X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

জীবন উদযাপন করি!

জাকিয়া আহমেদ
২৩ মে ২০১৬, ১৭:৩০আপডেট : ২৩ মে ২০১৬, ১৭:৪৭

নূরজাহান বেগম চিরবিদায় নিলেন বাংলাদেশের কৃতি নারী, নারী সাংবাদিকতার পথিকৃৎ, সাহিত্যিক এবং ভারত উপমহাদেশের প্রথম দিককার নারীবিষয়ক সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’- এর সম্পাদক নূরজাহান বেগম। তার মৃত্যুতে সাংবাদিক সমাজসহ সব ক্ষেত্রে শূন্যতার সৃষ্টি হলো। সেই শূন্যতা ঠাঁই পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। অনেকেই নিজেদের প্রোফাইল পিকচার বদলে নূরজাহান বেগমের ছবি দিয়েছেন, সঙ্গে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন তাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন ফেসবুকে প্রোফাইল পিকচারে এই মহীয়সী নারীর ছবি দিয়ে লিখেছেন: নূরজাহান বেগম। গত বছর ৯০তম জন্মদিনে তোলা ছবি। আপনার জীবন উদযাপন করি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল লিখেছেন, চলে গেলেন ‘বেগম’ সম্পাদক নুরজাহান বেগম; ইতিহাসের একটি অধ্যায়ের পরিসমাপ্তি...
আরও পড়ুন: সেই চেনা অচেনা ‘বেগম’
চলে গেলেন বাংলাদেশের নারী সাংবাদিকতার অগ্রদূত এবং বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম। পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। লিখেছেন এফবিসিসিআইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের ডিজিটাইজেলেশন বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আক্কাস মাহমুদ।
একাত্তর টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা নূরজাহান বেগম এবং বেগম পত্রিকার কয়েকটি সংখ্যা যোগ করে লিখেছেন, বাংলার নারীমুক্তির আন্দোলনে উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকা এবং এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাসিরউদ্দিন ও নূরজাহান বেগমের নাম চলে আসে। শুধু তাই নয়, বাংলায় নারী সাংবাদিকতার ইতিহাসেও নূরজাহান বেগম একটি প্রত্যয়ের নাম... নূরজাহান বেগম আজ চলে গেলেন... তার ভালোবাসার সৃষ্টি বেগম পত্রিকা বাংলার নারীদের হাতে হাতে থাকুক আজীবন...

আরও পড়ুন: ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগম আর নেই

শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ ফেসবুকে নিজ বাড়ির বারান্দায় দাঁড়ানো নূরজাহান বেগমের একটি ছবি শেয়ার করে নিজের পেইজে লিখেছেন, বাংলাদেশের অন্যতম আধুনিক নারীদের মধ্যে তিনি অনন্যা। আগামীর নারীরা ওনার মত ভাবতে শিখুক। স্যালুট।

সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ লিখেছেন, বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম। আপনার নতুন গন্তব্যও সুন্দর এবং প্রশান্তির হোক। স্যাল্যুট।

‘শ্রদ্ধা সতত’ জানিয়ে আরেক কিংবদন্তির সমাপ্তি, লিখেছেন ঢাকা বাংলা চ্যানেলের হেড অব নিউজ প্রণব সাহা। লিখেছেন, চলে গেলেন নূরজাহান বেগম।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনের প্রোগ্রাম ম্যানেজার রুহিনা তাসকিন তার সাংবাদিক জীবনে করা নূরজাহান বেগমের একটি ইন্টারভিউ শেয়ার করে আক্ষেপ করে লিখেছেন, আর একটি ইন্টারভিউ যদি নিতে পারতাম...

আইনজীবী আলী আসগর স্বপন লিখেছেন, চলে গেলেন বাংলাদেশের নারী সাংবাদিকতার অগ্রদূত এবং বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম। পরম শ্রদ্ধার সাথে স্মরণ করি।

সাংবাদিক শরিফুল হাসান বলেছেন, বাংলাদেশে নারী সাংবাদিকতার অগ্রদূত, ভারতীয় উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক 'বেগম' পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের জন্য শ্রদ্ধা। মেয়েরা আজ সর্বক্ষেত্রে ভালো করছে তারপরেও আমার নিজের অবজারভেশন বলছে বেগম রোকেয়া, সুফিয়া কামাল কিংবা নূরজাহানরা মেয়েদের জন্য যে আলো জ্বালানোর চেষ্টা করেছিলেন দেশ বোধহয় ক্রমশ সেখান থেকে পিছিয়ে যাচ্ছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কর্মক্ষেত্র এবং আপনার চারপাশ দেখুন। এবার বলুন আপনি আমি আমরা ভবিষ্যতের মেয়েদের জন্য কোন বাংলাদেশ রেখে যাচ্ছি?

আরও পড়ুন: বাবা ও নজরুলের সান্নিধ্যে নূরী’র বেগম সম্পাদক হয়ে ওঠা

নূরজাহান বেগম
১৯৯৭ সালে রোকেয়া পদক, ১৯৯৯ সালে গেণ্ডারিয়া মহিলা সমিতি থেকে শুভেচ্ছা ক্রেস্ট, ২০০২ সালে অনন্যা সাহিত্য পুরস্কার, ২০০৩ ও ২০০৫ সালে নারী পক্ষ দুর্বার নেটওয়ার্ক ও কন্যা শিশু দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে সংবর্ধনা, ২০১০ সালে পত্রিকা শিল্পে তার অবদানের জন্য আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ সম্মাননা এবং তিনি ২০১১ সালে সাংবাদিকতায় একুশে পদক পান।

এছাড়া তিনি সংবর্ধিত হয়েছেন বাংলাদেশ লেখিকা সংঘ, চট্টগ্রাম লেডিজ ক্লাব, চট্টগ্রাম লেখিকা সংঘ, ঢাকা লেডিজ ক্লাব, ঋষিজ শিল্প গোষ্ঠী, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র প্রভৃতি সংগঠনের মাধ্যমে। স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশ মহিলা সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, লেখিকা সংঘ, কাজী জেবুনন্নেসা মাহাবুবুল্লাহ ট্রাস্ট, বাংলাদেশ সাংবাদিক ফোরাম, রোটারি ক্লাব থেকে।

এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক হল থেকে মাদকদ্রব্য উদ্ধার, অভিযুক্ত ৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক হল থেকে মাদকদ্রব্য উদ্ধার, অভিযুক্ত ৪
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
সর্বাধিক পঠিত
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ