X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিমানবন্দরে মুদ্রা পাচার: ৪ ব্যাংকের ১৯ কর্মকর্তাসহ ২১ জনের নামে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৪, ১৬:৪০আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৬:৪০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডলার ও অন্যান্য বিদেশি মুদ্রা বিনিময়ে কারসাজি ও পাচারে জড়িত থাকার অভিযোগে সোনালী, জনতা, অগ্রণী ও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের ১৯ কর্মকর্তাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার আসামিদের মধ্যে মানি এক্সচেঞ্জের দুই জন মালিকও রয়েছেন।

বুধবার (২৭ মার্চ) দুদকের উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের পর বুধবার (২৭ মার্চ) বিকালে দুদক কার্যালয়ে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন। ব্রিফিংয়ে তিনি জানান, অবৈধভাবে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় ও বিদেশে পাচার সংক্রান্ত একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনের হাতে আসে। এরপর গত ৫ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুদকের চার সদস্যের একটি টিমের মাধ্যমে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিমানবন্দরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের বুথ এবং মানিচেঞ্জার কোম্পানির কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। তখন দেখা যায়, কিছু ব্যাংক ও মানিচেঞ্জারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পরস্পর যোগসাজশে অসাধু উপায়ে জাল ভাউচার তৈরি করে বিদেশ থেকে আসা যাত্রীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা কিনে ব্যাংকিং চ্যানেলভুক্ত না করে বেআইনিভাবে কালোবাজারে বিক্রি করছেন। এর ফলে মূল্যবান বৈদেশিক মুদ্রার রির্জাভকে ক্ষতিগ্রস্ত করে দেশের আর্থিকখাতে বিরূপ পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছিল বলে তথ্য পাওয়া যায়। পরবর্তীতে অভিযান পরিচালনাকারী টিমের প্রতিবেদনের আলোকে প্রকাশ্য অনুসন্ধান শুরু করা হয়।

তিনি বলেন, অনুসন্ধানে দেখা যায় ব্যাংকের অধিকাংশ বুথ এবং মানি এক্সচেঞ্জ বুথে দায়িত্বরত অসাধু কর্মকর্তারা তা প্রতিপালন করছে না। ব্যাংক ও মানি এক্সচেঞ্জারের অসাধু কর্মকর্তারা ভাউচার না দিয়ে বা জাল ভাউচার দিয়ে সরাসরি ফরেন কারেন্সি গ্রহণ করে তার বিনিময়ে টাকা দিয়ে দিচ্ছে। এছাড়াও তারা স্বাক্ষরবিহীন, ভুয়া ভাউচার বা এনকেশমেন্ট স্লিপ দিচ্ছে। এই বিদেশি মুদ্রার ক্রয়কারী ব্যাংক ও মানি এক্সচেঞ্জার প্রতিষ্ঠানগুলো তাদের মূল হিসাবে বা প্রতিষ্ঠানের অনুমোদিত অ্যাকাউন্টে মুদ্রা ক্রয়ের বিষয়টি অন্তর্ভুক্ত করছে না।

বিদেশি মুদ্রা অবৈধ ক্রয়-বিক্রয়ে ও মানি লন্ডারিংয়ে জনতা, সোনালী, অগ্রণী, মিচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং এভিয়া ও ইম্পেরিয়াল মানি এক্সচেঞ্জ এর কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ফলে ২১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

আসামিরা হচ্ছেন—জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মো. সুরুজ জামাল, প্রিন্সিপাল অফিসার শামীম আহমেদ ও মো. আশিকুজ্জামান, সিনিয়র অফিসার অমিত চন্দ্র দে, সিনিয়র অফিসার মানিক মিয়া, সিনিয়র অফিসার সাদিক ইকবাল, মো. সুজন আলী, সোনলী ব্যাংকের সিনিয়র অফিসার মো. শরীফুল ইসলাম ভুঁইয়া, সিনিয়র অফিসার মো. সোহরাব উদ্দিন খান, সিনিয়র অফিসার মোহাম্মদ সবুজ মীর, সিনিয়র অফিসার খান আশিকুর রহমান, সিনিয়র অফিসার এবিএম সাজ্জাদ হায়দার, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের অফিসার মো. আবু তারেক প্রধান, এভিয়া মানি চেঞ্জারের মো. আসাদুল হোসেন, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার আনোয়ার পারভেজ, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. কামরুল ইসলাম, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মো. হুমায়ুন কবির, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার মো. আবদুর রাজ্জাক, সোনালী ব্যাংকের সাপোর্টিং স্টাফ মো. মোশাররফ হোসেন, ইম্পেরিয়াল মানি এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক কে এম কবির আহমেদ এবং সোনালী ব্যাংকের অফিসার সামিউল ইসলাম খান।

/জেইউ/এফএস/
সম্পর্কিত
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বশেষ খবর
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
তাইওয়ানের কাছে আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
তাইওয়ানের কাছে আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!