X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

পল্লবীতে ছুরিকাঘাতে যুবককে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ মার্চ ২০২৪, ২২:৩৬আপডেট : ১৬ মার্চ ২০২৪, ২২:৪৭

রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর সাড়ে ১১ পানির ট্যাংকির মোড়ের অদূরে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. ফয়সাল ওরফে রাসেল (২৫) নামের যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন নিহতের বন্ধু রাশেদ (৩০)। তিনি দর্জির কাজ করেন।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে সেখান থেকে রাত পৌনে আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত রাশেদ চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট পল্লবী থানায় অবগত করা হয়েছে‌।

আহত রাশেদ জানান, তারা কয়েক বন্ধু ইফতার করে ওই এলাকার পুরাতন থানার সামনে দিয়ে বাসায় ফিরছিলেন। সে সময় এলাকার তানজিলার ভাই শাহীন ও স্বামী কালুসহ ৮-১০ জন ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের আহত করে।

নিহতের বন্ধু সানাউল্লাহ বলেন, শাহিনের সঙ্গে কোনও বিষয় নিয়ে গতকাল ফয়সালের তর্ক-বিতর্ক হয়েছিল। আজ বিকালে শাহীনের বোন তানজিলার বাসার সামনে গান গাচ্ছিল ফয়সাল। সেটাকে ব্যাঙ্গ মনে করে তানজিলা তার ভাই শাহীন ও স্বামী কালুকে তাদের দুই জনকে মারার নির্দেশ দেয়।

মৃতের বাবা শাহাদত বলেন, খবর পাই ওই এলাকার শাহীন ও কালুসহ বেশ কয়েকজন আমার ছেলেকে ছুরিকাঘাতে আহত করেছে। পরে ঢামেক হাসপাতালে গিয়ে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পাই।

এ প্রসঙ্গে পল্লবী থানার এসআই মো. জহিরুল ইসলাম মৃতের পরিবার ও স্বজনদের বরাত দিয়ে বলেন, তানজিলার বাসার সামনে গান গাওয়াকে কেন্দ্র করে তার স্বামী ও ভাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পরিবারের দাবি। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত রাশেদ চিকিৎসাধীন রয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

মৃত ফয়সাল পল্লবী থানাধীন ই ব্লক সেকশন ১২ মুড়াপাড়া ক্যাম্পে পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম মো. শাহাদাৎ। পেশায় তিনি তাঁতের কাজ করেন। চার ভাইয়ের মধ্যে ফয়সাল তৃতীয়।

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
বন্ধুকে ডেকে খুন! গ্রেফতার ৪
মিল্কি হত্যা: এক দশকেও শেষ হয়নি বিচার, ঝুলছে সাক্ষ্য গ্রহণে
সর্বশেষ খবর
প্রিয় দশ
প্রিয় দশ
কথা-কাটাকাটির জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
কথা-কাটাকাটির জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
বিশ্বকাপে সুযোগ না পেয়ে কলিন মুনরোর অবসর
বিশ্বকাপে সুযোগ না পেয়ে কলিন মুনরোর অবসর
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের