X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

এমপি লিটন খুন হওয়ায় আমরা ক্ষতিগ্রস্তই হলাম: সৌরভের মা

জামাল উদ্দিন ও জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা থেকে
০৭ জানুয়ারি ২০১৭, ২২:৫৩আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৬:৩৬

শিশু সৌরভের সঙ্গে মা সেলিনা বেগম গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মনজুরুল ইসলাম লিটনের মৃত্যুতে নিজেদের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানালেন এমপি লিটনের হাতে গুলিবিদ্ধ শিশু সৌরভের মা সেলিনা বেগম। শনিবার বিকেলে তিনি আক্ষেপের সঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমপি লিটন খুন হওয়ায় আমরা ক্ষতিগ্রস্তই হলাম। আমাদের পুরো পরিবারের দায়িত্বই তিনি নিয়েছিলেন। ছেলেদের পড়ালেখা ও স্বামীর ব্যবসাসহ সবকিছুই তিনি দেখবেন বলে জানিয়েছিলেন। এখন তিনি খুন হওয়ায় আমাদের আর কোনও স্বপ্নই পূরণ হলো না।’

শনিবার দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জের গোপালচরণ গ্রামে সৌরভের বাড়িতে যাওয়ার পর দেখা যায়, সৌরভ পাশের পুকুরে গোসল করছে। তার মা ছেলেকে ডেকে নিয়ে আসেন। এ সময় শিশুটির বাবা সাজু মিয়া বাড়িতে ছিলেন না।

দুর্বৃত্তের গুলিতে এমপি লিটনের খুন ও সৌরভের পায়ে গুলির বিষয়ে জানতে চাইলে সেলিনা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এক কথায় বলতে গেলে আমরা ক্ষতিগ্রস্তই হয়েছি। কারণ, এমপি লিটন ও তার স্ত্রী স্মৃতি ম্যাডাম ফোনে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন।  ওই সময় সৌরভের চিকিৎসাসহ আমাদের পুরো পরিবারের দায়িত্ব নিয়েছিলেন। দুই সন্তান শামীম মিয়া ও সৌরভের সারা জীবনের পড়ালেখার দায়িত্ব নিয়েছিলেন তিনি। বলেছিলেন, আমাদের একটি সন্তান। এখন সৌরভসহ দু’টি সন্তান হলো।’

সৌরভের মা সেলিনা বেগম আরও বলেন, ‘এমপি লিটন বলেছিলেন, মামলা প্রত্যাহার করলে নগদ চার লাখ টাকা দেবেন। প্রথমে দুই লাখ পরে মামলা সম্পূর্ণ প্রত্যাহার হলে আরও দুই লাখ দেওয়ার কথা জানিয়েছিলেন। এছাড়া তিনি দুই দফায় ৪০ হাজার টাকা সৌরভের চিকিৎসার জন্য দিয়েছিলেন।’

সৌরভের বাবা সাজু মিয়া গ্রামে-গ্রামে হাঁড়ি-পাতিল বিক্রি করেন উল্লেখ করে সেলিনা বেগম বলেন, ‘‘সৌরভের বাবাকে এমপি লিটন বলেছিলেন, ‘তোমাকে আর হেঁটে-হেঁটে ব্যবসা করতে হবে না।’ তাকে হাঁড়ি-পাতিলের ব্যবসার জন্য টাকা দেবেন বলেও জানিয়েছিলেন।’ ৩১ ডিসেম্বর দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়ার ১৫-১৬ দিন আগেও এমপি লিটন ফোন করে সৌরভের বাবা-মায়ের সঙ্গে কথা বলেছিলেন বলে জানালেন সেলিনা বেগম।

সৌরভের পায়ে গুলির ঘটনা সম্পর্কে জানতে চাইলে সেলিনা বেগম বলেন, ‘আমরা তো দেখিনি। তবে এমপি নিজেই বলেছিলেন, আত্মরক্ষার্থে তিনি গুলি চালিয়েছিলেন। তার ওই গুলিতে সৌরভ গুলিবিদ্ধ হয়েছে।’

উল্লেখ্য, ২০১৫ সালের ২ অক্টোবর ভোরে এমপি লিটনের গুলিতে আহত হয়েছিল শিশু সৌরভ। শিশুটি  প্রাথমিক সমাপনী পাস করে এ বছর ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছে। ঘটনার সময় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল সে।

এমপি লিটনের প্রতি তার কোনও ক্ষোভ আছে কিনা—জানতে চাইলে সৌরভ বাংলা ট্রিবিউনকে হাসতে-হাসতে বলে, ‘না। বরং তার মৃত্যুতে আমি কষ্ট পেয়েছি।’ এ সময় সৌরভ জানায়, তার সঙ্গেও মোবাইলে এমপি লিটন কথা বলেছিলেন।

দহবন্দ ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ইউনুছ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমপি লিটন বিষয়টি মীমাংসা করাসহ সৌরভের পরিবারের জন্য তিন লাখ টাকা নিয়ে আমাকেসহ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকে পাঠিয়েছিলেন। সৌরভের বাবা-মাও টাকা নিতে রাজি হয়েছিলেন। কিন্তু স্থানীয় কিছু কুচক্রী লোকের প্ররোচনায় তখন সাজু মিয়া টাকাটা নেননি। টাকাটা নিলে হতদরিদ্র এই পরিবারটির অনেক উপকার হতো। এখন সবই গেলো।’

আরও পড়ুন: এমপি লিটন হত্যা: ৬ জনের রিমান্ডের আবেদন

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট