X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জঙ্গিবাদ ঠেকাতে সামাজিক আন্দোলন গড়ে তুলুন: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৬, ১৭:৪৩আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৭:৪৭

জঙ্গিবাদ ঠেকাতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, ‘ইসলামের সুস্পষ্ট ব্যাখ্যা সবাইকে সঠিকভাবে জানতে হবে। দেশের সামান্য কয়েকজন তরুণ বিপথগামী হয়ে পড়ছে। তারা মানুষ হত্যার মতো জঘন্য কাজে জড়িয়ে পড়ছে। এই জঙ্গিবাদ ঠেকাতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’ শিক্ষামন্ত্রী-নুরুল-ইসলাম-নাহিদ

রবিবার (১৭ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক’ এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘মানুষ হত্যা মহাপাপ, এটা জঘন্যতম গুনাহের কাজ। যারা মানুষ হত্যা করে, তারা নির্ঘাত দোজখে যাবে। অথচ তারা মানুষ হত্যার মতো কাজে লিপ্ত। কারণ ইসলাম সম্পর্কে তাদের উল্টাপাল্টা বোঝানো হচ্ছে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষক নামধারী কিছু লোক রয়েছেন, যারা কোমলমতি শিক্ষার্থীদের জঙ্গিবাদে উদ্ধুদ্ধ করেন। যারা শিক্ষক সমাজে কলঙ্ক সৃষ্টি করেছেন, তাদের রাখা যাবে না। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীরা যেন বেহাতে না পড়ে যায়, তাদের নিরাপদ রাখতে যা করণীয়, সরকারের পক্ষ থেকে এর সবই করা হবে।’

শিক্ষা কারিকুলাম প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি যেই মিডিয়ামেই পড়ান না কেন, বাধ্যতামূলক বাংলা পড়ানোর কথা বলে দেওয়া আছে। কিন্তু অনেক প্রতিষ্ঠানই তাদের বেঁধে দেওয়া কারিকুলাম মানে না। কিন্তু সেটা না মানলে আর পার পাবেন না।’

শিক্ষার্থীদের উগ্রবাদে যাওয়ার পথ থেকে ঠেকাতে কোনও ছাত্র টানা ১০ দিন অনুপস্থিত থাকলে অভিভাবকের কাছে খোঁজ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অবিভাবকরাও যদি সেই শিক্ষার্থীর খোঁজ না জানে বা তার গতিবিধি সম্পর্কে সন্দেহ প্রকাশ করে তাহলে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করুন।’

উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে এবং ৭ জুলাই শোলাকিয়া ঈদগাহ ময়দানে হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় অংশ নেওয়া জঙ্গিদের মধ্যে নিবরাস ইসলাম ও আবির রহমান নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী। এছাড়া কয়েকবছর আগে থেকেই বিভিন্ন সময় জঙ্গি হামলাতেও এই বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকজন সাবেক ও বর্তমান ছাত্রের নাম আলোচনায় আসে। অন্যদিকে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষকদের বিরুদ্ধেও জঙ্গিদের সহযোগিতা করার অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক প্রতিনিধি এবং ছাত্রছাত্রীদের সঙ্গে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, শিক্ষা সচিব সোহরাব হোসাইন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (ইউজিসি) অধ্যাপক আবদুল মান্নান, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

উল্লেখ্য, আগামী ২৩ জুলাই দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি),  শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারশন নেতাসহ শিক্ষকদেরও ডেকেছে সরকার। এ দিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সভা করবেন শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির কর্মকর্তারা। এতে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আরও পড়ুন:  জঙ্গিবাদ এখন বৈশ্বিক সমস্যা, সবাই মিলে মোকাবিলা করতে হবে: প্রধানমন্ত্রী

/আরএআর/এজে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা