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে।’

শনিবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমাদের তিনটি দাবি নিয়ে হিন্দু মহাজোট সরাসরি প্রধানমন্ত্রী, জাতীয় পার্টি, জাতীয় ঐক্যফন্ট ও বিএনপি নেতাদের কাছে উত্থাপন করেছি। কিন্তু বেদনার বিষয়, আওয়ামী লীগ ১০০ শতাংশ হিন্দু সম্প্রদায়ের ভোট আশা করলেও প্রধান দাবি দু’টির প্রতি কর্ণপাত করে নাই, নির্বাচনি ইশতেহারে দাবি দু’টি পূরণের প্রতিশ্রুতিও দেয় নাই। অর্থাৎ আওয়ামী লীগ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের দাবি-দাওয়া পূরণে আন্তরিক নয়। তারা হিন্দু সম্প্রদায়কে শুধু ক্ষমতায় বসার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। আর বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টও হিন্দুদের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠায় আন্তরিকতা দেখায়নি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে দল বেশি সুবিধা দেবে, সেদিকে ভোট দেওয়ার আহ্বান জানাবো সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে। আমরা একদিকে থাকতে রাজি না। দল প্রতীক দেখে ভোট দেবো না এবার।’

সংবাদ সম্মেলনে তিনটি দাবি তুলে ধরেন তিনি। সেগুলেঅ হলো,

নির্বাচন চলাকালে ও নির্বাচন পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা ও নির্যাতন নিরোধ কল্পে এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং ১৯৭২ সাল থেকে বর্তমান পর্যন্ত সব সংখ্যালঘু নির্যাতনের ঘটনার তদন্ত পূর্বক বিচার করতে একটি স্বাধীন সংখ্যালঘু কমিশন গঠন করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির নির্বাহী সভাপতি দীনবন্ধু রায়, ডা. মৃত্যুঞ্জয় রায় এবং প্রধান সমন্বয়কারী বিজয় ভট্টাচার্য প্রমুখ।

 

/এইচএন/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি