X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৪, ২১:১০আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ২১:১০

রাজধানীর মিরপুরের আল ফাতিহা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ব্যবস্থাপনা কমিটির সব সদস্যের অনিয়ম-দুর্নীতি ও নামে-বেনামে অবৈধভাবে অর্জিত সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে সংশ্লিষ্টদের নামে নোটিশও জারি করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের উপ-পরিচালক মো. জাকারিয়া স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, রাজধানীর মিরপুরের আল ফাতিহা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা পরস্পর যোগসাজশে ২০ কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ ও নামে-বেনামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এজন্য দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানকে দলনেতা ও সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইনকে সদস্য করে দুই সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। এ টিমের তদারককারী কর্মকর্তা হিসেবে থাকবেন বিশেষ অনুসন্ধান ও তদন্ত-৩ এর একজন পরিচালক।

দুদকের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান কাজ শেষ করে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।

অভিযোগ উঠেছে, মিরপুরের শাহ স্মৃতি মার্কেটের আল ফাতিহা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নেতারা আবাসন প্রকল্পের নামে শতাধিক ব্যক্তির কোটি কোটি টাকা সংগ্রহ করেন। সেই টাকা দিয়ে পরে নিজেদের নামে জমি কেনেন। ২০২১ সালের ১৮ জুলাই জনৈক আব্দুর রাজ্জাক খান নামের এক ব্যক্তির কাছে দুটি দলিলে ৬৭ শতাংশ জমি বিক্রি করে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেন বলেও অভিযোগ রয়েছে। একইসঙ্গে সমিতির বাকি জমির দখলও আবদুর রাজ্জাক খানকে বুঝিয়ে দিয়ে রাজবাড়ির ইসলামী ব্যাংকের একটি শাখা থেকে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ নেওয়ার চেষ্টা চালায় চক্রটি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ সমিতির অনিয়ম-দুর্নীতি নিয়ে সমবায় অধিদফতর দীর্ঘ একটি তদন্ত প্রতিবেদন দুদকে দাখিল করার পর দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

/জেইউ/এফএস/
সম্পর্কিত
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
সর্বশেষ খবর
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী ব্যাংক, পদসংখ্যা অনির্ধারিত
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী ব্যাংক, পদসংখ্যা অনির্ধারিত
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি