X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৪, ১৫:৩৪আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৫:৩৪

বাংলা ট্রিবিউনের রিপোর্ট প্রকাশের আগে রাইড শেয়ারিং অ্যাপ উবারের বিরুদ্ধে নানা অনিয়ম, ভোগান্তি ও অসঙ্গতির অভিযোগের বিষয়ে বক্তব্য চেয়ে ব্যর্থ হলেও রিপোর্ট প্রকাশের চার দিন পর বক্তব্য পাঠিয়েছে উবার। তারা বাংলা ট্রিবিউনে প্রকাশিত ‘নো কমেন্টস’ শীর্ষক রিপোর্টে তাদের কমেন্ট যুক্ত করার অনুরোধ জানায়। উবার বলছে, প্রতিটি ট্রিপের শেষে রিপোর্ট করা প্রতিটি অভিযোগ তারা গভীরভাবে পর্যবেক্ষণ করে থাকে। যদিও গত ২২ এপ্রিল প্রকাশিত বাংলা ট্রিবিউনের রিপোর্ট ‘উবারের নো কমেন্টস’ বলছে ভিন্ন কথা।

বছরের পর বছর ভুক্তভোগীদের অভিযোগ, চালক কল ধরে জানতে চান যাত্রী কোথায় যাবেন, অপেক্ষা করতে বলে লম্বা সময়ের পরে কলটি কেটে দেন। এমনকি কেউ কেউ ‘আসছি’ বলে কাছাকাছি এসে কল কেটে দেওয়ার জন্য আর্থিক দণ্ড হিসেবে ৩০ টাকা দিতে হচ্ছে যাত্রীকে। গ্রাহক কল কাটেননি— তাহলে কেন বাড়তি ৩০ টাকা দেবেন তিনি— এই প্রশ্ন কোথায় করবেন ভুক্তভোগী যাত্রীরা? এর জবাব কে দেবে?

এই প্রশ্ন চাওয়ার দুদিন পরে উবার থেকে তখন জানানো হয় ‘নো কমেন্টস’। আর রিপোর্টটি প্রকাশের একদিন পর উবার তার কমেন্টে জানায়— ‘সব ক্যাটাগরির পণ্যে নিরাপদ, নির্ভরযোগ্য এবং সাশ্রয় রাইড প্রদানে উবার দৃঢ়প্রতিজ্ঞ। যাত্রী ও চালকদের হতাশা দূর করতে চালক ট্রিপের অনুরোধ গ্রহণ করার আগেই এখন আমরা তাদের অ্যাপে গন্তব্য দেখাই। এখন ট্রিপ শুরুর আগে চালকদের ভাড়া প্রদানের মাধ্যমও (নগদ বা অনলাইন) দেখানো হয়। আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করার সময় কোনও সমস্যার মুখোমুখি হলে আমাদের অ্যাপের মাধ্যমে অভিযোগ করার জন্য আমরা ব্যবহারকারীদের উৎসাহিত করে থাকি। এর ফলে সময়মতো, কার্যকর সমাধান পাওয়া সহজ হয়। সারা বিশ্বজুড়েই আমাদের অ্যাপের মাধ্যমেই কাস্টমার সার্ভিস সাপোর্ট প্রদান করা হয়। এবং প্রতিটি ট্রিপের শেষে রিপোর্ট করা প্রতিটি অভিযোগ আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি।’ 

অভিযোগকারী যাত্রীদের কাছে উবারের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা বলেন, আমাদের তিক্ত অভিজ্ঞতা অনেকদিন আগের এমন না। গতকালও (মঙ্গলবার ২৩ এপ্রিল) এমন ঘটেছে। ফলে এ ধরনের মন্তব্য না করে চালকদের সতর্ক করলে সবার জন্য ভালো।’

আরও পড়ুন:

উবারের ‘নো কমেন্টস’

/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
তুরাগ থেকে ‘পাঠাও’ চালকের লাশ উদ্ধার
কয়েক দফা দাবি নিয়ে মাঠে রাইড শেয়ারিং চালকরা
সর্বশেষ খবর
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?