X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সবাই মিলে কাজ করলে সুন্দর ঢাকা উপহার দিতে পারবো: আতিকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৯

প্রচারণার প্রথম দিনে আ.লীগের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম মাদক, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা যদি সবাই মিলে মন দিয়ে একসঙ্গে কাজ করতে পারি তাহলে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো। দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সোচ্চার করে আপনাদের একটি সুন্দর ঢাকা শহর উপহার দিতে পারবো।’

সোমবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরখানে শাহ কবির মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেন নৌকা প্রতীকের প্রার্থী মো. আতিকুল ইসলাম। প্রচারণার উদ্বোধনী সময়ে এসব কথা বলেছেন তিনি।

এ সময় আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা উত্তরকে আধুনিক করার জন্য আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। তাই আগামী ২৮ ফেব্রুয়ারি দল-মত নির্বিশেষে সবাই যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি বলতে পারি, এই ভালোবাসার প্রতিদান হিসেবে আমি আপনাদের সুন্দর ঢাকা শহর উপহার দেবো।’
তিনি আরও বলেন, ‘আপনারা জানেন আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। ঢাকা একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এই ঢাকা শহরে যত নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন এবং খেটে খাওয়া মানুষ রয়েছেন, সবাইকে নিয়ে ইনশাল্লাহ শহরটিকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করবো। যেদিন থেকে দায়িত্ব পাবো, সেদিন থেকে আমার দায়িত্বে কোনও অবহেলা থাকবে না। আমি সততার সঙ্গে আপনাদের সঙ্গে নিয়ে একটি সুন্দর ঢাকা শহর গড়তে চাই।’
খেলার মাঠের সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করতে হলে খেলার মাঠের কোনও বিকল্প নেই। তাই আমরা খেলার মাঠ করে দেবো।’
প্রয়াত মেয়র আনিসুল হকের মতো প্রতিবন্ধকতা মোকাবিলার মানসিকতা নিয়ে কাজ শুরু করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এই বিষয়টা গুরুত্ব দিয়েছি বলেই গ্রাম থেকে প্রচারণা শুরু করেছি। এজন্যই কিন্তু আমরা সর্বপ্রথম এখানে এসেছি।’
নৌকা শুধু সামনে যেতে পারে, পেছনে যেতে পারে না দাবি করে এই মেয়র প্রার্থী বলেন, ‘এটি হলো আমাদের প্রতীক, নৌকা প্রতীক। আমি নৌকা প্রতীকের একজন প্রার্থী। আপনারা দেখেছেন, গত ৩০ তারিখে (৩০ ডিসেম্বর) মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করার লক্ষ্যে মানুষ কীভাবে ভোট দিয়েছেন। তাই আপনাদের কাছে আমি ভোট চাচ্ছি। আগামী ২৮ ফেব্রুয়ারি সবাই এসে আমাদের নৌকাকে, আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন।’

/এসএস/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!