X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১
পালিত হলো ডিএমসি ডে ২০১৬

‘দেশের চিকিৎসা সেবা নিয়ে জনগণের মধ্যে আস্থাহীনতা রয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৬, ১৯:০৩আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১৯:০৯

শনিবার (১৬ জুলাই) ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। এ উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে পাস করা ছাত্রছাত্রীরা একত্রে মিলিত হন তাদের প্রিয় ঐতিহ্যবাহী ক্যাম্পাসে, পালন করেন ডিএমসি ডে ২০১৬।

ডিএমসি ডে তে বর্তমান পরিচালকের সঙ্গে প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজের ডা. মিলন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বাংলাদেশের চিকিৎসা সেবা নিয়ে এখনও জনগণের মধ্যে আস্থাহীনতা রয়েছে বলে মন্তব্য করেছেন।

মন্ত্রী বলেন, জনগণ কেন এই চিকিৎসাসেবা নিয়ে আস্থাহীনতায় ভুগছে এর কারণ খুঁজে বের করতে হবে। বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসক এবং উন্নতমানের হাসপাতাল থাকা সত্বেও মানুষ দেশের বাইরে যাচ্ছে চিকিৎসার জন্য। আবার বাংলাদেশের মেডিক্যাল কলেজগুলোতে দেশের বাইরে থেকে বিদেশিরা পড়তে এলেও কেন তারা চিকিৎসার জন্য বাংলাদেশে আসছে না সে প্রশ্নও করেন তিনি।
ডিএমসি ডে উপলক্ষে করা পোস্টার ঢাকা মেডিক্যাল কলেজ অ্যালমনাই ট্রাস্টের চেয়ারম্যান ডা. মো. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক এম ইকবাল আর্সেনাল, ঢাকা মেডিক্যাল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার ডা. মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন এবং প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী।
প্রসঙ্গত, ১৯৪৬ সালে ৫০০ শয্যা নিয়ে এই মেডিক্যাল কলেজ যাত্রা শুরু করে। পরে ১৯৭৩ সালে এর শয্যা সংখ্যা হয় ১০৫০টি। কিন্তু ১৯৭৫ সালে ১০৫০ থেকে কমিয়ে শয্যা সংখ্যা ৮০০ তে আনা হয়। তবে পরবর্তী সময়ে শয্যা সংখ্যা ১৭০০ তে উন্নীত করা হলেও সে অনুপাতে অবকাঠামোগত ভৌত সুবিধা বাড়েনি। এরপর ২০১৩ সালের ১৭ নভেম্বর ৬০০ শয্যা নিয়ে প্রতিষ্ঠিত হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল- ২।
উল্লেখ্য, ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কাউন্সিল তদানীন্তন বৃটিশ সরকারের কাছে ঢাকায় একটি মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য প্রস্তাব পেশ করে। কিন্তু ২য় বিশ্বযুদ্ধের ডামাডোলে প্রস্তাবটি হারিয়ে যায়। পরে ১৯৪৫ সালে বৃটিশ সরকার উপমহাদেশের ঢাকা, করাচি ও মাদ্রাজে (বর্তমানে চেন্নাই) তিনটি মেডিক্যাল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেয়। তখন ঢাকার তৎকালীন সিভিল সার্জন ডা. মেজর ডব্লিউ জে ভারজিনকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির প্রস্তাবনার উপর ভিত্তি করেই ১৯৪৬ সালের ১০ জুলাই ১৯৪৬ তারিখে ঢাকা মেডিক্যাল কলেজ চালু হয়। তাই প্রতিবছর ১০ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী বা ডিএমসি ডে উদযাপিত হয়। কিন্তু এবার ঈদ উল ফিতরের ছুটির কারণে ১৬ জুলাইতে ডিএমসি ডে পালন করা হয়।
আরও পড়ুন: তুরস্কে নিরাপদে বাংলাদেশিরা
/জেএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!