X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রাস্তায় সমস্যা নেই, সমস্যা যানবাহনের শৃঙ্খলায়: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৯, ১৫:৪০আপডেট : ৩০ মে ২০১৯, ১৬:৩৭

মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকল্পে করণীয় শীর্ষক প্রস্তুতি সভায় ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঈদযাত্রা নিয়ে আমার কোনও শঙ্কা নেই। শঙ্কা, উদ্বেগ ও আশঙ্কা যা ছিল সেটা কেটে গেছে। রাস্তায় সমস্যা নেই, সমস্যা শুধু যানবাহনের শৃঙ্খলায়। যানবাহনে শৃঙ্খলা এলে আমার মনে হয় যানজট হবে না।’ বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে ‘ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকল্পে করণীয়’ শীর্ষক এক প্রস্তুতি সভায় মন্ত্রী এ কথা বলেন। রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, ‘এবার একটা সমস্যা হবে গাজীপুর থেকে বিমানবন্দর সড়কে। এ রাস্তায় বিআরটিএ’র কাজ চলছে। আমি সেখানে গাজীপুরের মেয়রকে অনুরোধ করেছি, তিনি ঈদে সেখানে ৩০০ স্বেচ্ছাসেবক নিযুক্ত করবেন। সেখানে একটু অস্বস্তি হবে। এই অংশ ছাড়া বাংলাদেশের আর কোথাও সমস্যা হবে না।’
ওবায়দুল কাদের বলেন, ঈদের সময় চার লেনের রাস্তায় দুই লেনের সেতুতে বিঘ্ন সৃষ্টি হয়। মেঘনা-গোমতী সেতু খুলে দেওয়ার পর এখন মানুষ সাড়ে তিন থেকে চার ঘণ্টায় চট্টগ্রামে যেতে পারে। এখন উত্তর জনপদেরও পুরনো সেই সমস্যাগুলো নেই।

মন্ত্রী বলেন, গাবতলী সেতুটি নির্মাণ করা এখন জরুরি হয়ে পড়েছে। এটা আরও আগেই করা উচিত ছিল। এ সময় মন্ত্রী জানতে চান এটি করতে কত টাকা খরচ হতে পারে। জবাবে কর্মকর্তারা জানান ৪০০ কোটি টাকা। পরে মন্ত্রী বলেন, এ টাকার জন্য আমরা বসে থাকতে পারি না।

খালেদা জিয়ার বিষয়ে বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অহেতুক রাজনীতি করবেন না। বিএনপি নেতাকর্মীদের চাঙ্গা করতে বিভিন্ন কথা বলে আসছে। তারা আন্দোলনের কথা বলে। তা শুধু শুনি, কিন্তু দেখি না। তাদের আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামসহ সড়ক ও জনপথ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

/এসএস/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কায়রো সফরে যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
কায়রো সফরে যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
ইংল্যান্ডের হাতে ইউরো ট্রফি দেখার অপেক্ষায় গার্দিওলা
ইংল্যান্ডের হাতে ইউরো ট্রফি দেখার অপেক্ষায় গার্দিওলা
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে