X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নিখোঁজের ৪ দিন পর সিএ ফার্ম কর্মকর্তার লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৬, ১৯:১৬আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৯:১৯



মোখলেসুর রহমান রাজধানী থেকে নিখোঁজের ৪দিন পর কাওরান বাজারের একটি সিএ ফার্মের কম্পিউটার অপারেটর কাম হিসাব রক্ষক লাশ মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. মোখলেসুর রহমান (৩১)।
শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ১ নভেম্বর সকালে শেরেবাংলা নগর থানার তালতলার বাসা থেকে অফিসের উদ্দেশে বের হয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন। পুলিশ ও নিহতের পরিবার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের মামা শ্বশুর মোহাম্মদ জহির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১ নভেম্বর সকালে মোখলেসুর অফিসের উদ্দেশে বাসা থেকে বের হয়। কিন্তু দুপুর পৌনে ১ টার দিকে অফিস থেকে তার স্ত্রী আমেনা বেগম হাসিকে ফোন দিয়ে জানায় সে অফিসে আসেনি। তার দু’টি নম্বরে রিং হলেও তিনি রিসিভ করছেন না। এরপর হাসিও মোখলেসকে ফোন দেয়, কিন্তু তার ফোন রিং হলেও কেউ রিসিভ করেনি। বিষয়টি হাসি সবাইকে জানায়, এরপর আমরাও খোঁজ করি। শেরেবাংলা নগর থানায় গিয়ে বিয়ষটি জানাই। পুলিশ আমাদের আরও খোঁজ করে তারপর থানায় যেতে বলেন। আমরা সন্ধ্যা পর্যন্ত তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করি। কিন্তু কোথায়ও পাচ্ছিলাম না। এরপর ফের শেরেবাংলা থানায় যাই। থানায় গিয়ে মোখলেসুরের শ্যালক এমামুল ইসলাম একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এ সময় আমরাও উপস্থিত ছিলাম।’
তিনি বলেন, ‘ঘটনার দিন মোখলেসের দুটি নম্বরের একটি বিকাল তিনটা ও অন্যটি সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা ছিল। কিন্তু পুলিশ কিছুই করতে পারলো না, তারা আমাদেরই খুঁজতে বলল। তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করলে এমন নাও হতে পারত। আজকে মানিকগঞ্জ সদর থানা পুলিশ বালিয়াঝুড়ি এলাকার একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করে।’
জহির বলেন, ‘শেরেবাংলা নগর থানার পশ্চিম কাফরুলে ১৪৩/২-এ এর বাসায় স্ত্রী আমেনা বেগম হাসিকে নিয়ে থাকতেন মোখলেসুর। আমরাও ওই একই বাড়িতে থাকি। তার স্ত্রী বেড়াতে গ্রামের বাড়ি জামালপুরে যাওয়ায় ঘটনার দিন সকালে আমাদের বাসা থেকেই খাবার নিয়ে অফিসের উদ্দেশে বের হয়েছিলেন।’ তিনি বলেন, ‘আজ আমরা খবর পেয়ে মানিকগঞ্জে যাই। প্রথমে গিয়ে তার লাশ চিন্তে পারিনি। তবে তার পকেটে থাকা মানিব্যাগ ও মোবাইল দেখে তার লাশ শনাক্ত করি। বর্তমানে লাশটি মানিকগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।’
নিহত মোখলেসুর রহমান কাওরান বাজারের আর্টিসান সিএ ফার্মের কম্পিউটার অপারেটর ছিলেন। গত প্রায় দশবছর ধরে ওই ফার্মে তিনি হিসাব রক্ষক ও কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করছেন। আট বছর আগে পারিবারিকভাবেই একই এলাকার হাসির সঙ্গে তার বিয়ে হয়। তবে তাদের সংসারে কোনও সন্তান নেই বলেও জানান তিনি।
এই মুহূর্তে তারা কাউকে সন্দেহ করছেন না বলে জানান জহির।
এদিকে, ১ নভেম্বর শেরেবাংলা নগর থানায় নিহত মোখলেসুরের শ্যালক এমামুল ইসলাম এই ঘটনায় যে জিডি করেন তার নম্বর ৭০। এ বিষয়ে তারা র‌্যাব-২ এ একটি লিখিত অভিযোগ করেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিখোঁজের পরপরই আমরা তদন্ত শুরু করেছি। আমরা কেউ বসে নেই। এখনও তদন্ত করছি। তবে প্রকৃত কারণ এখনও জানা যায়নি।’
এই ঘটনায় কোনও মামলা হবে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু লাশটি মানিকগঞ্জে উদ্ধার হয়েছে, নিয়ম অনুযায় তারাই মামলা করবে। তারপরও আমরা তদন্ত করে দেখছি।’
/এআরআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী