X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘মানব নিরাপত্তা’য় যুক্তরাষ্ট্রের সহায়তা চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ২২:০১আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ২২:২৬



বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রথাগত প্রতিরক্ষা সহযোগিতার বাইরে খাদ্য ও জ্বালানি নিরাপত্তার মতো মানবিক বিষয়েও (হিউম্যান সিকিউরিটি বা মানব নিরাপত্তা) যুক্তরাষ্ট্রের সহায়তা চায় বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার (২ মে) দুই দেশের মধ্যে অনুষ্ঠিতব্য সপ্তম নিরাপত্তা সংলাপে এ বিষয়ে আলোচনা হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সরকারের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগের সংলাপগুলিতে আমরা প্রথাগত প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। কিন্তু এবার আমরা এর পরিধি বাড়াতে চাই এবং অপ্রথাগত বিষয় যা মানুষের নিরাপত্তার সঙ্গে জড়িত এমন বিষয় নিয়েও আলোচনা করবো।’
তিনি বলেন, ‘খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয় মানুষের মঙ্গলের জন্য সরাসরি জড়িত এবং এই বিষয়গুলি নিয়ে আমরা বৃহস্পতিবারের বৈঠকে এবং পরবর্তীতে আলোচনা করতে আগ্রহী।’
বৃহস্পতিবারের বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফেরদৌসি শাহরিয়ার এবং যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি মাইকেল মিলার নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন।
সরকারেরর আরেকজন কর্মকর্তা জানান, রোহিঙ্গা, প্রতিরক্ষা বাণিজ্য, প্রশিক্ষণসহ মিলিটারি সহযোগিতা, কাউন্টার টেরোরিজম, উগ্রবাদ প্রতিহতকরণ এবং প্রস্তাবিত চুক্তির অগ্রগতি নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হবে।
শ্রীলঙ্কার কলম্বোয় সন্ত্রাসী হামলার পরে দুই দেশের মধ্যে এ বিষয়ে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলেও তিনি জানান।
ওই কর্মকর্তা বলেন, ‘আমরা তাদের বলবো, রোহিঙ্গারা সন্ত্রাসী সংগঠনের সহজ শিকার হতে পারে এবং এই সমস্যা যত দ্রুত সমাধান করা যায়, সেজন্য ওয়াশিংটনের আমাদের সহায়তা করা উচিত।’
তিনি জানান, ওয়াশিংটন কয়েকটি চুক্তির প্রস্তাব দিয়েছে এবং এ বিষয়ে কতদূর অগ্রগতি হয়েছে এবং কীভাবে অগ্রসর হওয়া যায়, সে বিষয়ে দুই পক্ষ আলোচনা করবে। 

/এসএসজেড/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী