X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় পার্টির প্রাপ্ত আসন নিয়ে বিভ্রান্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৯, ২২:৫০আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২২:৫২

জাতীয় পার্টি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রাপ্ত আসন সংখ্যা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। কমিশন সচিবালয় থেকে দলটি ২০টি আসন পেয়েছে বলে ঘোষণা দেওয়া হলেও প্রকৃতপক্ষে ২২টি আসন পেয়েছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। অবশ্য আসনের সংখ্যা নিয়ে এখনও কমিশন ও জাতীয় পার্টি নিজেরাই বিভ্রান্তিতে রয়েছে। কোন দল কতটি আসন পেয়েছে, গত ৩০ ডিসেম্বর ভোটের পর গভীর রাতে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ তা ঘোষণা দেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘২৯৮ আসনের মধ্যে নৌকা প্রতীক ২৫৯ এবং   লাঙ্গল প্রতীক ২০টি আসন পেয়েছে।’

ফল ঘোষণার সময় জাতীয় পার্টির (জেপি) পাওয়া একটি আসন নিয়ে প্রথমে ভুল তথ্য দেওয়া হলেও ইসি সচিব পরে সেটি সংশোধন করেন।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির পাওয়া দুটি আসন নির্বাচন কমিশন অভ্যন্তরীণ ডাটাবেজে আওয়ামী লীগের আসন বলে দেখিয়েছে। এই দুইটি আসন হলো ঢাকা-৬ ও ময়মনসংহ-৮। যার কারণে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের দুটি আসন বেশি ও জাতীয় পার্টির দুটি আসন কম দেখানো হয়। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ পেয়েছে ২৫৭টি আর জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন।

জানতে চাইলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৩০ ডিসেম্বর রাতে আপনাদের (সাংবাদিক) অনুরোধে তাড়াহুড়ো করে আমরা দলভিত্তিক ফল ঘোষণা করেছিলাম। এতে কিছুটা ভুলভ্রান্তি থাকতেও পারে। এছাড়া গত দুই দিন নির্বাচিতদের গেজেট প্রকাশে ব্যস্ত থাকার কারণে এটি যাছাই করারও সুযোগ হয়নি। আর আইন অনুযায়ী গেজেট আসনভিত্তিক করতে হয় বিধায় দলভিত্তিক এটি হেরফের হয়েছে কিনা, তা নজরে আসেনি। আমরা এটি যাছাই করে দেখবো।’

প্রাপ্ত আসনের বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও নবনির্বাচিত এমপি গোলাম কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরাও বিভ্রান্তিতে আছি। একবার শুনেছি ২০টি, আরেকবার শুনেছি ২২টি পেয়েছি। সাংগঠনিক কাজে ব্যস্ত থাকার কারণে যাছাই করে দেখার সুযোগ হয়নি।’

 

/ইএইচএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!