X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

কঠোর অবস্থানে ইউরোপ, অবৈধভাবে ঢোকা আরও কষ্টসাধ্য

শেখ শাহরিয়ার জামান
২৪ সেপ্টেম্বর ২০২০, ০২:০১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৯

কঠোর অবস্থানে ইউরোপ, অবৈধভাবে ঢোকা আরও কষ্টসাধ্য অবৈধভাবে ইউরোপে ঢোকা এখন আরও বেশি কষ্টসাধ্য হবে। কারণ ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) অভিবাসন ও রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত নতুন চুক্তি ঘোষণা করেছে সদস্য দেশগুলোর জন্য। এই চুক্তির অধীনে কয়েকটি ধাপে আবেদনকারীর রাজনৈতিক আশ্রয় বিবেচনা করা হবে এবং প্রথম ধাপ অতিক্রম করতে না পারলে আইনি ব্যবস্থা গ্রহণের কোনও সুযোগ থাকবে না।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দীর্ঘ আলোচনার পরে ইউরোপিয়ান কমিশন এই চুক্তি ঘোষণা করে। এই বিষয়ে ব্রাসেলসের একটি সূত্র জানায়, ‘বাংলাদেশ থেকে যারা অবৈধ পথে আসে তারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে এবং একটি আইনি ব্যবস্থার অধীনে অবস্থান করে। কিন্তু নতুন নীতি অনুযায়ী প্রথমে অবৈধ অনুপ্রবেশকারীকে যাচাই করা হবে তার নিরাপত্তার প্রয়োজন আছে কিনা। অর্থাৎ ওই ব্যক্তি রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারবেন কিনা।’

যদি রাজনৈতিক আশ্রয়ের জন্য বিবেচিত না হয় তবে কী হবে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই ব্যক্তির আইনি ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকবে না। তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।’

বর্তমান প্রেক্ষাপটে শরণার্থী ছাড়া অর্থাৎ সিরিয়া, আফগানিস্তান বা সংঘাতময় এলাকা থেকে পালিয়ে আসা লোক ছাড়া অন্য কারও নিরাপত্তার প্রয়োজন আছে বলে ইউরোপিয়ান দেশগুলো মনে করে না। নতুন নীতিতে এই বিষয়টিকে আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ২০১৭ সালে চুক্তি অনুযায়ী বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন অবৈধ বাংলাদেশিদের ফেরত আনার জন্য একটি স্ট্যান্ডার্ড অফ প্রসিডিওর রয়েছে। এটি খুব ভালো কাজ করছে।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘২৪টি দেশের সঙ্গে এই ধরনের চুক্তি সই করেছে ইইউ এবং এরমধ্যে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের সঙ্গে কার্যকরভাবে এটি কাজ করছে।’

তিনি বলেন, ‘অবৈধভাবে অবস্থানকারীদের ফেরত পাঠানোর পাশাপাশি ইউরোপে কিভাবে বৈধপথে আরও বাংলাদেশি আসতে পারে সেই আলোচনা অব্যাহত আছে। বাংলাদেশ ও ইইউ এর মধ্যে আনুষ্ঠানিক পর্যায়ের বৈঠকে বিষয়টি আলোচনা হয়েছে এবং আলোচনায় বিষয়গুলো উঠে এসেছে। এর জন্য বাংলাদেশকে কৌশলগতভাবে বিষয়টি চিন্তা করতে হবে।’

তিনি বলেন, ‘ইউরোপের কোন দেশে কোন পেশার লোক প্রয়োজন সেটি চিহ্নিত করে প্রশিক্ষণ দেওয়ার পরে তাদেরকে বৈধপথে ইউরোপে পাঠানোর রাস্তা তৈরি হবে। এজন্য বাংলাদেশকে বিনিয়োগ করতে হবে।’

এ বিষয়ে সহযোগিতার জন্য ইইউ-এর সঙ্গে আলোচনা চালাচ্ছে বাংলাদেশ বলে জানা গেছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাইল্যান্ডে সফর দুই দেশের ফলপ্রসূ অংশীদারত্বের নতুন যুগের সূচনা করেছে: প্রধানমন্ত্রী
থাইল্যান্ডে সফর দুই দেশের ফলপ্রসূ অংশীদারত্বের নতুন যুগের সূচনা করেছে: প্রধানমন্ত্রী
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি