X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মাছ ধরা বন্ধ রাখার সুফল মিলছে: মৎস্য প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৯





মাছ ধরা বন্ধ রাখার সুফল মিলছে: মৎস্য প্রতিমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, সাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকায় আজ বাজারে সব রকম মাছ পাওয়া যাচ্ছে। মাছের যে অভাব ছিল তা তারা পূরণ করে ফেলেছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত এক গোলটেবিল বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আশরাফ আলী খান খসরু বলেন, ‘প্রায় ৬০-৮০ প্রজাতির মাছ আমাদের হারিয়ে গেছে। আমাদের মৎস্য গবেষণা কেন্দ্র সেগুলো আবার ফিরিয়ে আনছে। প্রত্যেক বছর আমরা উন্মুক্ত জলাশয়ে পোনা ছাড়ি। মাছের যে অভাব ছিল এখন আমরা পূরণ করে ফেলেছি।’
তিনি বলেন, ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকে। প্রধানমন্ত্রী বলেছেন ধরা বন্ধ রাখতে। যতদূর পারা যায় সরকার জেলেদের খাদ্য সহায়তা দেবে।
ইলিশ মাছ সাগরের মোহনায় চলে গিয়েছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের নদীতে ইলিশ মাছ পাওয়াই যেতো না। এখন ৬৪-৬৮টি উপজেলায় ইলিশ মাছ ফিরে আসছে। এবার হাকালুকি হাওরে ইলিশ মাছ পাওয়া গেছে। এই ৬৫ দিন মাছ ধরা বন্ধ রাখার ফলে শুধু ইলিশ না, লোনা পানির মাছ সহ সব ধরনের মাছেই বাজার সয়লাব। মিঠা পানির মাছের ওপর চাপ কমায় এটাও সহজলভ্য হয়ে গেছে।’
মাছ রক্ষার্থে সরকারি নীতির মাধ্যমে হাওর ইজারা দেওয়া হয় বলে জানান তিনি।
পবা’র চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে ও গবেষক পাভেল পার্থর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, মৎস্য অধিদফতরের পরিচালক কাজী শামস আফরোজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নেতা কুদ্দুস আফ্রাদ, বিআইডব্লিউটি-এর সাবেক পরিচালক সৈয়দ মনোয়ার হোসেন, হাওর গবেষক হালিম দাদ খান, পবা’র সম্পাদক ফেরদৌস আহমেদ, নেত্রকোনায় জানমা মৎস্যজীবী সমিতির নেতা যোগেশ চন্দ্র বর্মণ প্রমুখ। অনুষ্ঠানে ধারণাপত্র উত্থাপন করেন বারসিক পরিচালক সৈয়দ আলী বিশ্বাস।

 

/এসও/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত