X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

এফ আর টাওয়ারে প্রবেশ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৯, ১৭:১৪আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২০:৪১

এফ আর টাওয়ারে আগুন

ক্ষয়ক্ষতি দেখতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় এফ আর টাওয়ারে প্রবেশ করেছেন ওই ভবনে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও মালিকরা। এসময় তাদের ছবি না তোলার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) বিকাল পৌনে পাঁচটার দিকে বিভিন্ন প্রতিষ্ঠানের দুজন করে প্রতিনিধিকে ভেতরে যাবার অনুমতি দেওয়া হয়।

ডিএমপি গুলশান জোনের ডিসি মোশতাক আহমেদ বলেন, ‘বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে  ভবনটিতে প্রবেশের অনুমতি দেয়। এরপর আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের তালিকা করেছি। পরে তাদের সঙ্গে পুলিশ দিয়ে ভবনের ভেতরে প্রবেশ করানোর উদ্যোগ নেই। তারা পুলিশের সঙ্গে থেকেই সবকিছু ঘুরে দেখবেন। আবার চলে আসবেন।’

পুলিশের এসআই  ও এএসআই  পদমর্যাদার ২২ জন কর্মকর্তা ভবনের ২২টি ফ্লোরে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের   নিয়ে যান।

ভবনে প্রবেশের আগে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রাথমিকভাবে জানা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটিতে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভেতরে যাবেন। তারা গিয়ে নিজ নিজ অফিসের অবস্থা দেখে আসবেন। এছাড়া, অফিসে যদি মূল্যবান কোনও জিনিসপত্র ও টাকা-পয়সা থাকে, তা সঙ্গে করে নিয়ে আসবেন। অথবা গুছিয়ে নিরাপদে রেখে আসবেন।

ভবনটির নিচ তলায় আমেরিকার ডেইরি মিল্ক সেলস সেন্টারের কর্মকর্তা রনি হালদার  বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ আমাদেরকে ভেতরে নিয়ে যাবে। ভেতরে গিয়ে আমরা নিজেদের অফিসের অবস্থা দেখে আসবো। আর টাকা পয়সাসহ মূল্যবান কিছু থাকলে নিয়ে আসবো।’

এদিকে, আর এফ প্রোপার্টিজ লিমিটেডের একজন প্রতিনিধি জানান, ভবনটির ২২টি ফ্লোরে মোট ২৯টি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এসব প্রতিষ্ঠানের দুই জন করে প্রতিনিধি ভেতরে নেওয়া হচ্ছে।

নিজ নিজ অফিস পরিদর্শন শেষে বেরিয়ে আসছেন প্রতিনিধিরা এর আগে শুক্রবার সকালে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘তাদের (ফায়ার সার্ভিস) কাজ শেষ হলে ঘোষণা দিয়ে ভবনটি পুলিশের কাছে বুঝিয়ে দেবেন। তখন পুলিশ, পূর্ত মন্ত্রণালয় এবং সিটি করপোরেশন  মিলে আমরা পুরো বিল্ডিংয়ের দায়িত্ব নিয়ে নেবো। মালিক আসবেন। ফ্লোরওয়াইজ  কোন অফিসের কে মালিক, কোন ফ্লোরে কে ছিল, এরইমধ্যে আমরা তালিকা করেছি। প্রতিটা ফ্লোরের জন্য একটা করে টিম করেছি। সেই হিসাবে ২২টি টিম করা হয়েছে। প্রকৃত মালিককে আমরা তাদের অফিসে নিয়ে যাবো। একজন যেন আরেকজনের অফিসে ঢুকতে না পারেন, কোনও ধরনের যেন কিছু মিসিং না হয়, কোনও ধরনের ক্ষতি না হয়।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে ২১-তলা বনানীর এফ আর টাওয়ারের ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন- 
এফআর টাওয়ারের অনুমোদন দেওয়া রাজউক চেয়ারম্যানকে খুঁজছেন পূর্তমন্ত্রী

এফআর টাওয়ারে আগুন: ২৫টি লাশ উদ্ধার, ২৪টি হস্তান্তর

আগেও আগুন লেগেছিল এফ আর টাওয়ারে

রাজধানীর আট হাসপাতালে ভর্তি ৫৯ 

 

 

 

/এআরআর/এনএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে
দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে
‘অ্যাকটিভ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ পেলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
‘অ্যাকটিভ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ পেলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা