X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মানুষের কল্যাণে উদ্ভাবনে গুরুত্ব বাণিজ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৯, ১৭:৪৮আপডেট : ২০ জুন ২০১৯, ১৭:৫১



বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ছবি: ফোকাস বাংলা) উদ্ভাবনী মনোভাব নিয়ে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, গতানুগতিক কাজের বাইরে এসে দেশের জন্য কাজ করতে হবে। দেশের উন্নয়নে, মানুষের কল্যাণে নতুন কিছু উদ্ভাবন করতে হবে।
বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীতে জাতীয় জাদুঘরে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ইনোভেশন শোকেসিং মেলা-২০১৯-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও চিফ ইনোভেশন অফিসার ড. মো. শাহ আলম।
টিপু মুনশি বলেন, দেশের উন্নয়নে আমরা নতুন নতুন চিন্তা নিয়ে তা বাস্তবায়নে এগিয়ে যাবো। এ কাজ করতে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। উদ্ভাবনী চিন্তার বাস্তবায়ন করতে হবে। সততার সঙ্গে কঠোর পরিশ্রম করতে হবে দেশের উন্নয়নের জন্য।’ উন্নতি করতে চাইলে উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশের উন্নতির জন্য বাণিজ্য বৃদ্ধির কোনও বিকল্প নেই। বাণিজ্য বৃদ্ধি করে দেশের অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। আগামী ২০২১ সালের মধ্যে রফতানির পরিমাণ ৬০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’
ইনোভেশন শোকেসিং মেলায় বাণিজ্য মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চা বোর্ড, আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ৯টি উদ্ভাবনী বিষয় তুলে ধরে।
বাণিজ্যমন্ত্রী মেলায় স্টলগুলো ঘুরে দেখেন এবং উদ্ভাবনীর বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন।

/এসআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ