X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আগেও আগুন লেগেছিল এফ আর টাওয়ারে

সাদ্দিফ অভি
২৯ মার্চ ২০১৯, ০৭:৫০আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১১:৪৬

 

বৃহস্পতিবার দিবাগত রাতে এফ আর টাওয়ারের ছবিটি তুলেছেন চৌধুরী আকবর হোসেন রাজধানীর বনানীর এফ আর (ফারুক রূপায়ন) টাওয়ারে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে ভয়াবহ আগুন লাগে। এতে ১৯ জনের করুণ মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ১০০ জন। ভয়াবহ এই আগুন অনেকের মনেই উসকে দিয়েছে বহুতল এই ভবনের ২০০৮ সালের অগ্নিকাণ্ডের ঘটনা। ওই বছরের ৩১ আগস্ট এফ আর টাওয়ারের লাগা আগুনের সূত্রপাত হয়েছিল বেজমেন্ট থেকে। এতে পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে সৃষ্টি হয়েছিল আতঙ্কজনক পরিস্থিতির।

২০০৮ সালের সেই আগুনের ঘটনার পর এফ আর টাওয়ারের অগ্নিনির্বাপণের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবারও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। ফায়ার সার্ভিসের পরিচালক (ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং) সিদ্দিক মো. জুলফিকার আহমেদ স্পষ্ট করেই বলেছেন, এফ আর টাওয়ারে অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই।

খোঁজ নিয়ে জানা যায়, ২০০৮ সালের ৩১ আগস্ট এফ আর টাওয়ারের বেজমেন্টে পার্কিং করা একটি গাড়িতে আগুন ধরে। এতে পুরো বিল্ডিং কালো ধোঁয়ায় ঢেকে যায় যায়। ২৪ তলা এই ভবনে আটকে পড়া অন্তত ২০ জন আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন। ভবনের ভেতর আটকা পড়েন অন্তত ১০০ জন। দুই ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, গাড়ির সিএনজি গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিক করে আগুনের সূত্রপাত হয়।

২০০৮ সালে এফ আর টাওয়ারে লাগা আগুনের প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল পৌনে ৪টার দিকে বেজমেন্টের পার্কিং থেকে আগুনে লাগে। এতে যে ধোঁয়ার সৃষ্টি হয় তা ভবনটির ১৮ তলা পর্যন্ত অন্ধকার করে ফেলে। ঘটনার পরপরই প্রায় ২০০ জন ভবন থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। আরও ১০০ জনের মতো ভবনের ছাদে আশ্রয় নেন। এর মধ্যে কিছু মানুষ পাশের আউয়াল সেন্টারের ২২ তলার ছাদে লাফিয়ে নামেন। 

সেই আগুনের প্রত্যক্ষদর্শী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ। তিনি তখন ওই ভবনের ২০ তলায় ‘আমরা গ্রুপে’র সিইও হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তখন আগুন এত বড় আকার ধারণ করেনি, বেজমেন্টে আগুন লেগেছিল। তখনই আমরা দেখেছিলাম এই বিল্ডিংয়ের ব্যবস্থাপনা খুব দুর্বল। তখন আমরা কোনোরকমে বেঁচে ফিরেছিলাম। আমার অফিস ছিল ২০ তলায়। আমরা নিচে যেতে পারিনি। আমরা ৬০-৭০ জন ছাদে আশ্রয় নিয়েছিলাম। তখন কালো ধোঁয়ার মধ্যে শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিলো।’

তিনি অভিযোগ করে বলেন, ‘এই বিল্ডিংয়ের ম্যানেজমেন্ট খুব খারাপ। একেকটি ফ্লোর একেক রকম। আগুন নির্বাপণের কোনও ব্যবস্থা নাই, সেই ঘটনার পরও কোনও ব্যবস্থা তারা নেয়নি। আশেপাশের বিল্ডিং থাকাতে সেখান দিয়ে উদ্ধার করা হয়তো সম্ভব হয়, কিন্তু এই বিল্ডিংয়ের উদ্ধার করার মতো জায়গা তেমন একটা নেই। সিঁড়িগুলো খুব ছোট জায়গায় করা।’

তিনি বলেন,  ‘সেদিনকার ট্রমাটাইজড এক্সপেরিয়েন্স আসলে ভাষায় প্রকাশ করার মতো না!’

আরও পড়ুন...

‘এফ আর টাওয়ারের আগুন মনিটর করছেন প্রধানমন্ত্রী’

 ‘আগুন নিয়ন্ত্রণে আসতে ঘণ্টাখানেক সময় লাগতে পারে’

 ভবনে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে: ফায়ার সার্ভিস

 সব হাসপাতালকে বিনামূল্যে চিকিৎসার নির্দেশ

 এফ আর টাওয়ারে আগুন: বিভিন্ন হাসপাতালে সাতজনের মরদেহ

 আগুনে নিহত একজনের লাশ উদ্ধার

 এফ আর টাওয়ারের পাশের ভবনেও ছড়িয়ে পড়ছে আগুন

 আটকে পড়াদের বের করে আনা হচ্ছে

 দোতলা থেকে লাফ দেন শ্রীলঙ্কান নাগরিক ইন্ডিকা মারসিলিং

 বনানীর আগুন নেভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার

 ভাঙা কাচের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সাহায্যের আকুতি

 বনানীর এফ আর টাওয়ারে আগুন

 

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী