X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা কলেজে সংঘর্ষ: ৩২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৭, ২০:০৫আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ২০:০৯

কারাগার ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পাল্টাপাল্টি মামলায় গ্রেফতার করা ৩২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান এ নির্দেশ দেন।
এর আগে রবিবার বিকালে নিউ মার্কেট থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেন ঢাকা কলেজের দুই সাধারণ শিক্ষার্থী। এর মধ্যে প্রথম মামলাটি দায়ের করেন কলেজের শিক্ষার্থী ননী গোপাল দাস। ১১ নম্বর এই মামলায় ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার আহ্বায়ক নূরে আলম ভূঁইয়া রাজুসহ ৮০/৯০ জনকে আসামি করা হয়। এই মামলার আসামিদের মধ্যে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যদিকে, রাজুর সমর্থক শাহজালাল নামের এক শিক্ষার্থী ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হিরণ ভূঁইয়া ও জামাল উদ্দিন মাহীসহ ৭০/৮০ জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলার আসামিদের মধ্যে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দুই মামলায় গ্রেফতার করা মোট ৩২ জনকে আদালতে হাজির করে নিউ মার্কেট থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মহীউদ্দিন সবাইকে কারাগারে পাঠানোর আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান সবাইকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে যুগ্ম আহ্বায়ক ‘হিরণ গ্রুপে’র ওপর অতর্কিত হামলা করে তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয় আহ্বায়ক ‘রাজু গ্রুপ’। এসময় ছাত্রাবাসের কয়েকটি কক্ষে ভাঙচুর চালায় হামলাকারীরা। এছাড়া, সাতটি মোটরসাইকেলের আগুন ধরিয়ে দেয় তারা। সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হন।

আরও পড়ুন-

ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মী সাময়িক বহিষ্কার

ঢাকা কলেজে সংঘর্ষ: পাল্টাপাল্টি মামলা, গ্রেফতার ৩২

ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

/আরজে/এসআইটি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি