X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

এখনও ‘অস্বাভাবিক চাহনি’ ধর্ষণের শিকার সেই শিশুটির

উদিসা ইসলাম
৩০ অক্টোবর ২০১৬, ২০:০১আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ২৩:২৭

ধর্ষণ পার্বতীপুরে ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশুটি এখনও যন্ত্রণায় কাতর।তার সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের বিষয়ে কিছু না জানা চোখে যন্ত্রণার ছাপ স্পষ্ট।সারা শরীরে কালশিটে অসংখ্য পোড়া দাগ আর চিড়ে ফেলা চামড়া। কি বা কেন ঘটেছে জানারও বোধ জন্মেনি যার, সেই শিশুটির ভয়ে কুকড়ে যাওয়া ‘অস্বাভাবিক চাহনি’ এখনও স্বাভাবিক হয়নি।পাশে অসহায় মা আর নানী তার যন্ত্রণার শরীরে হাত বুলিয়ে দিচ্ছেন, যদি ব্যথা একটু কমে।
সারা শরীরে মারাত্মক ক্ষত আর ভীতি নিয়ে বেঁচে থাকা ধর্ষণের শিকার শিশুটি পাঁচদিন পর আজই (রবিবার) প্রথম চিকিৎসকের কথায় সায় দিয়েছে। আর কিছু খেতে চায় কিনা জিজ্ঞেস করলে সে আস্তে করে বলে- না, খাব না। নির্যাতনের শিকার নারী শিশুর দ্রুত চিকিৎসা ও আইনি সহায়তা  দিতে ঢাকা মেডিক্যাল কলেজের ওয়ান স্টপ সেন্টার (ওসিসি) এর সমন্বয়ক ড. বিলকিস বাংলা ট্রিবিউনকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘মেয়েটির ভয় ধীরে ধীরে কাটতে শুরু করেছে। কিন্তু শারীরিক যন্ত্রণা ষোল আনাই আছে। সে এখনও আগের মতোই চোখ উল্টে রেখেছে। সেটা স্বাভাবিক হয়নি।
গত ১৮ অক্টোবর পার্বতীপুরের এই পাঁচ বছরের শিশুটি নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খুঁজেও ওইদিন তার সন্ধান পায়নি। পরদিন ভোরে শিশুটিকে তার নিজ বাড়ির কাছে ফসলের ক্ষেত থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির  চারদিন পর ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়।গত বুধবার সকালে তাকে অপারেশন করার কথা থাকলেও যৌনাঙ্গ সংক্রমণ থাকায় অপারেশনের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ওসিসি সমন্বয়ক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী বৃহস্পতিবার নয় সদস্যের বোর্ড বসে আবারও সিদ্ধান্ত নেবেন। শিশুটির শারীরিক অবস্থা অপারেশন সহ্য করার মতো পরিস্থিতিতে নেই। এই ওসিসিতে আমার এগারো বছরের অভিজ্ঞতায় এমন নির্যাতন  দেখিনি।’
ড. বিলকিস বলেন, ‘আমরা এত চেষ্টা করছি। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করতে পারলে এসব ক্ষতে মলম লাগিয়ে কোনও লাভ নেই।’ শিশুটির শরীরের বিভিন্ন অঙ্গের বিবরণ দিতে গিয়ে তিনি বারবার থেমে  যান। তিনি বলেন, ‘আমি চোখ থেকে সরাতে পারছি না। এগুলোতো রোজই দেখি। কিন্তু এই শিশুর শরীরের প্রতিটি ক্ষত এমন অসহায় করে দিচ্ছে, মানুষ এমন নির্যাতন করতে পারে না।’ তিনি এই শিশুর উদাহরণ দিয়েই বলেন, ‘এত স্পষ্ট এবং সব সাক্ষী সাবুদ থাকার পরও এই মামলা কতদিনে শেষ হয় সেটা দেখেন। ফলে আমরা যতই এদের চিকিৎসা নিশ্চিত করি, অপরাধীর শাস্তি না হলে পরিস্থিতি বদলাবে না।’

যৌন নির্যাতনকারী সাইফুল ইসলাম শিশুটির প্রতিদিনই শারীরিক পরীক্ষা হচ্ছে। ইতোমধ্যে মামলা পরিচালনায় যা যা করণীয় ওসিসির পক্ষ থেকে সেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। শিশুটির মা তার মেয়ের নাম ছবি প্রকাশ হয়ে যাওয়া প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমনিতে আমরা হিন্দু সম্প্রদায়ের। আমার মেয়েটা বেঁচে গেলেও তাকে সমাজ স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেবে না।’
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি সালমা আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যে শিশুটি এখনও শরীরের ক্ষত সারিয়ে স্বাভাবিক হয়নি, তার পরিবারের সমাজ নিয়ে চিন্তা শুরু হয়ে গেছে। এই পরিস্থিতির কারণেই বিচারের বিষয়টি এগিয়ে নেওয়া যায় না। তারা হয় এলাকা ছেড়ে নতুন করে জীবনযাপন শুরু করতে চান, নাহলে সেই পরিবারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা হয়। এই শিশুটি সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায় বিষয়টি অনেক বেশি সংবেদনশীল ।’
এপিএইচ/
আরও পড়ুন: পার্বতীপুরে শিশু ধর্ষণ মামলা: মূল আসামি সাইফুল ৭ দিনের রিমান্ডে

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
লিচু নিয়ে দুশ্চিন্তায় চাষিরা
লিচু নিয়ে দুশ্চিন্তায় চাষিরা
টিভিতে আজকের খেলা (২০ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ মে, ২০২৪)
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
একান্ত আলাপে অস্কারজয়ীর মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪সোনার বাংলা, আই ওয়ান্ট টু ভালোবাসি: এ আর রাহমান
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা