X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘দুই মেয়াদে সাড়ে ৭ লাখ মানুষের সরকারি চাকরি হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ১৯:২০আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২০:০৩


বর্তমান সরকারের গত দুই মেয়াদে ব্যাপকহারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের নুরুন্নবী চৌধুরী শাওনের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রায় সাড়ে সাত লাখ মানুষের সরকারি চাকরি হয়েছে। এখন পর্যন্ত ৭ লাখ ২৮ হাজার ৪৬ জন কর্মকর্তা–কর্মচারী সরকারি চাকরিতে যোগ দিয়েছেন।

প্রশ্ন-উত্তর পর্বে জাতীয় পার্টির মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, টিপাইমুখ বাঁধ নির্মাণ নিয়ে ভারত–বাংলাদেশ যৌথ নদী কমিশন বেশ কিছু বৈঠক করেছে। বাংলাদেশ কয়েকটি পত্র ও নোট ভারবালের মাধ্যমে নিজেদের উদ্বেগের কথা ভারতকে জানিয়েছে। ২০১২–১৩ অর্থবছর হতে যৌথ নদী কমিশনের অধীন্ত সাবগ্রুপের মাধ্যমে সমীক্ষা পরিচালনা করা হচ্ছে। সাবগ্রুপের তৃতীয় বৈঠকে প্রকল্পের আঙ্গিক পরিবর্তন হবে বলে জানানো হয়েছে এবং পরিবর্তিত তথ্য বাংলাদেশকে সরবরাহ করা হবে। সাবগ্রুপের সমীক্ষা কাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা রয়েছে।

মন্ত্রী আরও বলেন, ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় দুই দেশের যৌথ ইশতেহারে বলা হয়েছে, টিপাইমুখ বাঁধ নিয়ে ভারত এককভাবে কোনও সিদ্ধান্ত গ্রহণ করবে না, যা বাংলাদেশের ওপর বিরূপ প্রভাব ফেলবে।

ইসরাফিল আলমের অপর এক প্রশ্নের জবাবে জাহিদ ফারুক বলেন, নদ–নদীর নাব্যতা ও পানি ধারণ ক্ষমতা বাড়াতে পানি উন্নয়ন বোর্ড গত ১০ বছরে এক হাজার ৩৬৭ কিলোমিটার নদীপথ পুনঃখনন করেছে।

মোশাররফ হোসেনের এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, ২০১৮–১৯ অর্থবছরে ঢাকা চিড়িয়াখানার পশু–পাখির খাবার কেনার জন্য বরাদ্দ ছিল আট কোটি টাকা। এরমধ্যে ব্যয় হয়েছে সাত কোটি ৯৯ লাখ টাকা। চলতি অর্থবছরে এই খাতে বরাদ্দ আছে আট কোটি ৫০ লাখ টাকা। এরমধ্যে এখন পর্যন্ত ব্যয় হয়েছে দুই কোটি ৫৫ লাখ টাকা।

প্রতিমন্ত্রী আরও বলেন, ২০১৮–১৯ অর্থবছরে পশু পাখি কেনার জন্য বরাদ্দ ছিল দুই কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে এক কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে চারটি বাঘ, দুটি চিতা বাঘ, দুটি ইমপালা, ১০টি উটপাখি এবং ছয়টি হনুমান কেনা হয়েছে।

সহিদুজ্জামানের প্রশ্নের জবাবে আলী আশরাফ খান খসরু বলেন, দেশে মাছের চাহিদা মাথাপিছু ৬০ গ্রাম। এর বিপরীতে মাছ গ্রহণের পরিমাণ ৬২ দশমিক ৫৮ গ্রাম। ২০১৭–১৮ অর্থবছরে মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৪২ লাখ ২০ হাজার মেট্রিক টন। এর বিপরীতে উৎপাদন হয়েছে ৪২ লাখ ৭৭ হাজার মেট্রিক টন।

প্রশ্ন-উত্তর পর্বের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল সোয়া ৪টার পর সংসদের অধিবেশন শুরু হয়। পরে প্রশ্ন টেবিলে উত্থাপিত হয়। সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদলের মৃত্যুতে সংসদের অন্যান্য কার্যক্রম মুলতবি করা হয়।

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
বিচারকের স্বাক্ষর জাল: ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল হয়নি 
বিচারকের স্বাক্ষর জাল: ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল হয়নি 
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র