X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সৎমাকে বঁটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৪, ১৫:০৪আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১৭:০৭

গাজীপুরের গাছা থানা এলাকায় শিল্পী আক্তার (২৭) নামে এক গৃহবধূকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। আরাফাত (১৩) নামের ওই কিশোর গৃহবধূর সৎছেলে। বুধবার (২৪ এপ্রিল) আরাফাত ঘুমন্ত অবস্থায় গৃহবধূ শিল্পীকে ধারালো বঁটি দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। 

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি গাছা থানা অবগত রয়েছে। গাছা থানার পুলিশ বিষয়টি তদন্ত করছেন বলেও জানান তিনি। 

এদিকে শিল্পীর মৃত্যুর সংবাদ শুনে তার হাসপাতালে ছুটে আসেন তার ভাই শাহাবুদ্দিন। তিনি বলেন, শিল্পীর স্বামী মিজানুর রহমান একজন মুদি দোকানি। সে ছিল দ্বিতীয় স্ত্রী। আমি যতটুকু শুনেছি, মিজানের ডিভোর্সপ্রাপ্ত প্রথম স্ত্রীর দুই ছেলে আরাফাত (১৩) ও আদনান (৯)। এর মধ্যে বড় ছেলে (সৎছেলে) আরাফাত ঘুমন্ত অবস্থায় শিল্পীকে ধারালো বঁটি দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় তাহেরুননেসা হাসপাতাল নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যায়। 

তিনি অভিযোগ করেন, তাকে হত্যার পেছনে শিল্পীর স্বামীও জড়িত। এ ঘটনার পর শিল্পীর স্বামীসহ বাড়ির লোকজন পালিয়ে গেছেন। 

নিহত শিল্পী শেরপুর সদর উপজেলার কুটারকান্দা গ্রামের চান্দু শেখের মেয়ে। মিজানের প্রথম স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় ডিভোর্স হয়ে যায়। পরে শিল্পীর সঙ্গে সম্পর্ক করে বিয়ে হয় মিজানুর রহমানের। শিল্পী আগে পোশাক কারখানায় কাজ করতেন। বিয়ের পর স্বামীর বাড়িতেই থাকতেন।

/এআইবি/এবি/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
সর্বশেষ খবর
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস