X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লোক দেখানো ফায়ার হাইড্রেন্ট

আমানুর রহমান রনি, চৌধুরী আকবর হোসেন ও সাদ্দিফ অভি
০২ এপ্রিল ২০১৯, ১০:৫৮আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৩:১৪

এবিসি হাউস রাজধানীর বহুতল ভবনের অবকাঠামো ও অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। সোমবার (১ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত বেশ কয়েকটি ভবনের বেজমেন্ট, কারপার্কিং, জরুরি বহির্গমন সিঁড়িসহ বিভিন্ন বিষয় পরিদর্শন করা হয়। প্রথম দিন বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের পাঁচটি ভবন পরিদর্শন করে চারটিতেই ত্রুটি ধরা পড়ে ও যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা পাওয়া যায়নি। এর মধ্যে ১৫ তলা প্রাসাদ ট্রেড সেন্টারে রয়েছে লোক দেখানো ফায়ার হাইড্রেন্ট ব্যবস্থা। এসব ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় রাজউক।
কামাল আতাতুর্ক সড়কে প্রবেশের মুখেই ১৫ তলাবিশিষ্ট প্রাসাদ ট্রেড সেন্টারের অবস্থান। গত বছর ভবনটির নির্মাণকাজ শেষ হয়েছে। প্রতিটি ফ্লোরে রয়েছে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস। অগ্নিনির্বাপণের জন্য প্রতিটি তলায় রয়েছে লোক দেখানো ফায়ার হাইড্রেন্ট। বেজমেন্টে গিয়ে দেখা যায়, হাইড্রেন্ট পাইপের সঙ্গে কোনও পাম্পের সংযোগ দেওয়া হয়নি। এছাড়া, ইমার্জেন্সি এক্সিট বা জরুরি নির্গমনের সিঁড়ি মাত্র ৩০ ইঞ্চি চওড়া। সেই সিঁড়ি খুঁজে পেতে যে চিহ্ন বা সংকেত থাকার কথা, তাও নেই। এত বড় ভবনের এত ছোট নির্গমন সিঁড়ি নিয়ে আপত্তি করেছে ফায়ার সার্ভিস। ন্যূনতম দেড় মিটার চওড়া জরুরি নির্গমন সিঁড়ি থাকার কথা। ফায়ার ফাইটিংয়ের অনুকূলে কোনও ব্যবস্থাই এই ভবনে এখনও করা হয়নি। অথচ ভবনটি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়েছে।
প্রাসাদে নকশা দেখছেন রাজউক কর্মকর্তারা প্রাসাদ ট্রেড সেন্টারে সরেজমিনে গিয়ে দেখা যায়, কোনও তলাতেই হিট ডিটেক্টর, স্মোক ডিটেক্টর লাগানো হয়নি। নেই ফায়ার অ্যালার্ম। সোমবার (১ এপ্রিল) দুপুরে ফায়ার সার্ভিসের একটি টিমের সদস্যরা ওই ভবনে প্রবেশ করেন। আগামী এক মাসের মধ্যে ভবনটিতে অগ্নিনির্বাপক ব্যবস্থা ঠিক করার নির্দেশ দেন তারা।
অভিযানে থাকা ফায়ার সার্ভিসের বারিধারা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভবনটি এখনও নির্মাণাধীন। তাই আমরা তাদের এক মাস সময় দিয়েছি। অগ্নিনির্বাপক ব্যবস্থা ঠিক করে ভবনটি ব্যবহারের জন্য তাদের অনুরোধ করেছি।’
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জরুরি ভিত্তিতে ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট, স্প্রিংক্লার ব্যবস্থা, স্মোক ডিটেক্টর, হিট ডিটেক্টর, ফায়ার অ্যালার্ম জরুরি ভিত্তিতে স্থাপন করতে বলেছেন। এছাড়া, ভবনটিতে আলাদা করে সাবস্টেশন ও জেনারেটরের সুইচ রুম তৈরির কথা বলা হয়। ইমার্জেন্সি এক্সিট লাইট, এক্সিট সাইন ও সার্বক্ষণিক সব সিঁড়ি ছাদ পর্যন্ত খোলা রাখতে বলেছেন তারা। আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের নম্বর ভবনের সিঁড়িতে লাগিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। টাওয়ার হেমলেট
ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে অগ্নিনির্বাপক ব্যবস্থা ঠিক করার শর্ত মেনে নিয়েছে ভবনটি কর্তৃপক্ষ। প্রাসাদ ট্রেড সেন্টারের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার মো. রিয়াজুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা অগ্নিনির্বাপক ব্যবস্থার সরঞ্জাম কেনার জন্য এলসি করেছি। শিগগিরই জিনিসপত্র চলে আসবে। এরপর সেগুলো লাগানো হবে।’
অন্যদিকে, রাজউকের পরিদর্শনে পাওয়া তথ্য অনুযায়ী, ভবনটির নিচতলায় একটি রেস্টুরেন্ট রয়েছে, যা ভবন নির্মাণের নকশায় ছিল না। একইসঙ্গে নকশা অনুযায়ী, লিফট ও সিঁড়ি নির্মাণ করা হয়নি। গত ৩০ মার্চ সিঁড়িতে নতুন করে বসানো হয়েছে ফায়ার এক্সটিংগুইশার। ফায়ার এক্সিট সিঁড়িতে দেখা গেছে দাহ্য আবর্জনার স্তূপ
এই ভবন প্রসঙ্গে রাজউকের জোন-৪ এর পরিচালক মামুন মিয়া বলেন, ‘ভবনটিতে খালি জায়গায় রেস্তোরাঁ তৈরি করা হয়েছে। তাছাড়া যেখানে লিফট, সিঁড়ি, ফায়ার এক্সিট থাকার কথা, সেখানে তা করা হয়নি।’
১২ তলার অনুমোদন নিয়ে ১৩ তলা এবিসি হাউস
৮ নম্বর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে রয়েছে এবিসি হাউস। ভবনটি ১৩ তলা হলেও নকশায় ১২ তলার অনুমোদন রয়েছে। ১৩ তলায় রয়েছে রন্ধনশিল্পী কেকা ফেরদৌসি পরিচালিত ‘দ্য স্কাই রুম ডাইনিং’ নামে একটি রেস্তোরাঁ। এছাড়া, ছাদে ওঠার জন্য নেই কোনও সিঁড়ি। লোহার তৈরি মই বেয়ে ছাদে ওঠানামা করতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এ প্রসঙ্গে এবিসি রিয়েল এস্টেটের প্রধান প্রকৌশলী গোলাম মওলা খন্দকার বলেন, ‘আমি এখানে সম্প্রতি যোগ দিয়েছি। ভবনটি পুরনো। আমার জানা নেই এখানে কী কী সমস্যা আছে। যদি কোনও সমস্যা থেকে থাকে আমরা দ্রুত সেগুলোর সমাধান করব।’ স্টার টাওয়ার
ভবনটির ১৩ তলার ‘দ্য স্কাই রুম ডাইনিং’ নামের রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজউকের জোন-৪-এর পরিচালক মামুন মিয়া। এ বিষয়ে তিনি বলেন, ‘নিয়মবহির্ভূতভাবে নির্মাণ করায় রেস্তোরাঁটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অবৈধ অংশ সরিয়ে নিতে বলা হয়েছে।’
নকশা দেখাতে পারেনি স্টার টাওয়ার
সোমবার দুপুর আড়াইটার দিকে বনানীর স্টার টাওয়ারে প্রবেশ করেন রাজউকের কর্মকর্তারা। ভবনের নকশা চাওয়া হলেও তাদেরকে তা দেখাতে পারেনি মালিকপক্ষ।
১৬ তলা বিশিষ্ট স্টার টাওয়ারে রয়েছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। নিচ তলায় ভবন কর্তৃপক্ষের অফিস। সেই অফিসের অ্যাকাউন্টস অফিসার হোসনে আরা জানান, ভবনটির নকশাসহ প্রয়োজনীয় তথ্য স্টার টাওয়ার লিমিটেডের মূল অফিসে রয়েছে।
পৌনে তিনটার দিকে এই ভবন পরিদর্শনে আসেন রাজউকের চেয়ারম্যান আব্দুর রহমান। বাণিজ্যিক ভবনে বিশ্ববিদ্যালয় স্থাপন করায় বিস্ময় প্রকাশ করেন তিনি।
নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা যায়, স্টার টাওয়ারের মূল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. বদরুল আলম। আর পরিচালক পদে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। এ বিষয়ে জানতে চাইলে মেয়র সাঈদ খোকন বলেন, ‘এই ভবনের মালিকানায় আমার কোনও অংশীদারিত্ব নেই।’
টাওয়ার হেমলেটে নেই এক্সিট সিঁড়ি
কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৬ নম্বর প্লটে অবস্থিত আরেকটি ভবনের নাম টাওয়ার হেমলেট। ১৭ তলার ভবনটি পরিদর্শনে এসে ফায়ার এক্সিট সিঁড়ি খুঁজে পাননি রাজউকের কর্মকর্তারা। একইসঙ্গে তারা দেখতে পান ভবনের বেজমেন্টও ঝুঁকিপূর্ণ। সেখানে এলোমেলোভাবে গাড়ি পার্কিং করা রয়েছে। বেজমেন্টে বৈদ্যুতিক তার ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে।
অভিযান প্রসঙ্গে রাজউক চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, ‘আমরা এখন তথ্য সংগ্রহ করছি। পরবর্তীতে ভবনের ত্রুটিগুলো প্রকাশ করা হবে। যারা নিয়ম মানেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘দায়ভার তো কিছু না কিছু আমাদের নিতেই হবে। আমাদের লোকবলও কম ছিল। মাত্র দু’মাস আগে পরিদর্শক নিয়োগ করা হয়েছে।’

/আইএ/ এপিএইচ/এমএমজে
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ