X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বদলে যাচ্ছে ৯ শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তালিকায় সাকা চৌধুরীর মায়ের নামের কলেজ

এস এম আববাস
০৮ ডিসেম্বর ২০১৬, ২২:৫৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ২৩:০০

শিক্ষা মন্ত্রণালয় মহান স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে অবস্থানকারী ব্যক্তিদের নামে সরকারি অনুদান পাওয়া দেশের নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম বদলে যাচ্ছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো নামের বিপরীতে মহান ব্যক্তিদের নাম প্রতিস্থাপন করবে সরকার। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর মায়ের নামের কলেজটিও রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক খন্দকার মো. রেজাউল করিম এ খবর নিশ্চিত করেছেন।
রেজাউল করিম বাংলা টিবিউনকে বলেন, ‘আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের সবগুলোতে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে প্রতিষ্ঠানগুলোর নাম মহান ব্যক্তিদের নামে প্রতিস্থাপনের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।’ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ওই চিঠি ও শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতার বিরুদ্ধে অবস্থানকারী ব্যক্তিদের নামে সরকারি অনুদান পাওয়া সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত বিশেষ প্রতিবেদনে নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম বেরিয়ে আসে। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর মা সেলিনা কাদের চৌধুরীর নামে করা চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ‘সেলিনা কাদের চৌধুরী ডিগ্রি কলেজ’টিও রয়েছে।
এরপর গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসব প্রতিষ্ঠানের নাম মহান ব্যক্তিদের নামে পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়কে। এই নির্দেশ ওই নয়টি শিক্ষা প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে জানায় শিক্ষা মন্ত্রণালয়।
মাউশি সহকারী পরিচালক খন্দকার মো. রেজাউল করিম বলেন, ‘নয়টি প্রতিষ্ঠানকে বিদ্যমান নাম পরিবর্তন করে মহান ব্যক্তিদের নাম দিয়ে প্রতিস্থাপনের জন্য প্রস্তাব চাওয়া হয়েছে। প্রস্তাব এলে যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেবে সরকার।’

মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থানকারী ব্যক্তিদের নামের নয় প্রতিষ্ঠান
টাঙ্গাইল জেলার বাসাইলের এমদাদ হামিদা ডিগ্রি কলেজ, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রি কলেজ, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ, নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ডা. নাসির উদ্দিন তালুকদার কলেজ, সাতক্ষীরা সদর এলাকার বাটকেখালির এম এ গফুর মডেল কলেজ, মেহেরপুর জেলার মুজিবনগর এলাকার আনন্দবাস মিয়া মুনসুর একাডেমি, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ, চট্টগ্রাম জেলার লোহাগড়ার মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার সেলিনা কাদের চৌধুরী ডিগ্রি কলেজ।

 

/এসএমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!