X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা

বাহাউদ্দিন ইমরান
২৫ এপ্রিল ২০২৪, ১০:১০আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১০:১০

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য দেশে গড়ে তোলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একেবারেই বিশেষ আইনে পরিচালিত এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া। ট্রাইব্যুনাল গঠনের পর বিভিন্ন সময় আসামিদের দণ্ড দেওয়া এবং তা চূড়ান্ত নিষ্পত্তি শেষে কার্যকরও হয়েছে কয়েকটি। তবে এখনও নিষ্পত্তির অপেক্ষায় ট্রাইব্যুনালে চলছে ৩০টি মামলার বিচারিক কার্যক্রম।

২০১৩ সালের ২০ জানুয়ারি থেকে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ৫৫টি মামলার রায় ঘোষণা করা হয়। সেসব মামলায় আসামি মোট ১৬৯ জন। এর মধ্যে রায় হওয়ার আগে ১৮ জন মারা যান। ওই ১৮ জনের মধ্যে রায় হওয়ার আগে কেন্দ্রীয় কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৬ জন। আর পলাতক অবস্থায় মৃত্যু হয়েছে দুই জনের। মোট সাজাপ্রাপ্ত আসামি ১৪৯ জন। শুধু শিশু বয়স বিবেচনায় খালাস পেয়েছেন এক আসামি।

ট্রাইব্যুনালের রায়ে যাবজ্জীবন সাজা পাওয়া আসামির সংখ্যা ১২। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পান ১০৬ আসামি। আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে ২৫ জনকে। সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা ছয় এবং খালাস পান একজন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আটক আসামি ৫৬ জন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামির সংখ্যা ৫০। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ১২ জন। আমৃত্যু কারাদণ্ড পাওয়া আটক আসামির সংখ্যা ১৩। এর মধ্যে তিন জন কারাগারে মৃত্যুবরণ করেন। তারা হলেন– গোলাম আজম; আব্দুল আলিম ও দেলাওয়ার হোসাইন সাঈদী। যাবজ্জীবন সাজা পাওয়া আসামির সংখ্যা ১২। এর মধ্যে আব্দুল কাদের মোল্লা আপিল বিভাগের রায়ে মৃত্যুদণ্ড পান এবং রায় কার্যকর হয়। সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছয় জন।

বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কক্সবাজারের মহেশখালীর মৌলভী নুরুল ইসলামসহ ১৫ আসামির বিচার চলছে। এরমধ্যে বিচার চলমান অবস্থায় মারা গেছেন ছয় জন। মামলাটি বর্তমানে প্রসিকিউশন যুক্তিতর্কের পর্যায়ে রয়েছে।

এছাড়াও ময়মনসিংহের মো. রেজাউল করিম ওরফে এএসএম রেজাউল হকসহ সাত জনের বিরুদ্ধে চলমান মামলাটিও প্রসিকিউশন পক্ষের সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। একইসঙ্গে নড়াইলের আব্দুল ওহাবসহ ১২ জনের বিরুদ্ধে প্রসিকিউশন পক্ষের যুক্তিতর্ক, কুমিল্লার দাউদকান্দির মোহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ, ময়মনসিংহের মুক্তাগাছার মো. আব্দুস সালামের মামলা আসামিপক্ষের যুক্তিতর্ক, যশোরের মনিরামপুরের সিদ্দিকুর রহমান গাজীর মামলাটি আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন, হবিগঞ্জের নবিগঞ্জের আবুল খায়ের গোলাপসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে হওয়া মামলাটি যুক্তিতর্ক শুনানির পর্যায়সহ ট্রাইব্যুনালে মোট ৩০টি মামলার বিচার কাজ চলমান রয়েছে।

ট্রাইব্যুনালে বিচারের জন্য হাজির করা আসামিদের বয়স বিবেচনায় দ্রুত মামলা নিষ্পত্তির প্রত্যাশা আসামিপক্ষের অন্যতম আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ানের। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখনকার সব আসামিরাই বয়স্ক। তাই বয়সের কারণে তাদের জামিন ও কারাকর্তৃপক্ষকে আসামিদের চিকিৎসার বিষয়টি সুবিবেচনা করা প্রয়োজন বলে মনে করি। তাহলে ন্যায়বিচার নিশ্চিত সম্ভব।’

প্রসিকিউটর (প্রশাসন) মোখলেসুর রহমান বাদল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিছুদিন আগে আমাদের চিফ প্রসিকিউটর মারা যান। সে অবস্থা কাটিয়ে যা জনবল আছে, তা নিয়ে আমরা চলতে পারবো বলে আশা করি। ঈদের পর আমরা প্রসিকিউশন টিম বসে আরও আলাপ-আলোচনা করবো, কীভাবে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়।

/আরকে/ইউএস/
সম্পর্কিত
রবিবার থেকে ‍দুটি বেঞ্চে চলবে আপিল বিভাগের বিচারকাজ
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
তৃণমূলের আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
তৃণমূলের আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ